Reza

Reza পৃথিবী একটি যুদ্ধক্ষেত্র।

08/06/2024

তুমি যাকে মাশুল বলছো-
আমি বলছি ভুল,
একই নদীর থাকে কিন্তু
দুই দুইটি কুল!

07/06/2024

এমন ভীতুর ভীতু আমি-এমন ভীতুর ভীতু,
সত্য কথা গলায় আটকায় ঠোঁটে আসলেও থিতু।

30/05/2024

শৈশবে মায়ের আঁচলের খুচরো পয়সার মতন সুখ আর কোথাও পাওয়া যায়না।

01/04/2024

যে পথ দিয়ে চলে যাও,
সে পথ ভরে যায়
করুণ ফুলে।
পাবো না জেনেও পা বাড়াই
সে পথে শতবার শত ভুলে!

30/03/2024

A jobless/ moneyless person is never attractive.

25/03/2024
📖🖋️
24/03/2024

📖🖋️

18/03/2024

যুগোপযোগী মোনাজাত 🤲🤲🤲

12/03/2024

"শয়"তানের চেয়েও বেশি বিপদে আছে রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তারা।
কারন এই মাসে কোনো লাঞ্চ নাই! :3"

ভালবাসার জয় হোক ❤️ছবিটা ভালো করে দেখেন ।  একজন ছেলে একজন মেয়ে ।  ছেলেটা অটো চালাচ্ছে আর মেয়েটা বসে আছে ।  ছবিটা খুবই সাধ...
25/01/2024

ভালবাসার জয় হোক ❤️

ছবিটা ভালো করে দেখেন । একজন ছেলে একজন মেয়ে । ছেলেটা অটো চালাচ্ছে আর মেয়েটা বসে আছে । ছবিটা খুবই সাধারণ মনে হচ্ছে । কিন্তু এর পিছনে রয়েছে অসাধারণ এক গল্প । সারাদিন না পাওয়া হতাশার গল্প ঘটনা শুনতে শুনতে দেখতে দেখতে নিজেও মাঝে মাঝে হতাশ হয়ে যাই৷ কিন্তু দেখেন এই ছবিটা দেখেন । এই ছেলে তার বৌকে নিয়ে অটো চালাচ্ছে । এই তীব্র শীতের মধ্যে কেন তার বৌকে সাথে নিয়ে অটো চালাতে হবে ? এর কারণ অনেক গভীর । অনেক মানে অনেক ।
৭ মাস আগে তাদের বিয়ে হয়, কোর্ট ম্যারেজ বা বলতে পারেন পালিয়ে বিয়ে । দুই পরিবারের কোনো পক্ষই তাদের মেনে নেয় নি । বাধ্য হয়ে দুজন শহরে বাসা ভাড়া নিয়ে থাকে । মেয়েটা সেলাইয়ের কাজ শিখছে দিনের বেলায় আর ছেলেটা অটো চালায় । তাদের ছোট্ট পরিবার ভালোই চলছে । বিয়ের ২ মাস পরেই মেয়েটা গর্ভবতী হয় । এখন তার গর্ভাবস্থার ৫ মাস চলছে । ডাক্তার বলেছে মেয়েটা ছোট তাই তার সারাক্ষণ খেয়াল রাখার জন্য । যাতে হটাৎ কোনো সমস্যা না হয় । তারা ভাড়া বাসায় থাকে জন্য এই অবস্থায় মেয়েটার পাশে কেউ নাই । আবার ছেলেটাও যে সারাক্ষণ বাসায় থাকবে সে উপায়ও নাই । তাই তো বৌকে সাথে নিয়ে চলছে সারাদিন । তাকে জিজ্ঞেস করলাম রাস্তার ঝাকুনিতে সমস্যা হতে পারে । সে উত্তর দিল ' ভালো রাস্তা ছাড়া ভাড়া মারি না ' । আমার সাথে এইসব কথা বলতেছে দেখে মেয়েটা লজ্জায় তার স্বামীর বুকে মুখ লুকাল ।

কি সুন্দর দৃশ্য!!!

বিবাহ মানেই  জীবন সুন্দর 😃
26/12/2023

বিবাহ মানেই জীবন সুন্দর 😃

Address

Gaibandha Sadar
Rangpur
5700

Telephone

+8801644572779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reza:

Share