
30/10/2024
সাকিবকে নিয়ে নীল নকশা আকা হচ্ছে পারিবারিক খামারে।
আফগানিস্তান সিরিজ দেশের বাহিরে অনুষ্ঠিত হলেও সেখানে সাকিবকে না রাখার পরিকল্পনা চলছে।
এতেই বুঝা যাচ্ছে নিরাপত্তা ইস্যু নয় বরং পারিবারিক খামারের পরিকল্পনাতেই দেশে আসতে পারছেন না দেশের ক্রিকেটের সেরা এই পোস্টারবয়।
আফগানিস্তানের বিপক্ষে না থাকলে চ্যাম্পিয়ন ট্রফিতেও থাকার সম্ভাবনা অনেকটাই কম। যে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেছিলো সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলো ৮০+ রান এবং ম্যাথিউজকে করেছিলো টাইম আউট। দলকে বাচাতে হয়েছিলেন সমালোচিত 😰
বিশ্বসেরাকে নিয়ে যা করছেন তা লিখা থাকবে এদেশের ক্রিকেট ইতিহাসে।
সময় ফিরিয়ে দিবে সবকিছু 😅😰
এমন সিদ্ধান্ত ভোগাবে বাংলাদেশের ক্রিকেটকে 🙂