Muhammad Giash Uddin

Muhammad Giash Uddin .

-মুমিন কখনো ডিপ্রেশনে ভোগে না !
কারণ সুখের সময়ও তো চিরস্থায়ী নয় 🌸


11/12/2024

____সব আছে বাবরী চুল ব্যতীত 💔

-কারমাইকেল বিজয় মেলা-২৪ 😍
05/12/2024

-কারমাইকেল বিজয় মেলা-২৪ 😍

15/08/2024

আসলে রাজনীতি একটা খেলা,
যে খেলা চালাক লোকেরা খেলে আর মূর্খরা সেটা নিয়ে দিনভর চর্চা করে।
এই খেলায় মিথ্যুকেরাই বিজয় লাভ করে
আর সত্যবাদীরা পড়ে ধোকায়
সবশেষে আমিও সেই মূর্খেরেই কাতারে।
Ferdous Al-Hasan

28/02/2024

🥰

আজকের আম্মাজানেরা কি উপদেশ দেনআল্লাহ তায়া’লা ই ভালো জানেন 💔
16/11/2023

আজকের আম্মাজানেরা কি উপদেশ দেন
আল্লাহ তায়া’লা ই ভালো জানেন 💔

14/11/2023

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।
ধরেন, এক হুজুর ওয়াজ করছে-
স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?
ঠিইইইইইইইইইক
স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...
ঐ দিকে পাবলিক বিরস মুখে অধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য! 😑
#সংগ্রহীত

05/10/2023

"ব্রেকআপ করলে হারাম সঙ্গী কষ্ট পাবে, অভিশাপ দিবে তাই হারামে লেপ্টে থাকতে হবে"

এটি একটি শয়তানী ধোঁকা!



13/09/2023

ALHAMDULILLAH

শ্যামপুর তালিমদ্বীন ক্বওমী মাদ্রাসা 🥰
08/09/2023

শ্যামপুর তালিমদ্বীন ক্বওমী মাদ্রাসা 🥰

25/08/2023

তবেই দুনিয়াতে আবার মজবুত হবে ভিত্তি খেলাফতের
যদি খুঁজে নাও অন্তরআত্মা আকাবির আসলাফদের

📗বই
ইলম অর্জনের পথে বড়দের আত্মত্যাগ

_                ইয়া রাসুলুল্লাহ                   -✍মুহাম্মাদ গিয়াস উদ্দিন পারবোনা যেতে সুদূর অতীত চৌদ্দশ বছর আগে, তবুও...
04/08/2023

_
ইয়া রাসুলুল্লাহ
-✍মুহাম্মাদ গিয়াস উদ্দিন

পারবোনা যেতে সুদূর অতীত চৌদ্দশ বছর আগে,
তবুও আপনার প্রেম এ হৃদয়ে রেখেছি আগলে,
আজীবন থাকবো ডুবে সে প্রেমের সাগর অতলে।

ইয়া রাসুলুল্লাহ,
উম্মাহ- র জন্য এনেছিলেন যে আলোর রিসালাত,
সে পথে চলেও পারছিনা পূর্ণ হিদায়ত,
তবে কিভাবে কামনা করি আপনার শাফায়াত।

ইয়া রাসুলুল্লাহ,
হবে কি-না জানিনা? তবুও যদি মোলাকাত হতো একবার,
সবিনয়ে বলতাম এ মনে শত হাহাকার,
আরো কোটি ব্যাথা লুকায়িত এ বুকে উম্মাহ-র।

কবে আসবে সেই সময়! সেই মাহেন্দ্রক্ষণ,
পুরো মাখলুক জগৎ আপনার আগমন পানে যখন।

Address

Rangpur
Rangpur

Telephone

+8801609959873

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Giash Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share