হিমালয় এক্সপ্রেস উত্তরবঙ্গ News24 hours

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • হিমালয় এক্সপ্রেস উত্তরবঙ্গ News24 hours

হিমালয় এক্সপ্রেস উত্তরবঙ্গ News24 hours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হিমালয় এক্সপ্রেস উত্তরবঙ্গ News24 hours, Media/News Company, Rangpur.

09/05/2024

Dream Dhaka University 💥🥰

09/05/2024

আটোয়ারী উপজেলার নতুন প্রতিনিধিদের লাল গোলাপের🌹 শুভেচ্ছা🎇

☞ঘোড়া( চেয়ারম্যান,অ্যাডভোকেট আনিসুর রহমান)
☞টিয়া( ভাইস চেয়ারম্যান, মানিক সেলিম মোর্শেদ)
☞কলস(মহিলা ভাইস চেয়ারম্যান, লুৎফা বেগম)

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। #হিমালয়_পাঠশালা
08/05/2024

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
#হিমালয়_পাঠশালা

বিশ্বের সবচেয়ে বড় আম গাছ রংপুর বিভাগে! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় দুই বিঘা জমিজুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে ...
08/05/2024

বিশ্বের সবচেয়ে বড় আম গাছ রংপুর বিভাগে! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় দুই বিঘা জমিজুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে শত বছর বয়সী একটি সূর্যপুরী আমগাছ।

এক নজরে আটোয়ারী উপজেলার ভোট কেন্দ্র,সর্বমোট ভোটার এবং প্রার্থী 🤔
08/05/2024

এক নজরে আটোয়ারী উপজেলার ভোট কেন্দ্র,সর্বমোট ভোটার এবং প্রার্থী 🤔

 #ভয়ের_অপর_নাম_মডার্ন_এর_রিপোর্ট!! Atwãri – আটোয়ারীগত ২১শে এপ্রিল রোজ রবিবার আইনাল নামের এক ভাই হেপাটাইটিস বি (HBsAg) প...
26/04/2024

#ভয়ের_অপর_নাম_মডার্ন_এর_রিপোর্ট!!
Atwãri – আটোয়ারী

গত ২১শে এপ্রিল রোজ রবিবার আইনাল নামের এক ভাই হেপাটাইটিস বি (HBsAg) পরীক্ষার জন্য মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এ যায় । অতপর সেখানের রিপোর্টে তার হেপাটাইটিস বি পজেটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর ভুক্তভোগী বিষয়টি মেনে নিতে পারে নি। তারপর ভুক্তভোগী মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এর কর্মরত টেকনেশিয়ান কে বলে "হয়তোবা আপনার কোথায় ভুল হচ্ছে, আপনারা পুনরায় রিপোর্টি যাচাই করুন । " কিন্তু ২য় বারও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এর লোক হেপাটাইটিস বি পজেটিভ ঘোষণা দেয় ।

ভুক্তভোগীর পরিবার বিষয়টি মেনে নিতে না পারায় আবারো টেস্ট করানোর জন্য আটোয়ারীতে অবস্থান রত নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় এবং রিপোর্ট নেগেটিভ আসে । *** এই সময় রোগীর লোক দোটানায় পরে যায় যে, দুই জায়গায় একই টেস্ট এর আলাদা আলাদা রিপোর্ট কিভাবে আসে । ***** এই কিন্তু নিবারনের জন্য রোগীর লোক ৩য় বারের মতো টেস্টের জন্য সৌদিয়া ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় এবং সেখানে রিপোর্ট নেগেটিভ আসে ।

এই বিষয়টা আটোয়ারী উপজেলার স্বেচ্ছাসেবীদের কানে আসে এবং ইতোপূর্বেই স্বেচ্ছাসেবীরা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এর পূর্বের ভুল রিপোর্ট এর বিষয়ে অবগত ছিলো । ***** এখন যেই তিনটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়েছিলো সেগুলো যেহেতু প্রাইভেট ছিলো তাই আটোয়ারী উপজেলার স্বেচ্ছাসেবীরা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে তারা শিওর হওয়ার জন্য রোগীকে "আটোয়ারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট করানোর জন্য আসতে বলে । অতপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হেপাটাইটিস বি রিপোর্ট নেগেটিভ আসে । "***

এই বিষয় নিয়ে স্বেচ্ছাসেবীদের মাঝে আলোচনা হয় এবং আলোচনা সাপেক্ষে সেই ডায়াগনস্টিক সেন্টারের মালিকের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করে কিন্তু সেই মালিক তাদের যোগায়োগে কোনো রেসপন্স করে নাই । ইতোপূর্বেই তার ডায়াগনস্টিক সেন্টার এর ভুল রিপোর্ট এর বিষয়ে তাকে সাবধান করা হয় । তার এই কর্মকান্ড এবং অদক্ষ কর্মচারী এবং সস্তা ওষুধের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যায়,যা আমরা মনে করছি।

🚨এখন কথা হচ্ছে আটোয়ারী উপজেলায় অবস্থানরত প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গুলো আপনাদের আমাদের জন্য কতোটা নিরাপদ সেটা এখন ভাবার বিষয়।

❣️
17/03/2024

❣️

https://www.facebook.com/100064755397111/posts/818319047003268/?app=fbl
17/03/2024

https://www.facebook.com/100064755397111/posts/818319047003268/?app=fbl

পঞ্চগড় সদর থানা পুলিশ কর্তৃক ২৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটকঃ

পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে করতোয়া ফিলিং স্টেশন সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার লাউথুতি গ্রামের মোঃ মোজ্জামেল হক (৪৫) ও তাহার স্ত্রী মোছাঃ রওশনআরা বেগম (৪০)। গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং ১৭/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকার দিকে পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, এসআই(নিঃ)/পলাশ চন্দ্র রায়, এএসআই(নিঃ)/মোঃ গোলাম রব্বানী, পিপিএম, এএসআই(নিঃ)/মোঃ হান্নান শাহ্, এএসআই(নিঃ)/মোঃ মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লিখিত আসামীদের নিকট হইতে ২৭ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এই বিষয়ে পঞ্চগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

"বিচার চেয়েও সাহায্য না পেয়ে মৃত্যুর পথ বেছে নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা"
15/03/2024

"বিচার চেয়েও সাহায্য না পেয়ে মৃত্যুর পথ বেছে নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা"

ছবি দেখে কি মনে হয়? অভিজাত কোন ফুলের দোকান? না,তা কিন্তু নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ ক...
12/03/2024

ছবি দেখে কি মনে হয়? অভিজাত কোন ফুলের দোকান? না,তা কিন্তু নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেছে শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি সহ সেখানকার অসংখ্য সংগঠন। পোজ দেখে মনে হয় উপাচার্য উপভোগ করছেন। ফুলে প্রায় ঢাকা পড়ে গেছেন তিনি। নি:সন্দেহে বলা যায়, যারা উপাচার্যকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এদের অনেকেই আছেন তোষামোদ,চাটুকার। একটি বিশ্ববিদ্যালয়ে এত্তো সংগঠনের জন্ম হলো কীভাবে ?

সম্মানিত পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয় স্যারের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরি...
11/03/2024

সম্মানিত পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয় স্যারের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারের পরামর্শে এবং অফিসার ইনচার্জ আটোয়ারী থানা, পুলিশ পরিদর্শক তদন্ত স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইং ১০ মার্চ ২০২৪ তারিখ ২০.১০ আটোয়ারী থানার জরুরী ডিউটি ও মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত এসআই( নিঃ) দীন বন্ধু, এসআই(নিঃ) মোঃ সম্রাট খান, সঙ্গীয় সআই (নিঃ) শরিফুল ও সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদক উদ্ধার অভিযানে বের হয়। মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গত ১০ মার্চ ২০২৪ খ্রী. ২০.৪৫ ঘটিকায় আটোয়ারী থানাধীন ছোটদাপ মৌজাস্হ আটোয়ারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন দিক অর্থাৎ দক্ষিন পাশে প্রাচীর সংলগ্ন আড়ালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীগন দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ফকিরগঞ্জ সাপ্তাহিক হাটে আগত ব্যবসায়ী ও লোকজনদের টাকা ও মুল্যবান সম্পদ ছিনাইয়া নেয়ার উদ্দ্যেশে প্রস্ততি গ্রহন করছে মর্মে সংবাদ পাইয়া এসআই( নিঃ) দীনবন্ধু বিষয়টি তাৎক্ষনিক অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করেন। অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশে এসআই(নিঃ) দীনবন্ধু সঙ্গীয় অফিসার ফোর্সসহ সময় রাত্রী ২০.৪৫ ঘটিকায় বর্নিত স্হানে পৌছালে ৬/৭ দুস্কৃতিকারী হাতে ধারালো রাম দা, হাসুয়া, হাতুরী, স্টীলের হাতলসহ চেইন, শিকল, ধারালো চাকু, কাটারসহ বে আইনী জনতায় দলবদ্ধে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে। আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৪) পিতা মোঃ আবুল হোসেন সাং- ছোটদাপ থানা- আটোয়ারী, জেলা - পঞ্চগড় হাতে থাকা ধারালো রাম দা দিয় পোষাকধারী পুলিশ কং/ ৪২৬ জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দ্যেশে মাথায় কোপ মারিলে কপালের ডান পাশে লাগিয়া গুরুত্বর জখম হয় এবং পোষাকের ডানপাশে কাটিয়া যায়। কং/ ৪২৬ জাহাঙ্গীর আলম আসামী আরিফুলকে রাম দা সহ জাপটাইয়া ধরিয়া আটক করে। তখন আসামী ২। মোঃ সাদিকুল ইসলাম(২৯) পিতা মোঃ আজিজুল হক সাং- কালিকাপুর থানা- আটোয়ারী,জেলা - পঞ্চগড় সহ অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতিকারী এসআই ( নিঃ) দীনবন্ধু ও সঙ্গীয় অফিসার ফোর্সদের এলোপাথারী কিল ঘুষি লাথি মারা শুরু করিলে এবং কং/৩৭৫ মোঃ আনোয়ার হোসেনের ব্যবহৃত হোন্ডা লিভো ১১০ সিসি মোটর সাইকেলে হাতুরি দিয়া পিটাইয়া হেডলাইট, ট্যাঙ্কি ভাংচুর করিয়া অনুমান ৩৫০০০/- টাকার ক্ষতি সাধন করে। এসআই ( নিঃ) সম্রাট খান নিজের জীবনের ঝুঁকি লইয়া আসামী সাদিকুলকে ঝাপটাইয়া ধরিয়া আটক করে। এসআই ( নিঃ) দীন বন্ধু নিজেদের জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে গুলি করার হুশিয়ারী উচ্চারন করিলে অজ্ঞাতনামা নামা ৫/৬ জন দুস্কৃতকারী পালাইয়া যাইতে সক্ষম হয়। পুলিশের ডাক চিৎকার ও শোরগোলে স্হানীয় লোকজন উপস্হিত হইলে আসামী আরিফুলে হেফাজত হতে (১) একটি ধারালো রাম দা এবং দেহ তল্লাশী করিয়া ডান কোমরে পরিহিত প্যান্টের গুজানো সাদা পলিথিন খবরের কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা এবং বাম পকেটে একটি টিপ চাকু উদ্ধার করা হয়। আটক অপর আসামী সাদিকুলে হেফাজত হতে একটি ধারালো হাসুয়া এবং কোমরে গোজানো হাতল ওয়ালা স্টীলের চেইন উদ্ধার করা হয়। স্বাক্ষীদের মোকাবেলা উল্লখিত স্হান ভালোভাবে তল্লাশী করিয়া একটি কাটার, একটি কাচি, একটি হাতুরী, একটি শিকল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। স্বাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তাহারা ফকিরগন্জ সাপ্তাহিক বাজারে আগত ব্যবসায়ীদের টাকা, ধন সম্পদ ডাকাতি করিয়া ছিনাইয়া নেয়ার উদ্দ্যেশে উক্ত স্হানে প্রস্তুতি গ্রহন পূর্বক নিজেদের মধ্যে শলাপরামর্শ করিয়া সুযোগের অপেক্ষা করিতেছিল। এসআই ( নিঃ) দীনবন্ধু আহত কং জাহাঙ্গীর আলমকে আটোয়ারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া অজ্ঞাতনামা পলাতক আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করিয়া আরো আসামী ৩। মোঃ কামরুল হাসান নাইচ ৪। মোঃ টানজিত হাসান শাওন, ৫। মোঃ মাসুম, ৬। মোঃ লিংকন@ রিংকনগণকে গ্রেফতার করিতে সক্ষম হয়। ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীগন সকলেই এলককার চিহ্নিত সন্ত্রাসি, চাঁদাবাজ হিসাবে স্হানীয়দের নিকট পরিচিত। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া আটোয়ারী থানা য় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।
আটককৃত আসামীদের যথাযথা পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হইল।
©আটোয়ারী থানা, পঞ্চগড়

((সতর্কীকরণ বিজ্ঞপ্তি))
23/01/2024

((সতর্কীকরণ বিজ্ঞপ্তি))

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিমালয় এক্সপ্রেস উত্তরবঙ্গ News24 hours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share