06/08/2025
নেত্রকোনায় ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে
শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোণা সদর উপজেলার জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ৬ আগস্ট ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে জেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সদর পৌর শহরে বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথকভাবে একাধিক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ডা: আনোয়ারুল হক, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা সভাপতি বাবু সত্যেন্দ্র পাল ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক রিপন দত্ত, সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রহ্লাদ বণিক, সম্মানিত সদস্য হতে নীহাররঞ্জন সরকার, বাবু গোবিন্দ সাহা সহ সকল ইউনিটের অসহযোগী নেতা কর্মী উপস্থিত ছিলেন।
হাজার হাজার জনতার ঢল মুখরিত হয়ে যায়,ঢাক ঢোল বাজনা বাজিয়ে নেচে নেচে নেত্রকোনা বাসী, বিএনপির ঘাটি নেত্রকোনার মাটি, ভয় করিনা বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা। তার ওরই ধারাবাহিকতায় নেত্রকোনার ঐতিহাসিক মাঠ কালেক্টর প্রাঙ্গণ হইতে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালেক্টর প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
ওই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির কর্ণধর ডক্টর আনোয়ারুল হক নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর প্রতি শ্রদ্ধা জানায় সাথে জেলা,উপজেলা,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।