Sbs 24s

Sbs 24s Short Documentery Content �

লিংক ১ম কমেন্টে 👇We Want Justice...  Bangladeshi students kill.
02/09/2024

লিংক ১ম কমেন্টে 👇

We Want Justice... Bangladeshi students kill.

01/09/2024



26/08/2024

Love you BD Army❤️❤️

আসেন  স্বরণ করি  ❝সিকান্দার আবু জাফর❞ স্যারকে                     বাংলা ছাড়ো –  .            সিকান্দার আবু জাফররক্তচোখে...
22/08/2024

আসেন স্বরণ করি ❝সিকান্দার আবু জাফর❞ স্যারকে

বাংলা ছাড়ো –
. সিকান্দার আবু জাফর

রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি !
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।

অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছি ফুল
হৃদয়-সুরভিত
সে-ফুল খুঁজে পায়নি তোমার
চিত্তরসের ছোঁয়া,
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা।
আজকে যখন তাদের স্মৃতি
অসম্মানের বিষে
তিক্ত প্রাণে শ্বাপদ নখের জ্বালা,
কাজ কি চোখের প্রসন্নতায়
লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি !
আমার কাঁধেই নিলাম তুলে
আমার যত বোঝা;
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।

একাগ্রতার স্বপ্ন বিনিময়ে
মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন পোড়া মাটি
বারেবারেই তোমার খরা
আমার ক্ষেতে বসিয়ে গেছে ঘটি।
আমার প্রীতি তোমার প্রতারণা
যোগ-বিয়োগে মিলিয়ে নিলে
তোমার লোভের জটিল অঙ্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো
হতাশ্বাসের ধুলো।
আজকে যখন খুঁড়তে গিয়ে
নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখি
সর্বনাশা বজ্র দিয়ে গড়া,
কাজ কি দ্বিধায় বিষণ্নতায়
বন্দী রেখে ঘৃণার অগ্নিগিরি !
আমার বুকেই ফিরিয়ে নেব
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।

04/08/2024
ঢাকা শাহবাগে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী আহত😭😭😭
04/08/2024

ঢাকা শাহবাগে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী আহত😭😭😭

04/08/2024

শাহবাগে পুলিশ গুলি ছুড়তেছে.........এ কোন বাংলায় আমরা বাস করতেছি.....

03/08/2024

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন। বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

03/08/2024

দফা ০১, দাবি ০১
আমাদের দাবি...আমাদের দাবি .....
মানতে হবে.... মানতে হবে.....
আমাদের দাবি...আমাদের দাবি .....
মানতে হবে.... মানতে হবে......

সরকারের জন্য এভাবে (পুলিশ সদস্যরা) বলি হবেন না।  আপনারা বাড়ি চলে জান।
03/08/2024

সরকারের জন্য এভাবে (পুলিশ সদস্যরা) বলি হবেন না। আপনারা বাড়ি চলে জান।

চলো চলো চলো............... ঘর থেকে ছুটো.... আমরাই বিজয় সিনিয়ে আনব।     #জুস্তিচে
03/08/2024

চলো চলো চলো...............
ঘর থেকে ছুটো.... আমরাই বিজয় সিনিয়ে আনব।
#জুস্তিচে

We want justice.
03/08/2024

We want justice.

Address

Rangpur
5310

Telephone

+8801404853960

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sbs 24s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share