11/03/2024
সম্মানিত পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয় স্যারের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্যারের পরামর্শে এবং অফিসার ইনচার্জ আটোয়ারী থানা, পুলিশ পরিদর্শক তদন্ত স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইং ১০ মার্চ ২০২৪ তারিখ ২০.১০ আটোয়ারী থানার জরুরী ডিউটি ও মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত এসআই( নিঃ) দীন বন্ধু, এসআই(নিঃ) মোঃ সম্রাট খান, সঙ্গীয় সআই (নিঃ) শরিফুল ও সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদক উদ্ধার অভিযানে বের হয়। মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গত ১০ মার্চ ২০২৪ খ্রী. ২০.৪৫ ঘটিকায় আটোয়ারী থানাধীন ছোটদাপ মৌজাস্হ আটোয়ারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন দিক অর্থাৎ দক্ষিন পাশে প্রাচীর সংলগ্ন আড়ালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীগন দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ফকিরগঞ্জ সাপ্তাহিক হাটে আগত ব্যবসায়ী ও লোকজনদের টাকা ও মুল্যবান সম্পদ ছিনাইয়া নেয়ার উদ্দ্যেশে প্রস্ততি গ্রহন করছে মর্মে সংবাদ পাইয়া এসআই( নিঃ) দীনবন্ধু বিষয়টি তাৎক্ষনিক অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করেন। অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশে এসআই(নিঃ) দীনবন্ধু সঙ্গীয় অফিসার ফোর্সসহ সময় রাত্রী ২০.৪৫ ঘটিকায় বর্নিত স্হানে পৌছালে ৬/৭ দুস্কৃতিকারী হাতে ধারালো রাম দা, হাসুয়া, হাতুরী, স্টীলের হাতলসহ চেইন, শিকল, ধারালো চাকু, কাটারসহ বে আইনী জনতায় দলবদ্ধে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে। আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৪) পিতা মোঃ আবুল হোসেন সাং- ছোটদাপ থানা- আটোয়ারী, জেলা - পঞ্চগড় হাতে থাকা ধারালো রাম দা দিয় পোষাকধারী পুলিশ কং/ ৪২৬ জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দ্যেশে মাথায় কোপ মারিলে কপালের ডান পাশে লাগিয়া গুরুত্বর জখম হয় এবং পোষাকের ডানপাশে কাটিয়া যায়। কং/ ৪২৬ জাহাঙ্গীর আলম আসামী আরিফুলকে রাম দা সহ জাপটাইয়া ধরিয়া আটক করে। তখন আসামী ২। মোঃ সাদিকুল ইসলাম(২৯) পিতা মোঃ আজিজুল হক সাং- কালিকাপুর থানা- আটোয়ারী,জেলা - পঞ্চগড় সহ অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতিকারী এসআই ( নিঃ) দীনবন্ধু ও সঙ্গীয় অফিসার ফোর্সদের এলোপাথারী কিল ঘুষি লাথি মারা শুরু করিলে এবং কং/৩৭৫ মোঃ আনোয়ার হোসেনের ব্যবহৃত হোন্ডা লিভো ১১০ সিসি মোটর সাইকেলে হাতুরি দিয়া পিটাইয়া হেডলাইট, ট্যাঙ্কি ভাংচুর করিয়া অনুমান ৩৫০০০/- টাকার ক্ষতি সাধন করে। এসআই ( নিঃ) সম্রাট খান নিজের জীবনের ঝুঁকি লইয়া আসামী সাদিকুলকে ঝাপটাইয়া ধরিয়া আটক করে। এসআই ( নিঃ) দীন বন্ধু নিজেদের জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে গুলি করার হুশিয়ারী উচ্চারন করিলে অজ্ঞাতনামা নামা ৫/৬ জন দুস্কৃতকারী পালাইয়া যাইতে সক্ষম হয়। পুলিশের ডাক চিৎকার ও শোরগোলে স্হানীয় লোকজন উপস্হিত হইলে আসামী আরিফুলে হেফাজত হতে (১) একটি ধারালো রাম দা এবং দেহ তল্লাশী করিয়া ডান কোমরে পরিহিত প্যান্টের গুজানো সাদা পলিথিন খবরের কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা এবং বাম পকেটে একটি টিপ চাকু উদ্ধার করা হয়। আটক অপর আসামী সাদিকুলে হেফাজত হতে একটি ধারালো হাসুয়া এবং কোমরে গোজানো হাতল ওয়ালা স্টীলের চেইন উদ্ধার করা হয়। স্বাক্ষীদের মোকাবেলা উল্লখিত স্হান ভালোভাবে তল্লাশী করিয়া একটি কাটার, একটি কাচি, একটি হাতুরী, একটি শিকল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। স্বাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে, তাহারা ফকিরগন্জ সাপ্তাহিক বাজারে আগত ব্যবসায়ীদের টাকা, ধন সম্পদ ডাকাতি করিয়া ছিনাইয়া নেয়ার উদ্দ্যেশে উক্ত স্হানে প্রস্তুতি গ্রহন পূর্বক নিজেদের মধ্যে শলাপরামর্শ করিয়া সুযোগের অপেক্ষা করিতেছিল। এসআই ( নিঃ) দীনবন্ধু আহত কং জাহাঙ্গীর আলমকে আটোয়ারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া অজ্ঞাতনামা পলাতক আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করিয়া আরো আসামী ৩। মোঃ কামরুল হাসান নাইচ ৪। মোঃ টানজিত হাসান শাওন, ৫। মোঃ মাসুম, ৬। মোঃ লিংকন@ রিংকনগণকে গ্রেফতার করিতে সক্ষম হয়। ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীগন সকলেই এলককার চিহ্নিত সন্ত্রাসি, চাঁদাবাজ হিসাবে স্হানীয়দের নিকট পরিচিত। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া আটোয়ারী থানা য় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।
আটককৃত আসামীদের যথাযথা পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হইল।
©আটোয়ারী থানা, পঞ্চগড়