S Digital Agency

S Digital Agency আসসালামুয়ালাইকুম।
A social media management agency.With a custom social media marketing service plan.

18/04/2023

ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন এর সুবিধা কি?

ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন হচ্ছে ফেসবুক আইডি সচল থাকা অবস্থায় তা ভেরিফাই করা। অর্থাৎ ফেসবুক একাউন্ট চলমান থাকা অবস্থায় জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন ইত্যাদি দিয়ে ভেরিফাই করাকে ফেসবুক রানিং ভেরিফাই বলে।

ফেসবুক একাউন্ট রানিং ভেরিফাই করলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এতে করে ফেসবুক একাউন্টটি যে ফেক নয় তা ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে এ জন্য তারা আলাদা গুরুত্ব প্রদান করে থাকে। এছাড়াও ফেসবুক একাউন্টের নিরাপত্তা বেশি থাকে এবং শক্তিশালী থাকে। ফেসবুক একাউন্ট রানিং ভেরিফাই থাকলে সহজে তা নষ্ট হয় না বা কখনও ডিজেবল হয়ে গেলে তা খুব সহজেই ফিরিয়ে আনা যায়।

15/04/2023

সাম্প্রতিক সময়ে সোস্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এই হ্যাকিং রোধে-

* আপনার একাউন্টে সচল এবং নিরাপদ ইমেইল & মোবাইল নাম্বার সংযুক্ত রাখুন।

* আপনার ইমেইল টি কনফার্ম করে প্রাইমারি কন্টাক্ট ডিটেইলস এ রাখুন

* ইমেইলে রিকভারি মেইল যুক্ত রাখুন

* টু-স্টেপ ভেরিফিকেশন এ অথেনটিকেশন এ্যাপস অথবা ফিজিক্যাল কোনো রিকভারি টুলস ব্যবহার করুন।

* ফিশিং বা সন্দেহ থাকলে কোনো লিংকে প্রবেশ হতে বিরত থাকুন

* লিংকে প্রবেশ করে বা কোনো ওয়েবসাইটে লগ ইন করতে "লগ ইন উইথ (যে কোনো সোস্যাল মিডিয়া একাউন্ট) , দেওয়া হতে বিরত থাকুন।

* ক্রাক করা ফাইল ( বিভিন্ন এ্যাপস এর প্রো বা মোড ভার্সন) ডাউনলোড করার আগে ওয়েবসাইট সিকিউর কিনা নিশ্চিত হয়ে নিন।

* পাবলিক ওয়াইফাই ব্যবহার হতে বিরত থাকুন।

ধন্যবাদ
© S Digital Agency

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বাংলা ওয়াশঅভিনন্দন বাংলাদেশ।❤️🥀
14/03/2023

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বাংলা ওয়াশ
অভিনন্দন বাংলাদেশ।❤️🥀

19/02/2023

ফেসবুক ও টুইটারের দেখাদেখি ব্লু ব্যাজ ভেরিফিকেশন চালু করলো ১২$ প্রতিমাসের সাবস্ক্রিপশন এ!!
এর পিছনের কারন হিসেবে মার্ক জাকারবার্গ উল্লেখ করেছে যে, অথেনটিক একাউন্টের নিরাপত্তা জোরদার!
আসলেই কি তা হবে???
এমনিতেই ফেক/স্কাম পেইজ দিয়ে অনেকের পেজ/আইডিতে মেনশন করে অন্য পেইজ/আইডি হ্যাক হচ্ছে, তখন তো ভেরিফাইড স্ক্যাম পেইজ দিয়ে আরো সহজেই হ্যাক হবে পেইজ!

শুধু স্ক্যামিং বৃদ্ধি- ই নয়! বরং ফেসবুকের ব্যবসায়ীক স্বার্থ উদ্ধারে, নোটেবল পার্সন যারা ভেরিফাইড তাদের ও ভেরিফাই নিয়ে অনাগ্রহ এর সৃষ্টি হবে!
যদিও তখনো নোটেবল ব্যবহারকারীদের জন্য ভেরিফাই করার ফ্রি আপিল পদ্ধতি থাকবে( তবে এতে কি লাভ?)

হয়তো টুইটারের মতো ব্যবহারকারীর সংখ্যাও কমতে পারে ফেসবুকের!

যদিও এই সপ্তাহে দুইটি দেশে এই সেবা চালু করবে তবে পরবর্তীতে আমাদের দেশেও চালু হবে কিনা সন্দিহান! অনেক সেবাই বাংলাদেশে চালু হয়নি!!

সাবস্ক্রিপশন এর পরো, কয়জন ব্যবহারকারী প্রতি মাসে ১২$ দিয়ে এই সাবস্ক্রিপশন নিবে এবং ব্যবহারকারীদের সবার নিজস্ব ডুয়েল কারেন্সি কার্ড ও থাকবে কিনা, ব্যপারগুলো সন্দিহান!!

আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ইতমধ্যে ভেরিফাইড, তাদের সাবস্কিপশন এর মতো প্রতি মাসে টাকা পয়সা দিতে হবেনা, শুধু নতুন সাবস্ক্রাইবার দের ই প্রতি মাসে টাকা দিয়ে রিনিউ করতে হবে।

18/02/2023

ফেসবুকের বাগ-জনিত ত্রুটির ফলে যেকোনো আইডি বা পেইজের এবাউটের (About) ইনস্টাগ্রাম একাউন্টের যায়গায় ব্যবহারকারি ভিজিটর তার নিজের ইনস্টাগ্রাম একাউন্টের ইউজারনেম দেখতে পাচ্ছে। এবং প্রোফাইল টাইপ পেইজের ক্ষেত্রে পেইজ ভিজিটর পেইজের স্নাপচ্যাটে/ইনস্টাগ্রামে একাউন্টে নিজের স্ন্যাপচ্যাট বা ইন্সটাগ্রাম একাউন্টের ইউজারনেইম দেখতে পাচ্ছে।
অর্থাৎ,
আপনি যদি কোনো পেইজে এখন যান এবং সেই পেইজের এবাউট চেক করেন, তবে ওই পেইজের ইনস্টাগ্রামের যায়গায় আপনার ইন্সটাগ্রাম একাউন্ট দেখবেন এবং কোনো আইডিতে গেলে, ওনাদের টুইটার/ইন্সটাগ্রামের যায়গায় আপনার টুইটার বা ইন্সটাগ্রাম দেখতে পাবেন! এছাড়াও আরো হয়তো ত্রুটি চোখে পরতে পারে!!
এর আগেও এমন হয়েছিলো বেশ কয়েকবার, যে কারো প্রোফাইলে ক্লিক করলে নিজের নাম সো(show) করতো।
ব্যাপারটা কিন্তু দারুন!!

আমাদের জানা দরকার—কেউ সাইবার অপরাধের শিকার হলে তিনি কীভাবে মামলা দায়ের করবেন। কেউ ইন্টারনেটের মাধ্যমে সাইবার হামলার শিকা...
17/02/2023

আমাদের জানা দরকার—কেউ সাইবার অপরাধের শিকার হলে তিনি কীভাবে মামলা দায়ের করবেন। কেউ ইন্টারনেটের মাধ্যমে সাইবার হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে হয়রানির বিষয়গুলো স্ক্রিন শট দিয়ে রাখতে হবে, ওয়েবসাইট ও পেজের ইউআরএলগুলো সংরক্ষণ এবং ছবি ও ভিডিওগুলো সংগ্রহ করে রাখতে হবে। তারপর মামলার প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে দুইভাবে সাইবার অপরাধের মামলা দায়ের করা যায়—এক. বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালের পিটিশনের মাধ্যমে এবং দুই. থানায় এজাহার দাখিলের মাধ্যমে। যদি থানায় সাইবার অপরাধের মামলা থানা না নেয় তাহলে সংশ্লিষ্ট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পিটিশন মামলা দায়ের করা যায়। অপরাধী যদি হয়রানিমূলক তথ্য মুছেও ফেলে, তাহলেও ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে হয়রানিমূলক তথ্য অনুসন্ধান করা সম্ভব।

14/02/2023

আপনার আইডি কখনো রেস্ট্রিকটেড হয় নাই?
অভিনন্দন! আপনি একজন সভ্য, অতি ভালো মানুষ ❤️

18/01/2023

সতর্ক বার্তা,

যাদের Facebook একাউন্টে Two-Factor On করা নাই নিজ দায়িত্বে 2sept On করে নেন।

কেননা ফেইসবুক একাউন্টের Security না থাকার কারণেই অধিকাংশ আইডি লক Lock হয়ে যাচ্ছে।

Two-Factor যারা On করতে পারেন না তারা S Digital Agency পেইজে লাইক দিয়ে মেসেজ করুন.!

ধন্যবাদ সবাইকে.!

❤️🇧🇩❤অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে 🎉👏 🏏
07/12/2022

❤️🇧🇩❤
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে 🎉👏 🏏

➖ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন এর সুবিধা কি? ➖ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন  হচ্ছে ফেসবুক আইডি সচল থাকা অবস্থায় তা ভেরিফাই...
01/12/2022

➖ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন এর সুবিধা কি?

➖ফেসবুক আইডি রানিং ভেরিফিকেশন হচ্ছে ফেসবুক আইডি সচল থাকা অবস্থায় তা ভেরিফাই করা। অর্থাৎ ফেসবুক একাউন্ট চলমান থাকা অবস্থায় জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন ইত্যাদি দিয়ে ভেরিফাই করাকে ফেসবুক রানিং ভেরিফাই বলে।

➖ফেসবুক একাউন্ট রানিং ভেরিফাই করলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এতে করে ফেসবুক একাউন্টটি যে ফেক নয় তা ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে এ জন্য তারা আলাদা গুরুত্ব প্রদান করে থাকে। এছাড়াও ফেসবুক একাউন্টের নিরাপত্তা বেশি থাকে এবং শক্তিশালী থাকে। ফেসবুক একাউন্ট রানিং ভেরিফাই থাকলে সহজে তা নষ্ট হয় না বা কখনও ডিজেবল হয়ে গেলে তা খুব সহজেই ফিরিয়ে আনা যায়।

SSC ও সমমান পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হতে যাচ্ছে, দেখে নিন কিভাবে Result জানতে পারবেন।SSC Result জানার ওয়েবসাইট : ht...
28/11/2022

SSC ও সমমান পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হতে যাচ্ছে, দেখে নিন কিভাবে Result জানতে পারবেন।

SSC Result জানার ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd/
রেজিস্ট্রেশান নাম্বার ছাড়া Result জানতে : https://eboardresults.com/v2/home

যদি কোন কারণে Server Down হয়ে যাই তাহলে SMS এর মাধ্যমেও Result জানতে পারবেন।
SMS এর মাধ্যমে Result জানতেঃ

সাধারন শিক্ষাবোর্ড :
SSCBOARD-র নামের প্রথম তিন অক্ষর ROLL NUMBERYEAR পাঠিয়ে দিন 16222 Number এ।

মাদরাসা বোর্ড :
SSCMADRollYear পাঠিয়ে দিন 16222

কারিগরি শিক্ষাবোর্ড:
SSCTECRoll Year পাঠিয়ে দিন 16222

© #সাইবারফোর্স

Address

Rangpur

Telephone

+8801771779350

Website

https://g.co/kgs/mfQfqU

Alerts

Be the first to know and let us send you an email when S Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S Digital Agency:

Share