Rofikul islam official

Rofikul islam official এই পেজে আপনারা সব মজার মজার ভিডিও পাবেন,,,ভিডিও পেতে পেজটি ফলো আর লাইক দিয়ে পাশে থাকুন,,,
(11)

16/08/2025

রিয়াজয়া মাদরাসা এবং উলুমে শরীয়াহ ও উলূকান্দী মাদরাসার সাবেক ছাএ হা: মাওলানা সোহানুর রহমান সোহাইব ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ.. বর্তমান লাশ নীলফামারীর ডোমারে, আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন আমিন।

চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোলমরিচ গুঁড়...
13/08/2025

চীনের হুবেই প্রদেশের ৯০ বছরের এক বৃদ্ধা ২০ বছর ধরে একটি আস্ত গ্রেনেডকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে আসছিলেন। গোলমরিচ গুঁড়ো করা থেকে শুরু করে আখরোট ভাঙা এবং দেয়ালে পেরেক ঠোকার মতো নানা কাজে তিনি এটি ব্যবহার করতেন।

বৃদ্ধা জানান, বহু বছর আগে তিনি এটি জমি থেকে কুড়িয়ে পেয়েছিলেন। জিনিসটি কী, তা তিনি জানতেন না। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ এসে নিরাপদে গ্রেনেডটি সরিয়ে নিয়ে যায়। সৌভাগ্যবশত, এতদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। এই অবিশ্বাস্য খবরটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

collected ゚viralvideo

04/08/2025

আজকে আমার মন ভালো নাই,,,

02/08/2025

ইসলামী আন্দোলন এর সমর্থকরা কমেন্ট করেন

আমার প্রিয় বন্ধু, হাফেজ মাওলানা মোহাম্মদ সোহানুর রহমান শুয়াইব—বিদেশের মাটি সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছ...
29/07/2025

আমার প্রিয় বন্ধু, হাফেজ মাওলানা মোহাম্মদ সোহানুর রহমান শুয়াইব—বিদেশের মাটি সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)

শুয়াইব শুধু একজন বন্ধু ছিলেন না, ছিলেন আমার সহপাঠী, আমার ভাই, আমার আপনজন। আমরা একসাথে পড়াশোনা করেছি। পড়াশোনার দিনগুলোতে ও ছিল আমার সবচেয়ে কাছের একজন মানুষ—ভালোবাসা, সহযোগিতা, এবং সততার এক অনন্য উদাহরণ।

তার এভাবে হঠাৎ চলে যাওয়া আজও আমার হৃদয়ে এক অসহ্য শূন্যতা তৈরি করেছে। এত দ্রুত সে আমাদের ছেড়ে চলে যাবে, কখনও কল্পনাও করিনি।

হে আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মাকাম দান করো। তার পরিবারকে এই শোক সহ্য করার জন্য ধৈর্য ধারণের তৌফিক দান করো।
আমীন, সুম্মা আমীন

Address

Nilfamari
Rangpur
GHATPAR

Telephone

+8801756886999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rofikul islam official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rofikul islam official:

Share