Ariful Islam

Ariful Islam Official page of Ariful Islam Assalamu Alaikum.Welcome to Ariful Islam. This is the official FB page of Ariful Islam.
(1)

"Creative thinking and Positive in behavior"

Aims and objectives of this account: Calling to the path of truth, beauty and goodness. Our contents are: Education, Information, Motivation, Communication and Technology.

1. "Ariful Islam" Where people will increase their knowledge and skills with Inspiration, Happiness and Productivity.

2. We regularly bring quality content in Bengali.

3. Our aim

is to present videos on various Educational and Islamic topics. So that the message of Deen can reach more people from this platform. We believe that the content, We are creating will help millions of people to understand it correctly, Inshallah. Contact for business enquiries:
Email: [email protected]
Thank you.

12/07/2025

যদি কারো চোখে জল না আসে আর তোমার হৃদয় না গলে, অর্থাৎ সত্যিকারের দুঃখ বা আবেগ না হয়, তাহলে আল্লাহর দয়ার সমুদ্রেও কিভাবে জোয়ার উঠবে? চোখের জল ও হৃদয়ের কোমলতা ছাড়া আল্লাহর রহমত আসা কঠিন। তাই হৃদয় গলানো ও চোখে জল আনা খুবই গুরুত্বপূর্ণ।

12/07/2025

আমরা সবকিছুতেই শিক্ষা খুঁজি, কিন্তু আসলে শিক্ষিত হচ্ছি না।

আমাদের দেশের মানুষ গল্প-উপন্যাস থেকে শুরু করে নাটক-সিনেমা পর্যন্ত সবকিছুতেই শিক্ষা খোঁজে। এমনকি হাসির নাটকেও শিক্ষা চায়। এই অভ্যাস শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, দেশের নেতাদের মধ্যেও দেখা যায়।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো - এত শিক্ষার খোঁজ সত্ত্বেও আমরা জাতি হিসেবে আরো মূর্খ হয়ে যাচ্ছি এটি একটি তিক্ত সত্য।

আমাদের শিক্ষা নিয়ে ভণ্ডামি এবং প্রকৃত শিক্ষার অভাব রয়েছে । আমরা শিক্ষার নামে উপদেশ খুঁজি, কিন্তু প্রকৃত জ্ঞানার্জনে আগ্রহী নই।

12/07/2025

১০টি গেম-চেঞ্জিং স্কিল
১. ইংরেজি ভাষা শেখা
২. টাইপিং স্কিল
৩. পাবলিক স্পিকিং
৪. ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্কিল
৫. রিসার্চ শেখার স্কিল
৬. ক্রিটিক্যাল থিংকিং / প্রবলেম সলভিং স্কিল
৭. রেজিলিয়েন্স / মানসিক দৃঢ়তা
৮. রিডিং হ্যাবিট তৈরি করা
৯. ডিপ ফোকাস / মনোযোগ ধরে রাখা
১০. সোশ্যাল মিডিয়া / ডিজিটাল স্কিলস

11/07/2025

জান্নাতের শান্তি ও সৌন্দর্য

জান্নাতে কোনো বিচ্ছেদ নেই, সবাই চিরকাল একসঙ্গে থাকবে।

সেখানে মৃত্যু নেই, চিরন্তন জীবন উপভোগ করা যাবে।

ঘুম, ক্লান্তি, রোগবালাই, কান্না, হিংসা-বিদ্বেষ—কিছুই থাকবে না।

জান্নাতের সবচেয়ে বড় সৌভাগ্য—নবীজি ﷺ-কে দেখা যাবে।

সর্বশ্রেষ্ঠ পুরস্কার, রব্বে কারীমকে দেখা যাবে।

সেখানে শুধু শান্তি, আনন্দ আর ভালোবাসা বিরাজ করবে।

সুবহানআল্লাহ্! জান্নাতের এই শান্তি ও সৌন্দর্য আমাদের সকলের কাম্য।

11/07/2025

খাবার যতই দামি হোক না কেন‚‚
পচে গেলে তার কোনো মূল্য থাকে না!
ঠিক তেমনি শিক্ষার সাথে মনুষত্ব না থাকলে
সে শিক্ষার কোনো মূল্যই থাকে না!

11/07/2025

পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন?
◑বেয়াদবের জিহ্বা!
☞জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি?
◑নিরবতা!
☞পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন?
◑বাবার কাঁধে ছেলের লাশ!
☞পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত কি জানেন?
◑ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে!
☞পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি?
◑গরিবের হক মারে যে!
☞পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ?
◑বাবার ভরসার হাত!
☞পৃথিবীতে অল্প সময়ে গলে যে বস্তু ?
◑মায়ের মন!
☞পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যাক্তিটি কে?
◑যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত!
☞পৃথিবীর সবচেয়ে সুন্দর মূহুর্ত কোনটা ?
◑সদ্য জন্ম নেয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি!
☞পৃথিবীর সবচেয়ে দামী জিনিস কি?
◑মেয়ের বিদায় বেলায় বাবার আশীর্বাদ!
☞পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যাক্তি কে?
◑যার নিজেকেও নিজের ভালো লাগেনা!

11/07/2025

ঠিকমত হাঁটা শিখার আগে বারবার আছাড় খেয়ে পড়তে হয়। কাটা ঘায়ে মলম লাগানোর আগে ব্যথার স্বাদ নিতে হয়। জলের সর্বাধিক মূল্যায়ন বুঝতে খরায় পুড়তে হয়। উড়ার সর্বোচ্চ আনন্দ পেতে খাঁচায় বন্দি থাকতে হয় বহুদিন। আর অসংখ্য ভুলভাল যাত্রার পরেই আমরা শিখি সঠিক স্টেশনে পৌঁছানোর জন্য কোন ট্রেনটা ধরা লাগে...!

তাই ভীষণ ভেঙেচুরে যখন যাবেন, তখনো বিশ্বাস রাখবেন ইস্পাতের মেরুদণ্ড নিয়ে সকল কিছুর মোকাবিলা করানোর জন্যই দুনিয়া আপনাকে তৈরি করে নিচ্ছে।

10/07/2025

বেলা ফুরাবার আগে ফিরে এসো রবের দুয়ারে!

সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, আকাশে রাঙা আভা ছড়িয়ে দেয়, তখন মন বলে - আর দেরি নয়। দিন শেষ হওয়ার আগেই ফিরে যেতে হবে সেই চিরচেনা ঠিকানায়।

জীবনের এই ছোট্ট সময়টুকুতে আমরা কত দূর ছুটে যাই। কত স্বপ্ন দেখি, কত পথ হাঁটি। কিন্তু সবার শেষে যে জায়গায় ফিরতে হয়, সেটাই আমাদের আসল গন্তব্য।

রবের দুয়ারে ফেরা মানে নিজের কাছে, নিজের মূলে ফিরে যাওয়া। সেখানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো ভান। শুধু আছে অন্তরের সত্য, মনের শান্তি।

বেলা ফুরানোর আগেই এসো। কারণ যখন সন্ধ্যা নামবে, তখন যেন কোনো আফসোস না থাকে। যেন বলতে পারি - "আমি ফিরে এসেছি, আমার যাত্রা সম্পূর্ণ হয়েছে।"
এই ফেরাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

10/07/2025

ছোট ছোট অভ্যাস যা জীবন বদলে দিতে পারে
১. প্রতিদিন হাঁটা ও ব্যায়াম করুন।
২. নিয়মিত পড়াশোনা ও নতুন কিছু শেখার চেষ্টা করুন।
৩. নতুন জায়গায় ঘুরে দেখুন, নতুন মানুষের সাথে মেশুন।
৪. প্রতিদিন অন্তত একটি নতুন বিষয় জানার চেষ্টা করুন।
৫. ধন্যবাদ জানানো ও ক্ষমা করতে শিখুন।
৬. নিজের খরচের হিসাব রাখুন।
৭. নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন।

এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনকে সুন্দর ও সফল করে তুলবে।

10/07/2025

মানুষের জীবনে টাকার গুরুত্ব ও তার অভাবের প্রভাব
মানুষের জীবনে টাকা একটি অপরিহার্য বাস্তবতা। আমরা যতই বলি টাকা সব কিছু নয়, বাস্তব জীবনে টাকার গুরুত্ব অস্বীকার করা যায় না। জীবনের প্রতিটি প্রয়োজন মেটাতে টাকা লাগে। কিন্তু যখন টাকা থাকে না, তখন জীবনের প্রতিটি ধাপ কঠিন হয়ে ওঠে, যন্ত্রণা আর অপমানের ছায়ায় ঘেরা।

টাকার অভাব শুধু প্রয়োজন মেটাতে না পারার কষ্ট নয়, এটি একটি গভীর মানসিক চাপ। একজন গরীব বাবা যখন সন্তানের স্কুল ফি দিতে না পেরে চোখে অশ্রু ধরে, তখন বোঝা যায় টাকার অভাব কতটা যন্ত্রণাদায়ক। একজন মা যখন অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে না পেরে কষ্টে ভেঙে পড়ে, তখন টাকার অভাবের নিষ্ঠুরতা স্পষ্ট হয়।

টাকার অভাব মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। যাকে আগে সবাই সম্মান করত, টাকা না থাকলে তাকে এড়িয়ে চলা শুরু করে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এমনকি নিজের কাছের মানুষরাও মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করে না।

অনেক প্রতিভা টাকার অভাবে হারিয়ে যায়। অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় শুধু টাকার অভাবে। অনেক উদ্যোক্তা জন্ম নিতে পারত যদি তাদের হাতে পর্যাপ্ত টাকা থাকত। অর্থাৎ, টাকার অভাব শুধু ব্যক্তিগত নয়, দেশের উন্নয়নের পথেও বড় বাধা।

তবে এই কঠিন বাস্তবতা আমাদের থামানোর নয়, লড়াই করার। টাকার অভাব থাকতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি, পরিশ্রম আর ধৈর্য থাকলে মানুষ একদিন উঠে দাঁড়ায়। জীবনে টাকার অভাবে পড়লে মনে রাখবেন—এ অবস্থা চিরস্থায়ী নয়। পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতেই।

টাকার অভাব যেন এক অদৃশ্য দানব, যা মানুষকে ধীরে ধীরে গিলে খায়—স্বপ্ন, সম্পর্ক, আত্মবিশ্বাস সবকিছু। তাই পরিশ্রম করে টাকার অভাব কাটানোই মুক্তির একমাত্র পথ। তবে টাকা থাকলেই সব হয় না, মানবতা, সম্পর্ক আর সততাও সমান গুরুত্বপূর্ণ। টাকা হোক আমাদের সেবার হাতিয়ার, মানুষকে ছোট করার অস্ত্র নয়।

08/07/2025

কিছু মানুষ প্রদর্শনে ব্যস্ত, কেউ আবার আবৃত রাখার জন্য লড়াই করছে প্রতিনিয়ত। মানুষের কর্মই বলে দেয়—তার থেকে জান্নাত জাহান্নামের কতটা দূরত্ব।
আমাদের চারপাশে দুই ধরনের মানুষ দেখা যায়। একদল নিজেদের জাহির করতে এবং অন্যের মনোযোগ আকর্ষণ করতে ব্যস্ত। অন্যদিকে, আরেক দল মানুষ নিজেদের সম্মান, লজ্জা ও পবিত্রতা রক্ষা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন।
প্রকৃতপক্ষে, মানুষের বাহ্যিক রূপ বা প্রদর্শন তার আসল পরিচয় নয়। তার কাজই বলে দেয় সে কেমন মানুষ। এই কাজগুলোই একটি আয়নার মতো, যা স্পষ্ট করে দেয়—জান্নাতের পথ তার কতটা কাছে, আর জাহান্নামের পথ কতটা দূরে।

06/07/2025

জীবন আমাদের জন্য অনন্য এক উপহার। প্রতিদিন ভাবার মত, আনন্দ করার মত, অবাক হবার মত অজস্র বিষয় ঘটে থাকে আমাদের সাথে। অথচ আমরা আমদের জীবনের খুব সামান্য নেগেটিভ বিষয় নিয়ে অযথা সময় ব্যয় করি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful Islam:

Share