এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

এম পি শিবলী সাদিক ফ্যান পেজ নীরবতার মাঝেই বিস্তার
(1)

অধিবেশন চলা অবস্থায় দেখা হলেই জড়িয়ে ধরতো, অথবা মিষ্টি করে একটা সালাম দিয়ে কুশল বিনিময় করত, বড় ভাই কেমন আছেন,পুরো প...
04/12/2024

অধিবেশন চলা অবস্থায় দেখা হলেই জড়িয়ে ধরতো, অথবা মিষ্টি করে একটা সালাম দিয়ে কুশল বিনিময় করত, বড় ভাই কেমন আছেন,পুরো পৃথিবীর কাছে পরিচিত একটি নাম, আমাদের সন্তান আমাদের ভাই, এত সহজ সরল একজন মানুষ,দেশটাকে ভালবেসে রাজনীতিতে আসা, পরিপক্ক রাজনীতিবিদ নয়, দরকারও ছিল না, কিছু রাজনীতিবিদ আছে, রাজনীতি যারা খুব ভালো করে বোঝে, তাদের দ্বারা উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, ক্রিকেট অঙ্গন থেকে যে টাকা গুলো পেতো সব টাকাই মানুষের জন্য খরচ করতো, এ গল্প অনেকবার শুনেছি আমি মাশরাফির মুখ থেকে, এলাকার উন্নয়নের জন্য, ডিও লেটার নিয়ে , মাঝে মাঝেই ছুটে বেড়াতে দেখতাম, মন্ত্রীদের কাছে, রাজনীতির নোংরা খেলায়, মাশরাফির মত মানুষগুলো, সত্যিই অযোগ্য, আমরা মাশরাফিকে সম্মান দিতে জানলাম না, অপরাধ না করেও, অপরাধীর খাতায় নাম লেখাতে হলো তার, এভাবেই গণতন্ত্র মনা সকল মানুষের কষ্টে পাশে দাঁড়ানো রাজনীতিবিদ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, রাজনীতির আকাশ বাতাস এভাবেই ভরে ওঠে চাটুকার দালাল দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে, ভালো থেকো বাংলাদেশ তোমাকে ভালো থাকতেই হবে, মুক্ত তুমি একদিন হবে, সেদিন হয়তো বা মাশরাফির মত মানুষগুলো আর কখনো রাজনীতি কথা বলতে আসবে না, নিজ এলাকার মানুষের কষ্টের কথা বলতে আসবে না, জ্বালিয়ে দাও বাড়ি ঘর, জ্বালিয়ে দাও বিশ্ব থেকে একে একে জিতে নিয়ে আসা বাংলার সম্মান, পোড়া বাড়িটুকু ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দাও, মাশরাফিদের মত মানুষ কেন রাজনীতি করবে, রাজনীতি করবে ষড়যন্ত্রকারী চাটুকার দুর্নীতিবাজরা, পেশি শক্তির প্রদর্শনে হারিয়ে যাবে সরল সোজা সাদা মনের রাজনীতিবিদ।

স্বাধীন দেশে আমি স্বাধীন বেশে মাথার ঘাম পায়ে ফেলে নতুন এক ইতিহাস গড়তে এসেছিলাম, মানুষের ভালোবাসার কাছে মাথা নত করে একটু ভালোবাসা দিতে এসেছিলাম,
এ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কথা বলতে এসেছিলাম,
দারিদ্রতাকে খুঁজে খুঁজে মুছে ফেলার চেষ্টা করেছিলাম,
প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে জীবনের মায়া ত্যাগ করে মানুষের কথা ভেবেছিলাম, আমি বাঙালির কথা ভেবেছিলাম।

শিবলী সাদিক

01/09/2024

নীরবতা 🖤

আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি ডাইরির পাতা পুড়ে হল ছাই,আমার কষ্টের নীল ঘুড়িটা তাইতো আকাশে ওড়াই,আমি কীর্তনখোলা নদীর ...
05/07/2024

আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি
ডাইরির পাতা পুড়ে হল ছাই,
আমার কষ্টের নীল ঘুড়িটা তাইতো আকাশে ওড়াই,
আমি কীর্তনখোলা নদীর জলে ভাসিয়ে দিয়েছি আমার সকল চাওয়া,
মাঝ বয়সে দাঁড়িয়ে থেকে, ভালোবাসা, হয়নি তোমায় পাওয়া,
ভালোবাসা তুমি সত্যিই অনেক দামি, কি করে তোমায় কিনি
তোমার পেছনে ছুটতে গিয়ে হয়েছি অনেক ঋণী,
আমি সাগর জলে চোখ রেখেছি বহুবার, চোখের নোনা জল মুছে নিতে
আমি বারবার আজও তোমায় খুজি, মধু মালতির গিতে,
সিগারেটের ধোঁয়ায় দীর্ঘশ্বাসের ছবি আঁকি
ধীরে ধীরে পুড়ে যায় বুক,
ভালোবাসা, তোমার দেহটা জুড়ে না জানি কতটা সুখ............।

শিবলী সাদিক
১৪/০২/২০২৪
Shibli Sadeeq mp
এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

05/07/2024

মানবতা 🖤
Shibli Sadeeq mp
এম পি শিবলী সাদিক ফ্যান পেজ

Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ AFA - Selección Argentina
22/06/2024

Shibli Sadeeq mp এম পি শিবলী সাদিক ফ্যান পেজ AFA - Selección Argentina

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when এম পি শিবলী সাদিক ফ্যান পেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share