Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী

Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী Youtube

হাত তুলেছি চোখের জলেপ্রভু তোমার দরবারেহেরার আলো দাও বিলিয়েঅধমের অন্তরে।
26/05/2025

হাত তুলেছি চোখের জলে
প্রভু তোমার দরবারে
হেরার আলো দাও বিলিয়ে
অধমের অন্তরে।

আলহামদুলিল্লাহ। উত্তাল ও মনোহর সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর যৌথ আয়োজনে দায়িত্বশীল ও শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ...
22/05/2025

আলহামদুলিল্লাহ।
উত্তাল ও মনোহর সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর যৌথ আয়োজনে দায়িত্বশীল ও শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহাদিউজ্জামান - তত্ত্বাবধায়ক - রংপুর ও দিনাজপুর অঞ্চল (সসাস)।

12/05/2025

ছাত্রশিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 💚
এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন
তাইতো শিবির করেছে এই মহৎ আয়োজন

#শিবির

আসসালামু আলাইকুম সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজসমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস) কতৃক আয়োজিত রংপুর অ...
30/04/2025

আসসালামু আলাইকুম
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ
সমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস) কতৃক আয়োজিত রংপুর অঞ্চল কতৃক ''দায়িত্বশীল সমাবেশ''২৫

উক্ত দায়িত্বশীল সমাবেশে''প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,সসাসের আবৃত্তি ও উপস্থাপনা সম্পাদক মোঃ আরিফ হোসেন সবুজ,, উক্ত দায়িত্বশীল সমাবেশে উপস্থিত ছিলেন,, অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগর এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান

উক্ত সমাবেশে সকল গোষ্ঠির পরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

28/04/2025

এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন
তাইতো শিবির গড়েছে এই মহৎ আয়োজন

23/04/2025

কুরআনের আলোকিত বুঝ দাও
হাদিসের যথাযথ জ্ঞান দাও

লেখক:-আবু তাহের বেলাল
সুরকার:-মশিউর রহমান

03/04/2025

❝শপথের কথাগুলো❞
কথা: Jakariya Al Hosain
সুর: Moshiur Rahman
কণ্ঠে : Al Imran আল ইমরান - পরিচালক (উত্তাল)

02/04/2025

ঈদ এলো ফুলে দুলে ধুলিরও ধরায়
আজ ফকির বাদশাহ এক কাতারে ঈদগাহে দাঁড়ায়।
উত্তাল সাংস্কৃতিক সংসদ নীলফামারী এ সাবেক দায়িত্বশীলবৃন্দের সাথে বর্তমান পরিচালক Al Imran এর ঈদ আড্ডা।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জলঢাকার উদ্দেশ্যে রওয়ানা। সকলের নিকট দোয়ার আবেদন।
01/04/2025

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জলঢাকার উদ্দেশ্যে রওয়ানা। সকলের নিকট দোয়ার আবেদন।

31/03/2025

🤝ঈদ মুবারাক 🌙 ❤️
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সকলকে পবিত্র ঈদ উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 💐

31/03/2025

অনুষ্ঠান প্রস্তুতিমূলক রিহার্সেল।
❝এলো খুশির ঈদ❞
✍️কাজী নজরুল ইসলাম।
মেহমান: Sofiqul Islam চেয়ারম্যান - উত্তাল সাংস্কৃতিক সংসদ নীলফামারী
গত ২০-০৩-২০২৫ ইং (রমাদান)।

30/03/2025

🌺শোনো ঈদের গান🌺

🎼সংগীত: শোনো ঈদের গান
✍️কথা: জাকারিয়া আল হোসাইন
🎵সুর: আল ইমরান
🎙️পরিবেশনায়: শিশু বিভাগ, উত্তাল শিল্পীগোষ্ঠী।
🎛️🎹সাউন্ড ডিজাইনার: আসিফ আতিকুর
📽️চিত্রগ্রহন ও সম্পাদনা: বাঁধন এমএসবি
🖱️🎞️পরিচালনায়: আল ইমরান
🎬প্রযোজনায়: উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ

➤➤লিরিক্স:➤➤

আজকে ঈদের চাঁদ উঠেছে
জাগলো সবার প্রাণ
ঈদ ঈদ ঈদ ঈদ এলোরে
শুনবো ঈদের গান।
আজ— শুনবো ঈদের গান।

ঈদ সে তো ভাই মুসলমানের
হাসিখুশির দিন
ধনী—গরিব সব ভেদাভেদ
করা যে বিলিন।
সবার মনে খুশির জোয়ার—
চির অনির্বাণ।

ঈদ আমাদের দেয় শিখিয়ে
ঐক্য কারে কয়
কেমন করে আসবে ধরায়
ভালোবাসার জয়।
ঈদের শিক্ষায় নিজেকে আজ—
করো বিনির্মান।

পরিবেশনায়: শিশু বিভাগ - উত্তাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ নীলফামারী।

#শোনো_ঈদের_গান_
#ঈদের_নতুন_গজল_২০২৪
#শিশু_বিভাগ_উত্তাল_শিল্পীগোষ্ঠী_নীলফামারী_
#শিশুদের_গজল_

Address

Rangpur
12345

Alerts

Be the first to know and let us send you an email when Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttal Shilpigoshthi - উত্তাল শিল্পীগোষ্ঠী:

Share

Category