
19/08/2025
বাধা পেরিয়ে আলো ছড়ানো তৃতীয় লিঙ্গের মাহি এবার মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী !
রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি;রংপুরের পীরগঞ্জের রবিউল খন্দকার মাহি— সমাজের চোখে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু দৃঢ় সংকল্পে নিজেকে প্রমাণ করছেন এক শিক্ষিত নাগরিক হিসেবে। মঙ্গলবার (১৯ আগস্ট/২০২৫) তিনি রংপুর সরকারি কলেজ কেন্দ্রে রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স (প্রথম বর্ষ) পরীক্ষায় অংশ নেন।
২৭ বছর বয়সী মাহির জন্ম রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামে। বাবা ইলিয়াস হোসেন ও মা ফৌজিয়া বেগমের বড় ছেলে হলেও অল্প বয়সেই নিজেকে ভিন্ন হিসেবে আবিষ্কার করেন। মাত্র সাত বছর বয়সে খালাশপীর হাটে চলে আসেন এবং দীর্ঘ ১৮ বছর ধরে হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতির সঙ্গে বসবাস করছেন।
শিক্ষাজীবনে একে একে প্রাথমিক শিক্ষা থেকে বিএসএস পর্যন্ত সব ধাপ পেরিয়ে বর্তমানে ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স করছেন মাহি। সেশন জটের কারণে ২০২২ সালের পরীক্ষা দিচ্ছেন ২০২৫ সালে। পড়াশোনার পাশাপাশি তিনি ব্লাড ডোনেশন, সমাজসেবামূলক কাজ ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত আছেন।
২০১৯ সালে সরকারিভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়া মাহি এখন সরকারি ভাতা ভোগ করছেন। তবে তার স্বপ্ন— মাস্টার্স শেষ করে পরিবার পরিকল্পনা বা সমাজসেবা বিভাগে সরকারি চাকরির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মাহি বলেন, “আমরা প্রতিটি পদে বৈষম্যের শিকার হই। আমি বিয়ে করতে পারবো না, তাই মানুষের সেবাই হবে আমার জীবনের মূল লক্ষ্য।”
হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতি জানান, সরকারিভাবে পীরগঞ্জ উপজেলায় ৫৪ জন হিজড়া রয়েছে। তিনি বলেন, “আমরা সামাজিক মর্যাদা চাই।”
ছবির ক্যাপশন:
রংপুরের পীরগঞ্জের তৃতীয় লিঙ্গের রবিউল খন্দকার মাহি— মঙ্গলবার রংপুর সরকারি কলেজ কেন্দ্রে মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিচ্ছেন।