14/09/2025
আর কত মৃত্যু হলে আমাদের স্বাস্থ্য ক্ষাতের করুন দশা থেকে মানুষ মুক্তি পাবে???চিকিৎসায় সার্বিক অবহেলার কারণে মৃত্যু বরণ করেছেন বীরমুক্তিযোদ্ধা মুকুলার রহমান (মুক্তিযোদ্ধা আইডি ০১৩২০০০১৫৮৫)গাইবান্দা।অভিযোগ স্বজনদের।
স্বজনরা চিকিৎসার সার্বিক অবহেলার অভিযোগ তুলে দোষী দের শাস্তির আওতায় আনার দাবি জানান।