Hamim hamida

Hamim hamida assalamu alaikum. be your own peace❤️❤️❤️❤️❤️

আমি তাদের এই কথা  বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন। আমি ভালো কিছু করলে কোনো কথা  হয় না প্রশংসা ও পাই না অথচ একটা ভুল ...
25/07/2025

আমি তাদের এই কথা বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন। আমি ভালো কিছু করলে কোনো কথা হয় না প্রশংসা ও পাই না অথচ একটা ভুল করলে তা নিয়ে হাজার কথা হয়।

মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়…কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর তার সেই পরিবর্তনটা যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয় স...
25/07/2025

মানুষ বদলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়…
কেউ একজন হঠাৎ করেই বদলে যায়, আর তার সেই পরিবর্তনটা যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেয় সেই মানুষগুলোর মন, যারা তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল।
প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, কথা, হাসি—সবকিছু একসময় শুধু স্মৃতি হয়ে যায়।

কিন্তু যদি সে মানুষটা একবার বুঝতে পারতো তার এই বদলে যাওয়াটা কতটা যন্ত্রণার জন্ম দেয়!
যদি সে বুঝতো, তার পরিবর্তন কতটা ছিন্নভিন্ন করে দেয় কারো বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন—তাহলে হয়তো সে নিজেকেই আর ক্ষমা করতে পারতো না।

ভালোবাসা তো কখনো ফুরায় না, বদলায় না।
বদলে যায় শুধু মানুষ—আর রেখে যায় অদৃশ্য কিছু ক্ষত, যা শুধু অনুভব করা যায়… বোঝানো যায় না।

যতটা সহজে মানুষ বদলায়, ততটাই কঠিন হয় সেই বদলে যাওয়া মানুষটাকে ভুলে যাওয়া।।

24/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থী রাইসা আম্মুর আর্তনাদ 😭

-মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি, অপেক্ষা সহ্য করি, অপমান সহ্য করি, অপবাদ সহ্য করি.!🥹-শেষমেশ একদিন নিজেকেই হার...
24/07/2025

-মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি, অপেক্ষা সহ্য করি, অপমান সহ্য করি, অপবাদ সহ্য করি.!🥹
-শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা হাসিখুশি সত্তাকে.!
-ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে, আমিও আগাগোড়া একটা আস্ত মানুষ.!
#এসটি

24/07/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন

মেঘের কোলে                    রোদ হেসেছে।                 বাদল গাছে টুটি                   আজ আমাদের।                   ...
23/07/2025

মেঘের কোলে
রোদ হেসেছে।
বাদল গাছে টুটি
আজ আমাদের।
ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিল...
23/07/2025

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিলো জানেন?

উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'
জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'
উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রান্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!''
এই লাইন টা এত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!
আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!
এমন কষ্টের বিদায় কারো না আসুক!!💔🤲🤲

23/07/2025

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।
কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।
তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

🥲আহ,কোন মায়ের বুক খালি হলো😭!কোন বাবা তার কলিজার টুকরা ছেলেকে হা'রা'লো!হে আরশের মালিক আপনি তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করা...
21/07/2025

🥲আহ,কোন মায়ের বুক খালি হলো😭!
কোন বাবা তার কলিজার টুকরা ছেলেকে হা'রা'লো!
হে আরশের মালিক আপনি তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দান করুন আমিন! 🤲

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Hamim hamida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share