23/10/2025
তুমি জানো না…
তবুও তোমাকেই ভালোবাসি, নিঃশব্দে, নিরবধি।
প্রতিদিনের মতোই তোমার কথা মনে পড়ে,
আর আমি চুপচাপ নিজের ভেতর ডুবে যাই।
তুমি হয়তো কারো হাসির কারণ,
আর আমি… তোমার স্মৃতির ছায়ায় হারিয়ে যাওয়া এক মুখ।
ভালোবাসাটা কখনো বলা হয়নি,
শুধু অনুভূত হয়েছে — প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা রাতে।
কেউ জানে না,
একতরফা ভালোবাসাও কতটা গভীর,
যেখানে প্রতিদিন কেউ হারায়,
তবুও কাউকে ছেড়ে যেতে পারে না। 🥀