24/07/2025
দেশ ও দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন সেনাসদস্য এভাবে নিঃস্বার্থ ভাবে কাজ করে...❤️❤️
Mahmul Mulk নামের এক ভাইয়ের আইডি থেকে সংগৃহীত...
অনেকেই দেখলাম সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠাচ্ছে! ঘটনার একদম প্রায় প্রথম থেকেই আমি সেখানে ছিলাম। খালি গায়ে ভ্যান নিয়ে প্রাণপণে ছুটছে এই সৈনিক ভাই। বহু ঘাম, নোনা রক্ত ঝরিয়ে অর্জন করা তার কম্ব্যাট জ্যাকেটটি মাইলস্টোন কলেজের ছাত্রীর গায়ের উপরে বিছানো! এভাবেই প্রত্যেকটি সেনাসদস্য প্রচন্ড কষ্ট করেছে, যে যেভাবে পেরেছে প্রাণপণ চেষ্টা করেছে। দয়াকরে তাদের ইফোর্ট নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না৷ স্বচক্ষে দেখা জিনিস বিশ্বাস করব না; তা কি হয়!?
উল্লেখিত যে এখানে সে তিন কিলোমিটার ভ্যান নিয়ে মাইলস্টোন কলেজের সামনে থেকে এভাবেই দৌড়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে যায়। আমি লেগুনাতে ছিলাম।