Kaunia Digital Tv - কাউনিয়া ডিজিটাল টিভি

Kaunia Digital Tv - কাউনিয়া ডিজিটাল টিভি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

📰 আলোকিত ভবিষ্যতের প্রত্যয় — আলোর মিছিল মেধাবৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য ও আগ্রহবর্ধক উদ্যোগ🗓️ প্রকাশকাল: ২৫ জুলাই ২০২...
25/07/2025

📰 আলোকিত ভবিষ্যতের প্রত্যয় — আলোর মিছিল মেধাবৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য ও আগ্রহবর্ধক উদ্যোগ

🗓️ প্রকাশকাল: ২৫ জুলাই ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার অন্যতম শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান আলোর মিছিল স্কুল ২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যের সাক্ষর রেখেছে। এবারের পরীক্ষায় মোট ৫৭টি বিদ্যালয়ের ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৫২ জন। এদের মধ্যে সরকারিভাবে মনোনীত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০ জন — যার মধ্যে সরকারিভাবে ৫ জন এবং বেসরকারিভাবে ৫ জন নির্বাচিত হয়েছে।

✅ সরকারি বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী (৫ জন):

নাম বিদ্যালয় মোট প্রাপ্ত নম্বর মেধাস্থান বৃত্তির ধরণ

মোসলেমা আক্তার মিল্লা কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২ ১ম সাধারণ
জামানুল ফেরদৌস বুধিয়াখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮১ ২য় সাধারণ
সাদিক হোসাইন কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮০ ৩য় সাধারণ
আব্দুল্লাহ ইবনে জাহিদ আব্দুর রহিম মাষ্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৮ ৪র্থ সাধারণ
রাবেয়া খাতুন রাইসা গুনগুন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৬ ৫ম সাধারণ

✅ বেসরকারি বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী (৫ জন):

নাম প্রতিষ্ঠান মোট নম্বর মেধাস্থান বৃত্তির ধরণ

বিকাশ তানজিম তন্ময় কাউনিয়া উপজেলা শিশু নিকেতন ৮২ ১ম সাধারণ
আরাফাত হোসেন এমিএস শিশু নিকেতন ৮১ ২য় সাধারণ
আব্দুর রহমান হোলি চাইল্ড ইন্ট. ক্যাম্পাস ৮০ ৩য় সাধারণ
উম্মে ফারহানা মুনিয়া কাউনিয়া উপজেলা শিশু নিকেতন ৭৮ ৪র্থ সাধারণ
জ্যোতিকুন্ঠ ঝর্ণা কাউনিয়া উপজেলা শিশু নিকেতন ৭৬ ৫ম সাধারণ

🎓 আলোর মিছিল স্কুলে ভর্তি কার্যক্রম শুরু:

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে — এক আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে।
📍 অবস্থান: বকুলতলা বাজার, মীরবাগ-হারাগাছ রোড, কাউনিয়া, রংপুর-৫৪০০

📅 ভর্তি ফরম বিতরণ:

🗓️ ২০ নভেম্বর - ২৮ ডিসেম্বর
🕙 প্রতিদিন সকাল ১০টা - দুপুর ১টা

🔍 কেন আলোর মিছিল স্কুল?

✅ “আলোকিত পরিবেশ” ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষাদান

✅ হোমওয়ার্ক, প্রাইভেট পড়ার প্রয়োজন নেই — স্কুলেই সম্পূর্ণ প্রস্তুতি

✅ ক্লাসটেস্ট, মাসিক মূল্যায়ন ও ৪টি পর্যবেক্ষণ পরীক্ষার মাধ্যমে ফল বিশ্লেষণ

✅ কম্পিউটার, মিডিয়া, বিজ্ঞানের হাতে-কলমে চর্চার সুযোগ

✅ বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডে, টিচার্স ডে, এক্সিবিশন

✅ প্লে-নার্সারিতে ওয়ার্কশিট বেজড এক্টিভিটি-শিক্ষা

✅ আধুনিক স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি ক্যামেরা ও ভয়েস কন্টাক্ট সিস্টেম

✅ দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য ফ্রি পড়ালেখার সুযোগ

✅ পরিবহন সুবিধা ও সরকারি উপবৃত্তি সুবিধা

📚 বিশেষ দৃষ্টিভঙ্গি: ৩টি উন্নয়ন দক্ষতা

🔹 বাংলা: শুদ্ধ উচ্চারণ ও উন্নয়ন
🔸 আরবি: কুরআন, তাজবীদ ও মৌলিক দোয়া শিক্ষা
🔹 ইংরেজি: আত্মবিশ্বাস, দক্ষতা ও প্র্যাকটিক্যাল স্পোকেন

📝 মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ (রংপুর সদর)

🗓️ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৪
🕙 সময়: সকাল ১০টা – দুপুর ১টা
🏫 কেন্দ্র: সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, গুপ্তপাড়া, রংপুর

📌 অংশগ্রহণকারী স্কুল:

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পুলিশ লাইন্স স্কুল, কারমাইকেল কলেজ প্রাঃ বিদ্যালয়, ক্যান্ট বোর্ড বালিকা স্কুলসহ ১১টি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান।

📲 আবেদন লিংক (অনলাইন):
https://forms.gle/9paAG8x6TmrPt7oT8

📞 যোগাযোগ: আলোর মিছিল স্কুল, হারাগাছ, রংপুর।

এই সাফল্য ও অনন্য উদ্যোগ প্রমাণ করে, আলোর মিছিল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি শিক্ষাবিপ্লব। সুশৃঙ্খল, মূল্যবোধভিত্তিক ও আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে তারা গড়ে তুলছে ভবিষ্যতের আলোকিত প্রজন্ম।

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest amo...
24/07/2025

🎉 I earned the emerging talent badge this week, recognizing me for creating engaging content that sparks an interest among my fans!

কাউনিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধনরংপুরের কাউনিয়ায় প্রাথমিক বৃত্তি পরী...
24/07/2025

কাউনিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

রংপুরের কাউনিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া বাসস্ট্যান্ড গার্লস স্কুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, ইউনাইটেড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নর্থভিউ এডুকেশন ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল।

এছাড়াও বক্তব্য রাখেন বিনয় ভূষণ রায়, আবুল কাসেম, মোঃ আশরাফুল ইসলাম ও অধ্যক্ষ সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে যা শিক্ষার সমতার পরিপন্থী।
তারা পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি জানান।

সমাবেশ শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়।

এই দাবির প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধনে শতাধিক শিক্ষক-অভিভাবক অংশগ্রহণ করেন।

কাউনিয়াতে এই প্রথম উন্নত মানের হাই কোয়ালিটি প্রফেশনাল রাস্তা তৈরি হচ্ছে। কাউনিয়া বাস স্ট্যান্ড টু রেলস্টেশন কাউনিয়া ...
28/06/2025

কাউনিয়াতে এই প্রথম উন্নত মানের হাই কোয়ালিটি প্রফেশনাল রাস্তা তৈরি হচ্ছে। কাউনিয়া বাস স্ট্যান্ড টু রেলস্টেশন কাউনিয়া জংশন।

15/06/2025

ঈশ্বরদী বাইপাস স্টেশনের টিকিটের মূল্য অনাকাঙ্ক্ষিত অনিয়ম যা সাধারণ যাত্রীদেরকে ভোগান্তি করছে। বিশেষ সর্তকতায় যাত্রী সাধারণের সুবিধার্থে, মোঃ নূর হোসেন। সংবাদপত্র এজেন্ট কাউনিয়া রংপুর।

30/05/2025
30/05/2025

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Kaunia Digital Tv - কাউনিয়া ডিজিটাল টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share