MD. RATON MIA

MD. RATON MIA Workplace: NTV (Online) Pirganj And Mithapukur Correspondent. Urgent Contact - [email protected]
Media Worker!

Moreover, You May Remember Me By Your Righteous Deeds.

বাধা পেরিয়ে আলো ছড়ানো তৃতীয় লিঙ্গের মাহি এবার মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী !রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি;রংপুরের...
19/08/2025

বাধা পেরিয়ে আলো ছড়ানো তৃতীয় লিঙ্গের মাহি এবার মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী !

রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি;রংপুরের পীরগঞ্জের রবিউল খন্দকার মাহি— সমাজের চোখে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু দৃঢ় সংকল্পে নিজেকে প্রমাণ করছেন এক শিক্ষিত নাগরিক হিসেবে। মঙ্গলবার (১৯ আগস্ট/২০২৫) তিনি রংপুর সরকারি কলেজ কেন্দ্রে রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স (প্রথম বর্ষ) পরীক্ষায় অংশ নেন।

২৭ বছর বয়সী মাহির জন্ম রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামে। বাবা ইলিয়াস হোসেন ও মা ফৌজিয়া বেগমের বড় ছেলে হলেও অল্প বয়সেই নিজেকে ভিন্ন হিসেবে আবিষ্কার করেন। মাত্র সাত বছর বয়সে খালাশপীর হাটে চলে আসেন এবং দীর্ঘ ১৮ বছর ধরে হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতির সঙ্গে বসবাস করছেন।

শিক্ষাজীবনে একে একে প্রাথমিক শিক্ষা থেকে বিএসএস পর্যন্ত সব ধাপ পেরিয়ে বর্তমানে ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স করছেন মাহি। সেশন জটের কারণে ২০২২ সালের পরীক্ষা দিচ্ছেন ২০২৫ সালে। পড়াশোনার পাশাপাশি তিনি ব্লাড ডোনেশন, সমাজসেবামূলক কাজ ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত আছেন।

২০১৯ সালে সরকারিভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়া মাহি এখন সরকারি ভাতা ভোগ করছেন। তবে তার স্বপ্ন— মাস্টার্স শেষ করে পরিবার পরিকল্পনা বা সমাজসেবা বিভাগে সরকারি চাকরির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

মাহি বলেন, “আমরা প্রতিটি পদে বৈষম্যের শিকার হই। আমি বিয়ে করতে পারবো না, তাই মানুষের সেবাই হবে আমার জীবনের মূল লক্ষ্য।”

হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতি জানান, সরকারিভাবে পীরগঞ্জ উপজেলায় ৫৪ জন হিজড়া রয়েছে। তিনি বলেন, “আমরা সামাজিক মর্যাদা চাই।”

ছবির ক্যাপশন:

রংপুরের পীরগঞ্জের তৃতীয় লিঙ্গের রবিউল খন্দকার মাহি— মঙ্গলবার রংপুর সরকারি কলেজ কেন্দ্রে মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আলহামদুলিল্লাহ..!এনটিভি (অনলাইন)-এর পীরগঞ্জ ও মিঠাপুকুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম।এনটিভি পরিবারের সংশ্লিষ্ট স...
17/08/2025

আলহামদুলিল্লাহ..!
এনটিভি (অনলাইন)-এর পীরগঞ্জ ও মিঠাপুকুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম।

এনটিভি পরিবারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পীরগঞ্জে ৫'শ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার! পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অ...
10/08/2025

পীরগঞ্জে ৫'শ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজ আকন্দ (৬০) গ্রেফতার হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মিঠিপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের সেনা টহল দল ও পুলিশের ৬ সদস্যের যৌথ টিম অভিযান চালায়।

অভিযানে আজিজ আকন্দের বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, একটি দেশীয় চাপাতি, নগদ ৫০০ টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজিজ আকন্দের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকাবাসীর কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

04/08/2025

আমন!
চলছে ধান রোপণের সর্বশেষ প্রস্তুতি...!

20/07/2025

ফেসবুক ও মেইলের সমস্যার জন্য গত ১৫ দিন থেকে ফেসবুক থেকে বিরত আছি..!

11/07/2025

ভাবের জগতে ফুটবলার ঈশিতা!



আমরা লজ্জিত 🙏মেয়ে জিপিএ-৫ পেয়েছে। খুশিতে মফস্বলের এক সংবাদকর্মী ভাই তার কাজ করা পত্রিকায় হয়তো অনুরোধ করে একটি নিউজ করিয়ে...
10/07/2025

আমরা লজ্জিত 🙏
মেয়ে জিপিএ-৫ পেয়েছে। খুশিতে মফস্বলের এক সংবাদকর্মী ভাই তার কাজ করা পত্রিকায় হয়তো অনুরোধ করে একটি নিউজ করিয়েছিলেন।

নিউজ প্রকাশের পর মেয়েকে ডেকে হয়তো বলেছিলেন, মা দেখো তোমার ভালো রেজাল্টের নিউজ প্রকাশ হয়েছে আমি যে পত্রিকায় কাজ করি সেখানে।

নিউজ দেখে হয়তো মেয়েও খুশি হয়েছিল। কিন্তু আমরা সুধী সমাজ এ নিউজ মেনে নিতে পারলাম না। শুরু করে দিলাম ট্রল।

এতোটাই ট্রল করা শুরু করলাম যে ওই পত্রিকাটি মেয়েটির জিপিএ-৫ পাওয়া নিউজটি সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। মেয়ের কাছে বাবার মুখটা থাকলো কোথায়? আমরা আমাদের সহকর্মীকে তার মেয়ের কাছে লজ্জায় ফেলে দিলাম।

আল্লাহ এমন অবস্থায় তুমি আমাদের ফেলিও না। আল্লাহ সবাইকে তুমি শুভ বিবেক বুদ্ধি খাটানোর তৌফিক দান করো। আমিন।

05/07/2025

রংপুর বিভাগীয় সমাবেশে যা বললেন, জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান...

01/07/2025

আবু সাঈদের কবর জিয়ারত করলেন এনসিপি'র কেন্দ্রীয় নেতারা....

01/07/2025

আবু সাঈদের পরিবারের সাথে কথা বলছেন এনসিপি'র কেন্দ্রীয় নেতারা....

Address

Pirgonj
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when MD. RATON MIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. RATON MIA:

Share

Category