
12/08/2025
সিলেটের সাদা পাথর, প্রকৃতির নিখুঁত সৃষ্টি।
এখন তারা প্রকৃতির নিখুঁত সৃষ্টিকে ধংস করছে।
আজ তারা পাথর খাইছে,কালকে তারা জমি খাবে,গাছ খাবে, বিল্ডিং খাবে,মানুষের রক্ত খাবে, শেষে একদিন দেখবেন আমার প্রিয় মাতৃভূমি গিলে খেয়ে ফেলেছে।
এদের হাত থেকে মাতৃভৃমিকে রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।