পরের বাড়ি

পরের বাড়ি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরের বাড়ি, Digital creator, Rangpur.
(1)

❝তাঁদের সাথে বন্ধুত্ব করো, যারা সকাল-সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে।❞
[সূরা ইব্রাহীম : ২৭]
📌 নিয়মিত ইসলামিক পোস্ট টাইমলাইনে পেতে পেইজ'টি "Follow" করুন।
"পরের বাড়ি" official page এ স্বাগত।

শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। এমনই হওয়া উচিত আমাদের।........গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হজ্জ ক্যাম্পে।...
16/05/2025

শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। এমনই হওয়া উচিত আমাদের।........
গত বছর এই সময়ে এক আত্মীয়ের সাথে গিয়েছিলাম হজ্জ ক্যাম্পে। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন লাগবো না।
ভাবলাম ভাড়া কী কম হয়ে গেলো নাকি! তাড়া ছিলো তাই ভাড়া ঠিক না করেই উঠে পড়েছিলাম। যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড, তবে একটা ভালো কাজে এসেছি - মূলামুলি না করে, পকেট হাতড়ে আরো কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে।
কিন্তু মামা এবারেও সলজ্জ বদনে টাকাটা ফিরিয়ে দিলেন।
বললাম কী সমস্যা মামা, এই ভাড়ায় পোষাচ্ছে না?

রিক্সাওয়ালা মামা লজ্জায় জিভ কেটে বললেন
- ছি ছি মামা, আপনে তো ম্যালা টাকা দিসেন। কিন্তু আমি ভাড়াটা নিতাম না ।

- কেনো নিবেন না?

- আসলে মামা, কোনো হজ্জ যাত্রীর ভাড়া আমি নেই না।

আমি খুব অবাক হয়ে হয়ে বলি
- সে কী কথা! রিক্সা চালানো তো আপনার পেশা। ভাড়া না নিলে আপনার চলবে কীভাবে? আপনার বাড়ি কোই?

- গাইবান্ধা।

- উত্তর বঙ্গের লোক বোকাসোকা ভালো মানুষ হয় জানতাম, কিন্তু এই ভালোমানুষি ধোয়া পানি খেলে তো আর পেট ভরবে না। সংসার চলে কীভাবে?

- আসলে মামা, আমি দিনমজুর। দিন আনি দিন খাই। ঢাকায় আসছি এই কয়দিন হইলো। দ্যাশের বাড়িতে ভ্যান চালাইয়া সংসার চালাই। টানাটানির সংসারে টাকা জমানো খুবই কঠিন। তবু চেষ্টা থাকে কিছু জমানের। বাকিটা আল্লাহয় সহজ কইরা দ্যান।
প্রতি বছর হজ্জের মৌসুমে আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো টাকাডি দিয়া আসি। তাই বিশেষ সমস্যা হয় না।

- আর ঢাকায় আপনার থাকা খাওয়া?

- হজ্জ যাত্রী ছাড়া বাকি সবার থিকা তো ভাড়া নেই। তাইতে আল্লাহয় একটা ব্যবস্থা কইরা দ্যান। ট্যাকায় বরকত আইসা পড়ে।

- সে নাহয় বুঝলাম। কিন্তু আপনার এরকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেয়ার ইচ্ছা কেনো হলো, কারনটা কি জানতে পারি?

- কী বলবো মামা, শুনলে লোকে হাসে। টিটকারি মারে।

- আপনি নির্দিধায় বলেন মামা, আমি শুনবো।

- আসলে মামা হইসে কী... আমার ম্যালা বছরের শখ... বলতে পারেন অন্তরের খায়েস - জীবনে একবার হইলেও আমি মোহাম্মদের (সঃ) দ্যাশে যাবো... যেইখানে আল্লাহর ঘর আছে, সেই ঘর তওয়াফ করবো । জান্নাতি কালা পাথরে চুমা খাবো। সাফা মারওয়া সাই করবো..... আহা কতো নবী রাসূলের পাও মোবারক পড়সে সেই জমিনে....
আবেগে মামার চোখে জল জমা হয়। কাঁধে ঝোলানো গামছাটা দিয়ে চোখ জোড়া কচলে মুছে

🤍The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
16/05/2025

🤍
The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

12/05/2025

সকালের যিকির ☀️

১)

لا إلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ ؛ وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারিকালাহ্, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বদির।_(১০ বার)

২) সূরা ইখলাস ৩ বার, ফালাক ৩ বার, নাস ৩ বার

৩)حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.

হাসবিয়াল্লাহু লা ইলা-হা ইল্লা হুও, 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল 'আরশিল আযীম।______(৭বার)

৪)بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ .

বিস্মিল্লা-হিল্লাযী লা- ইয়াদুররু মা'আসমিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা- ফিস্ সামায়ি ওয়া হুওয়াস্ সামী'উল 'আলীম।
______(৩বার)

৫)সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী___(১০০ বার)

৬) اللهم أجِرْنِي مِنَ النار

আল্লহুম্মা আজিরনী মিনান্নার। _____(৭ বার)

৭) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ.

সুবহানাল্লহি ওয়া বিহামদিহী, আদাদা খলক্বিহী, ওয়া রিদ্বো- নাফছিহী, ওয়া যিনাতা 'আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহ্। ____(৩ বার)


৮)أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِيْنَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ.

উচ্চারণ: আসবা'হনা 'আলা- ফিত রতিল ইসলাম, ওয়া 'আলা- কালিমাতিল ইখলাস, ওয়া 'আলা- দীনি নাবিয়্যিনা মুহাম্মাদিন সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম, ওয়া 'আলা- মিল্লাতি আবীনা- ইব-রহীমা 'হানীফাম্ মুসলিমা। ওয়া মা- কা-না মিনাল মুশরিকীন।___(১)

৯) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيْبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا.

উচ্চারনঃ আল্লহুম্মা ইন্নি আছআলুকা ঈলমান নাফিয়্যা, ওয়া রিযক্বন তয়্যিবা,ওয়া আমালাম্ মুতাক্বব্বালা (১বার)

১০) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,আল্লহু আকবার__ (১০০ বার করে)

১১)اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِّنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكُرُ.

উচ্চারণ:

10/05/2025

কথা কম বলা লোককে যারা অহংকারী মনে করে, তারা হয়তো জানেনা চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত ও নবীর সুন্নাত..

তিরমিজি, ২৫০১

মার্চ ফর গা'যা 🇵🇸🤍The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.
12/04/2025

মার্চ ফর গা'যা 🇵🇸
🤍
The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

কী হৃদয়বিদারক! কী নিষ্ঠুর! 💔🇵🇸©️Qalbun Saleem - قلب سليم
11/04/2025

কী হৃদয়বিদারক! কী নিষ্ঠুর! 💔🇵🇸

©️Qalbun Saleem - قلب سليم

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
07/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী...

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??...
06/04/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা: ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ?

মেয়ে: না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর
দেখাবে।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

-লেখা : সংগৃহীত

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান। যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও। মু’না’ফিকের খাতায় নাম রেখো না...
06/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান।

যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও।

মু’না’ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও।

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤
06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤

Address

Rangpur

Telephone

+8801701493465

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরের বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পরের বাড়ি:

Share