13/08/2023
অনলাইনে কাজ করার জন্য সবাই শুধু সিক্রেট খুঁজেন কিন্তু ঐভাবে সিক্রেট বলতে কিছু নাই।
সঠিকভাবে কাজ শেখা হলো সবথেকে বড় সিক্রেট।
অনলাইন কাজ, অনলাইন ইনকাম পুরোটাই আপনার অভিজ্ঞতা এবং আপনার নিয়মিত কাজের উপর নির্ভরশীল। আর এটা ই হলো সিক্রেট।
আপনি যখন সঠিকভাবে এবং নিয়মিত কাজ করবেন তখন আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু অন্য মানুষ ভাববে আপনি হয়তো কোন সিক্রেট উপায়ে ইনকাম করেন। কিন্তু আপনার সিক্রেট টা হলো আপনি রাইট উপায়ে কাজ করেন।
কি কি ভুলগুলো করেন বেশিরভাগ মানুষ আমি তার কিছু বলি:
১. শটকার্ট উপায় খুঁজেন ইনকাম করার জন্য।
২. এক সাথে অনেক রকম কাজ করতে ট্রাই করেন। যেখানে যার ইনকাম দেখে সেই কাজ করতে চাই।
৩. রাতারাতি ইনকাম করতে চাই এবং না বুঝে শুনে যেখান সেখানে টাকা দেন ম্যাজিকালভাবে ইনকাম করার জন্য।
৪. যারা কাজ করেন তারা শুধু কপি পেস্ট কাজ ই করেন কোন কিছু এনালাইসিস করেন না যে তিনি যা করছেন তা আদেও ঠিকঠাক হচ্ছে নাকি।
৫. কেউ কেউ কাজ শুরু করে হারিয়ে যান আবার ১০/১২ দিন পরে এসে কাজ করতে চান।
আমার কোর্স পাবলিশড করার পর আমি সবার সাথে কথা বলি, তাদের কাজ দেখি। আমি বেশিরভাগ কেই দেখি এই ভুল গুলা করতে।
আপনি কি অনলাইনে সঠিকভাবে কাজ শিখে ইনকাম করতে চান, নাকি সিক্রেট খুঁজতে খুঁজতে সময় নষ্ট করতে চান?
ইনকাম কে ফোকাস না করে আগে কাজ শেখার উপর ফোকাস দেন তাইলে দেখবেন আস্তে আস্তে আপনার সামনে সব সিক্রেট ক্লিয়ার হয়ে যাবে।