15/09/2025
ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠের ফজিলত অপরিসীম। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, মহান আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতা সারারাত তাকে পাহারা দেন, ফলে কোনো শয়তান তার কাছে আসতে পারে না এবং সকল প্রকার অনিষ্ট থেকে সে নিরাপদ থাকে। আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ সুরক্ষা সকাল পর্যন্ত বলবৎ থাকে, যা পাঠককে এক অনাবিল প্রশান্তি ও নিরাপত্তায় ঢেকে রাখে।
পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে আয়াতুল কুরসির এই আমলটি আল্লাহর অসীম দয়া ও সুরক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি মুমিনকে ঘুমন্ত অবস্থায়ও আল্লাহর স্মরণে যুক্ত রাখে এবং তাঁর বিশেষ হেফাজতে থাকার সুযোগ করে দেয়।