SM media এস,এম, মিডিয়া

SM media এস,এম, মিডিয়া এস এম মিডিয়া চ্যানেলের আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা বলে তুলে ধরতে আমাদের পাশে থাকুন : dhygiix

ধাপেরহাট আমবাগান রোডে গ্রামীণ ব্যাংকের সামনে এই পাগলকে দেখতে পাওয়া যায় কেউ যদি এই লোকটিকে চেনেন অবশ্যই যোগাযোগ করে নিয...
09/07/2025

ধাপেরহাট আমবাগান রোডে গ্রামীণ ব্যাংকের সামনে এই পাগলকে দেখতে পাওয়া যায় কেউ যদি এই লোকটিকে চেনেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন মনে হয় তার মাথার সমস্যা আছে গতকাল থেকে উনাকে দেখতে পাওয়া যাচ্ছে এই পোস্টটা সবাই শেয়ার করবেন।

06/07/2025

ঢাকার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা
বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দেয়। এদিকে মেয়ের বিয়ে ভেঙ্গে দেওয়ায় পাত্রের বাবাকে কল করে মামলার হু/ম/কি দিয়েছেন কনের বাবা

সাঘাটায় শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা অতঃপর শশুর গ্রেফতার সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :সাঘাটা ...
06/07/2025

সাঘাটায় শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা অতঃপর শশুর গ্রেফতার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :
সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের মোংলা পাড়া গ্রামের বাদল মিয়া তার একমাত্র পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা অতঃপর থানা পুলিশের হাতে গ্রেফতার শশুর। মামলা সুত্রে জানা যায়,উপজেলার মোংলার পাড়া গ্রামের মৃত্যু সামাদ ঘোসের ছেলে বাদল মিয়া তার একমাত্র ছেলে খলিলুর রহমান ওরফে রকি বাজিতনগর বাজারে আপ্যায়ন বেকারীতে কাজ করেন।
সেখানে অতিরিক্ত কাজের চাপে প্রতিমাসে কয়েকদিন তাকে নাইট ডিউটি করতে হয়। রকির এমন কর্মব্যস্থতার সুযোগ বুঝে তার পিতা বাদল মিয়া পুত্রবধূর প্রতি কুনজর দিতে থাকে।
এরই একপর্যায়ে গত ৪ জুন রাতে রকি মিয়া ডিউটিতে থাকায় শ্বশুর বাদল মিয়া রহস্যজনক কারনে নিজের রুমে বিদ্যুতের সংযোগ থাকলেও পুত্রবধূর রুমে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘরের মধ্যে থাকা দরজাটি ঘুলিয়ে রেখে ঘুমাইতে বলে।
পুত্রবধূ শশুরের উক্ত কথা সরলবিশ্বাসে দরজা খুলেই ঘুমিয়ে পরলে গত ৫ জুন রাত অনুমান ৩ ঘটিকার সময় শ্বশুর বাদল মিয়া তার পুত্রবধূর রুমে ঢুকে শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় পুত্রবধূর ঘুম ভেঙে গিয়ে ডাক চিৎকার করতে থাকলে শ্বশুর বিভিন্ন ভয়ভিতি সহ মিথ্যা অপবাদ দিয়ে তার স্বামীর সংসার নষ্ট করার হুমকি দেয়। বাদলের ছেলে সকালে ডিউটি শেষে বাড়ীতে ফিরে আসে, তখন স্ত্রী তার স্বামীকে রাতের ঘটনা ঘুলে বলে । স্বামী তার পিতা বাদল মিয়ার কাছে শুনতে চাইলে বাদল মিয়া তার পুত্রবধূর পায়ে পরে ক্ষমা চায়।
এ বিষয়টি বাড়ীর আশেপাশের লোকজন জানাজানি হলে এক পযার্য়ে ছেলের শশুর বাড়ীর লোকজন জানতে পায়। পরে শশুর বাড়ীর লোকজন এসে বাদলের পুত্রবধূরকে বাদী করে থানায় অভিযোগ দায়ের করে ।
থানায় অভিযোগের কথা শুনে বাদল ও তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দফায় দফায় বৈঠক করতে থাকে।
এমতাবস্থায় আদালতের মামলাটি সাঘাটা থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মামলা রুজু করে আসামি বাদল মিয়াকে গত( ৪ জুলাই ) রোজ শুক্রবার বিকেলে গ্রেফতার করে।

এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলমের কথা হলে তিনি জানানা, আপন শশুরকতৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা ঘটনায় পুত্রবধূর মামলায় গ্রেফতারকৃত আসামি শশুর বাদল মিয়াকে গত শনিবার সকালে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাদুল্লাপুরের ধাপেরহাটে পালানপাড়া ও হাসানপাড়া দুই পক্ষের  সং #ঘ #র্ষ আহত- ১৬৷ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে পরিস্থ...
04/07/2025

সাদুল্লাপুরের ধাপেরহাটে পালানপাড়া ও হাসানপাড়া দুই পক্ষের সং #ঘ #র্ষ আহত- ১৬৷ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

02/07/2025

চিলমারী রমনা রেলওয়ে স্টেশন থেকে শতাদ্ধীর পুরনো জীবন্ত গাছের ভিতর থেকে রহস্যময় আগুন জ্বলছে এস এম SM media এস,এম, মিডিয়া

বগুড়ার স্বনামধন্য রেস্টুরেন্ট 'হিলিয়াম' এর কিচেন স্টাফ আজ ৩০শে জুন সকাল ১০টায় রেস্টুরেন্টের কিচেনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ...
01/07/2025

বগুড়ার স্বনামধন্য রেস্টুরেন্ট 'হিলিয়াম' এর কিচেন স্টাফ আজ ৩০শে জুন সকাল ১০টায় রেস্টুরেন্টের কিচেনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যুবরন করেন।
নিহতের নাম সোহেল (২০) ঠিকানা নারুলী, বগুড়া সদর।
মাত্র ২০ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেলো কর্তৃপক্ষের অবহেলায়।

30/06/2025

বগুড়ার আবাসিক হোটেলে ৮ নারীসহ ১২ জন গ্রেফতার।
এদের কি করা উচিৎ বলে আপনি মনে করেন

পলাশবাড়ীতে হামলা ভাংচুর,থানায় মামলা যৌথ বাহিনীর অভিযানে আটক-গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে দোকান ও ঘরবাড়ীতে হ...
30/06/2025

পলাশবাড়ীতে হামলা ভাংচুর,থানায় মামলা যৌথ বাহিনীর অভিযানে আটক-

গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে দোকান ও ঘরবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কবুতর থাকার ঘরও।
ঘটনাটি ঘটেছে ২৯ জুন (রোববার)সকাল ৭ টার দিকে পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামে।

এ ব্যাপারে জোসনা বেগম নামে একজন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলা সুত্র ও সরেজমিনে জানা যায়,জোসনা বেগমের স্বামী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের জাহিদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর,আসাদুল ও আলামিনের সাথে দীর্ঘদিন যাবৎ পূর্বের শত্রুতা নিয়ে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য চলে আসছিল।

২৯ জুন রোববার সকালে আলমগীর ও তার অনুসারিরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাহিরে থেকে লোকজন নিয়ে এসে জাহিদুলের দোকান ও বাড়ীতে হামলা করে দোকানসহ বাড়ী ভেঙ্গে চুরমার করে। এ সময় জাহিদুল ও তার স্ত্রী জোসনা বেগম বাধা নিষেধ করলে তাদের মারপিট করে ঘরে থাকা আসবাবপত্র, টিভি,ফ্রিজ,স্বর্নের চেইন,হাঁস,কবুতরসহ আনুমানিক ৬ লক্ষ ৩০ হাজার টাকার মুল্যের জিনিসপত্রসহ জাহিদুলের ছেলের শয়ন ঘর থেকে তার স্ত্রীর স্বর্ণের কানের দুল,হাতের চুরি নিয়ে যায় এবং ঘরবাড়ীতে ব্যাপক ভাংচুর চালায়।
জোসনা বেগম তাৎক্ষণিক পলাশবাড়ী থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আলমগীরসহ অন্যান্যরা পালিয়ে গেলেও সাদুল্লাপুর উপজেলার ছোট সাতোরা গ্রামের বাবলু প্রমানিকের ছেলে ময়নুল ইসলাম,পলাশবাড়ী উপজেলার কিসামত চেরেঙ্গা গ্রামের মৃত জুয়েল রানার ছেলে জোবায়ের রহমান ও একই গ্রামের কালাম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
জোসনা ও তার পরিবারের লোকজন জানান,দীর্ঘদিন থেকেই আলমগীর ও তার লোকজন আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আসছিল।সকালে বাহির থেকে লোকজন নিয়ে এসে যেভাবে হামলা,ভাংচুর,লুটপাট করেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে,অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

29/06/2025
কিশোরগঞ্জের ৩ হাজারের বেশি গোরখোদক মনু মিয়া মারা গেছেন। ছোটবেলা থেকে তার কাজ ছিল মানুষের মৃত্যু হওয়ার পর কবর করার স্থা...
28/06/2025

কিশোরগঞ্জের ৩ হাজারের বেশি গোরখোদক মনু মিয়া মারা গেছেন। ছোটবেলা থেকে তার কাজ ছিল মানুষের মৃত্যু হওয়ার পর কবর করার স্থানে পৌঁছানো সব কাজ ফেলে রেখে চলে যান

বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত শাহাদাৎ হোসেনগরিব অসহায় দরিদ্র পরিবারের সন্তান শাহাদাৎ হোসেন। চিকিৎসার জন্য অসুস্থ বাবা ত...
28/06/2025

বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত শাহাদাৎ হোসেন

গরিব অসহায় দরিদ্র পরিবারের সন্তান শাহাদাৎ হোসেন। চিকিৎসার জন্য অসুস্থ বাবা তার সাধ্যের সবটুকু শেষ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
কিডনি রোগে আক্রান্ত শাহাদাৎ এর শারীরিক অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছে।
বলছিলাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. শাহাদাৎ হোসেনের কথা। শাহাদাৎ হোসেন (৩২) এর দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে।
তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হসপিটালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শাহাদাৎ এর সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করতে যেতে হয় রংপুরে। মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয়। যা বহন করা দরিদ্র ও অসুস্থ বাবার পক্ষে সম্ভব না।
বড় ভাই শাহ আলম জানান, আট ভাই বোনের মধ্যে শাহাদাৎ সবার ছোট, ছোট ভাই চিকিৎসার অভাবে মারা যাবে এটা ভাবতে যেমন হৃদয় ক্ষত-বিক্ষত হচ্ছে অন্যদিকে জমা-জমি বিক্রি করে, অন্যের কাছে ঋন করে ছোট ভাইটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, যেন ছোট ভাই শাহাদাৎ কে আল্লাহ তাআলা বেচেঁ রাখেন।
এদিকে ডাক্তার বলেছেন, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে।

এ জন্য ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র শাহাদাৎ এর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। মৃত্যুই যেন তার শেষ ঠিকানা।
অসহায় পিতা মোজাম্মেল হক নির্বাক তাকিয়ে ক্ষণে ক্ষণে চোখের জল ফেলছেন —একটি সম্ভাবনাময় প্রাণকে বাঁচানোর আকুতি নিয়ে। সন্তানের আর্তনাদ যেন তাকে প্রতিদিনই কুরে কুরে খাচ্ছে। যে সন্তানের হাত ধরে একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ তাকেই হারানোর শঙ্কায় পিতা হারিয়ে ফেলেছেন সমস্ত শক্তি।

এ অবস্থায় তার পরিবার পক্ষ থেকে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো.শাহাদাৎ হোসেন
হিসাব নং ৫১১৪৪০১০৩৩৪৫২
সোনালী ব্যাংক বাংলাদেশ লি.
সাদুল্লাপুর শাখা, গাইবান্ধা।
বিকাশ/ নগত নাম্বার ০১৭৭০৯৮৯০৬৯

Address

Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 17:00

Telephone

+8801729813160

Alerts

Be the first to know and let us send you an email when SM media এস,এম, মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share