Sobuz Corner-সবুজ কর্ণার

  • Home
  • Sobuz Corner-সবুজ কর্ণার

Sobuz Corner-সবুজ কর্ণার স্বাগতম,
আসুন এমন একটি মানসিকতা তৈরি করি যা কখনও হাল ছাড়ে না।💪
(1)

আমার চাচার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে!!😭
18/07/2025

আমার চাচার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে!!😭

17/07/2025

গরীব ও ধনী বাবার পার্থক্য

👨‍🏫 গরিব বাবার শিক্ষা:
ভালো রেজাল্ট করো,
চাকরি খোঁজো →
সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করো
আর সারাজীবন গরিব অবস্থায় কাটিয়ে,
বুড়ো বয়সে অবসর নাও।

💼 ধনী বাবার শিক্ষা:
চিন্তা বদলাও,
ব্যবসা শুরু করো
মানুষকে চাকরি দাও
পৃথিবী ভ্রমণ করো
আর যুবক বয়সেই অবসর নাও।

🔑 পার্থক্য?
গরিব বাবা খাটে টাকার জন্য।
ধনী বাবা টাকা খাটায় নিজের জন্য।

👉 তাই ভাবো নতুন করে,
জীবন বদলাও চিন্তা বদলে।

💚 সবুজ কর্নার
#সবুজ_কর্ণার

14/07/2025

চোখ ভিজে যায়, মুখটা ভিজে না শুধু।
সবাই নিজের মতো করে ভাঙা,
কেউ গোপনে কাঁদে, কেউ চুপচাপ সয়ে যায়।

💚 সবুজ কর্নার
#সবুজ_কর্ণার

13/07/2025

**সুখ আসলে ঠিক কোথায়?
ছোটবেলায় ভাবতাম—
বড় হলেই সুখ আসবে।
বড় হয়ে বুঝলাম—
সুখ ছিল তখনই, আমরা শুধু বুঝিনি।

তরুণ বয়সে ভাবি—
আরেকটু টাকা হলে সব ঠিক হবে।
বয়স বাড়লে দেখি—
সময় ছিল আসল সম্পদ, টাকা নয়।

সুখ কখনো সামনে থাকে না,
সে লুকিয়ে থাকে এই মুহূর্তে,
তোমার চোখের চাহনিতে,
তোমার চুপ করে বসে থাকায়,
তোমার প্রিয় মানুষের এক কাপ চায়ে।

👉 সুখকে খোঁজো না,
তাকে বুঝে ফেলো।
কারণ—সুখ আসে না,
সুখ খুঁজে নিতে হয়।

💚 সবুজ কর্নার
#সবুজ_কর্ণার

13/07/2025

(১) কেন এত ছোট এ জীবন
এই জীবনটা যেন রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেন—
যে একটু দাঁড়ায়, তারপর হু হু করে চলেই যায়।
আমরা শুধু ছুটতে ছুটতেই ভুলে যাই—জীবন কখনো ফিরে আসে না।

তাই এখনই জেগে উঠো।
ভালোবাসো, ক্ষমা করো, বাঁচো—তোমার মতো করে।
💚 সবুজ কর্নার
#সবুজ_কর্ণার

কলকাকলিতে ভরা এই ট্রেন যেন থামে তোমার কথায়। দেখা হচ্ছে (২) নম্বরে!

আপনাদের এলাকায় এতটুকু মাছের দাম কত হবে?
12/07/2025

আপনাদের এলাকায় এতটুকু মাছের দাম কত হবে?

12/07/2025

**"আমি ভিডিওটা একবারই দেখতে পারলাম না — গা শিউরে উঠলো, চোখ ফেরালাম।
কিন্তু যারা এই নৃশংসতা করছে, তারা তো একটুও ভয় পাচ্ছে না!
আমার অন্তর কাঁপে, কিন্তু তাদের অন্তর যেন পাথরের চেয়েও কঠিন!

আল্লাহ বলেন—
‘যার অন্তর আল্লাহর জিকিরে কোমল হয় না, সে অভিশপ্ত।’ (সূরা যুমার: ২২)

আসলে ভয়টা পাপীর নয়, ভীতু মুমিনের।
কারণ একজন মুমিন জানে, আজকের অন্যায় কালকের শাস্তি!
আর যারা অন্যায়ে লিপ্ত, তারা হয় ঈমানহীন — নয়তো পরিণতির প্রতি অন্ধ!

হে আল্লাহ! আমাদের অন্তরকে নরম করে দাও,
যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে কাঁদি, আর অন্যায় না করি। 🤲"
Sobuz Corner-সবুজ কর্ণার #মানবতা #ভয়_আল্লাহর #আল্লাহ_সব_দেখছেন

"চাঁদ বলে, আলো না থাকলে ধার নাও,কিন্তু থেমে থেকো না!" #প্রেরণা  #নিজেকেভালোবাসো  #মহানহও
11/07/2025

"চাঁদ বলে, আলো না থাকলে ধার নাও,
কিন্তু থেমে থেকো না!"
#প্রেরণা #নিজেকেভালোবাসো #মহানহও

Address


Telephone

+8801736816763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sobuz Corner-সবুজ কর্ণার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sobuz Corner-সবুজ কর্ণার:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share