07/12/2022
Canva খুব সহজ একটি গ্রাফিক্স টুল যার মাধ্যমে আপনি খুব সহজেই গ্রাফিক্স এর কাজ করতে পারবেন । পি,এন,জি/জেপিজি সব ধরনের ফরম্যাট এ আপনার ডিজাইন ডাউনলোড করার পাশাপাশি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সব ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার ,লোগো,পেসক্রিপশন,আইডি কার্ড ,ফ্লায়ার,ব্রউচার যা কিছু আপনার প্রয়োজন ।তৈরীকৃত ডিজাইন পাবেন যেখানে কিছু রং,টেক্সট,ব্যাকগ্রাউন্ড আর কিছু ডিাজাইন এ্যাড করে খুব সহজেই নিজের নতুন একটি ডিজাইন তৈরী করে ফেলতে পারবেন ।
ক্যানভা অন্যান্য গ্রাফিক্স টুল থেকে কেন এত সহজ এবং জনপ্রিয়? তার মধ্যে কিছু কারন হচ্ছে:
১.ক্যানভা ডাউনলোড করতে হয় না এডোবি ফটোশপ বা ইলেষ্টরেটর এর মত ।
২.আপনার শুধু মাএ একটি জিমেইল একাউন্ট এর প্রয়োজন হবে ।
৩.এটি ব্যবহার করতে পারবেন ফ্রীতে কোন ঝামেলা ছাড়াই ।
৪.আপনার তৈরীকৃত ডিজাইন ক্যানভাতেই সেইভ থাকবে তাই যখন খুশী তখন ইডিট,্ডাউনলোড এবং ডিলিট করতে পারবেন ।
৫. এখানে আপনি অসংখ্য রেডিমেট ডিজাইন পেয়ে যাবেন ফ্রীতে যা সহজেই ইডিট করে নিজস্ব ডিজাইন বানাতে পারবেন ।
ক্যানভা দিয়ে টাকা উপার্জন করবেন কিভাবে?
জ্বি হ্যা, আপনি ক্যানভা থেকেও টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন উপায়ে যেমন:
১.ক্যানভা তে আপনার নিজস্ব ডিজাইন বিক্রয় করে ।
২. ফাইভার মার্কেট প্লেসে ক্যানভা এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে খুব সহজে কাজ এবং অর্থ উপার্জন করতে পারেন ।
৩. আর্টিকেল লিখে যেমন আমি লিখলাম এবং এটিকে ওয়েব সাইটে পাবলিশ করলাম ।
৪.ইউটিউব চ্যানেল খুলে ক্যানভা ক্লাস করিয়ে ।