Rex Vibes

Rex Vibes "বাংলার প্রকৃতি, মানুষের জীবন, আর হৃদয়ের গল্প—সবকিছু একসাথে 'Rex Vibes' এ। নতুনভাবে দেখে নাও তোমার চেনা গ্রামবাংলাকে।"

27/05/2025

“বাংলাদেশের একটি জেলা, যেখানে প্রতিবার বন্যার পর সরকার চলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়...
চর ব্রহ্মপুত্রের এই কান্না আপনি দেখেছেন?”

কুড়িগ্রামের চরজীবনের ভয়াবহ বাস্তবতা নিয়ে ৫ মিনিটের একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

এই ভিডিও শেয়ার করুন। কুড়িগ্রামের কান্না যেন আর না চাপা পড়ে।”

— ভিডিওটি তৈরি করেছে REX Vlog | বাস্তবতা তুলে ধরাই আমাদের দায়িত্ব।
এই ভিডিওটা দেখে আপনি যদি শুধু কষ্ট পান, তাহলে কিছুই বদলাবে না। শেয়ার করুন—যাতে কেউ দেখে, কেউ শোনে, কেউ কিছু করে। কুড়িগ্রামের মানুষ প্রতিবছর তিনবার পর্যন্ত বন্যায় সব হারায়। ঘর, জমি, স্কুল, ভবিষ্যৎ—সব। এবার শুধু চোখ ভেজাবেন না, আওয়াজ তুলুন।

#কুড়িগ্রাম #বন্যা #নদীভাঙন #বাংলাদেশ #ভাঙননয়জীবন #জলেভাসা

21/05/2025

চরের সবুজ মাঠে জীবনের গল্প…
এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি বাস্তব চরাঞ্চলের প্রতিচ্ছবি—
যেখানে ঘাস, বাদামের ক্ষেত, মানুষের পরিশ্রম, রোদ আর ধুলো মিশে তৈরি হয়েছে এক জীবন্ত পৃথিবী।

এখানে শহরের শ্বাসরুদ্ধ যান্ত্রিকতা নেই, আছে প্রকৃতির টান, মানুষের মমতা, আর চরবাসীর জীবনযুদ্ধ।

এই ভিডিও দেখে তুমি ফিরে যাবে সেই শিকড়ের গল্পে,
যেখানে গামছা বাঁধা কাঁধে মানুষ হাঁটে মাথায় বোঝা নিয়ে—
কিন্তু হৃদয়টা থাকে হাসিমাখা।

তোমার শিকড়ের গল্প যদি ভালো লাগে,
তাহলে এখনই ভিডিওটা:
LIKE করো | COMMENT করো | SHARE করো
আর SUBSCRIBE দিয়ে যুক্ত হয়ে যাও REX VIBES এর গ্রামীণ যাত্রায়।


#চরেরজীবন
#বাংলারচর
#চরবাংলা
#গ্রামবাংলারজীবন



#সবুজবাংলা
#চরগল্প
#চরেরমানুষ
#গ্রাম্যসংস্কৃতি





#বাংলারগ্রাম
#চরেরবাদাম
#চরেরঘাস

17/05/2025

**১৫ থেকে ২০ কিলোমিটার দূরের গ্রাম...**

সেখানে নেই সড়ক, নেই সেতু, নেই ট্রাক—
আছে শুধু নদী… ব্রহ্মপুত্র।

সেই নদী পেরিয়ে আসে মানুষ
**নৌকায়, দল বেঁধে, সময়ের সঙ্গে যুদ্ধ করে—শুধু একটা হাট করার জন্য।**

এই দৃশ্য শুধু যাত্রাপুরেই দেখা যায়।
যেখানে সপ্তাহে ২ দিন—শনিবার আর মঙ্গলবার—
নদী হয়ে ওঠে জীবনের রাস্তা।

শত শত নৌকা, হাজারো মানুষ,
হাঁটুজল, বালুর চর, আর দিনের শেষে ফিরে যাওয়া…

এটাই আমাদের গ্রামবাংলার বাস্তবতা।
এটাই আমাদের সংগ্রামী জীবন।

**REX ভাইপ-এর ক্যামেরায় তুলে ধরা—ব্রহ্মপুত্রের জীবন।**

াইপ #ব্রহ্মপুত্রনদী #নৌকারসারি #যাত্রাপুরহাট #নৌযাত্রা #গ্রামবাংলা #জীবনসংগ্রাম #বাংলাদেশ

16/05/2025

আজকের যাত্রা ছিল অসাধারণ!
যাত্রাপুর থেকে বাসায় ফিরছিলাম নৌকা দিয়ে।
ব্রহ্মপুত্র নদে ছিল এক অন্যরকম দৃশ্য—দুইটা নৌকা পাশাপাশি ছুটে চলেছে, যেন সময়ের সাথে পাল্লা!
এই মুহূর্তগুলো ধরে রাখলাম ক্যামেরায়—নিজ চোখে দেখা বাংলাদেশের প্রকৃতি, সৌন্দর্য, এবং হৃদয়ের টান।
এই ভিডিওতে শুধু নদী না, আছে মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত, গ্রামবাংলার প্রাণ, আর প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসা।

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো।
তোমাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা! #নৌকারপাল্লা #ব্রহ্মপুত্রনদী #গ্রামবাংলা #বাংলারপ্রকৃতি #যাত্রাপুর #বাংলাদেশভ্রমণ
#নৌকাভ্রমণ #রিভারলাইফ

14/05/2025

গতকাল বিকালে গিয়েছিলাম লালমনিরহাট জেলার এক ঐতিহাসিক পুকুরে — যার নাম সিন্দুরমতি।
এই পুকুর শুধু পানি আর পাড় নয়, এটা যেন একটি ইতিহাসের স্মৃতিস্তম্ভ। পাশে রয়েছে একটি মন্দির, আর চারদিকে ছড়ানো গ্রামবাংলার অনন্য সৌন্দর্য।

এই পুকুর ঘিরে বহু ইতিহাস, বিশ্বাস ও স্থানীয় জনশ্রুতি রয়েছে।
এমন মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি সেই ইতিহাসের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে।
ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর জানিয়ে দিন কেমন লাগলো।

ভিডিওটি ভালো লাগলে—
Follow/Subscribe করুন: REX Vibes
Like দিন, Comment করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন! #লালমনিরহাট #গ্রামবাংলা #বাংলারঐতিহ্য #পুকুর #বাংলারইতিহাস #বাংলাVlog #রেক্সভাই #মন্দির #গ্রামেরভিডিও

08/05/2025

উজানে ফেরা মানেই শুধু নৌকার টান নয়, মনে পড়া ফেলে আসা দিনের গন্ধ…

আজ সন্ধ্যায় যাত্রাপুর হাট শেষে বাড়ি ফেরার পথে, ব্রহ্মপুত্র নদীর উজানে নৌকা ভেসে চলে গেছে। নরম হাওয়া, পানির ধ্বনি আর শেষ আলোটা—সব মিলে যেন এক শান্তির কবিতা।

কে বলেছে গ্রাম মানেই পিছিয়ে? নদীর বুকেই তো শহরের সব ক্লান্তির ওষুধ লুকানো থাকে।

> Let this video take you on a peaceful ride — upstream, with the wind, through heartbeats of rural Bangladesh.

---

Hashtags:

#উজানে_ফেরা #নদীর_ডাক #যাত্রাপুর #গ্রামেরজীবন

07/05/2025

নৌকার বুকে ভাসছে জীবন—গন্তব্য যাত্রাপুর হাট।
নদী পার হয়ে হাটে যাওয়া—এটাই গ্রামবাংলার আসল জীবন।
ভোরের রোদে, ঢেউয়ের তালে তালে ভাসছে নৌকা, আর তার বুকেই বাজারের ব্যস্ততা।
এই গল্প শুধু পণ্য কেনাবেচার নয়, এটা জীবনযাত্রার, মানুষের বাঁচার গল্প।

REX Vibes এর চোখে দেখুন ব্রহ্মপুত্রের বুক দিয়ে হাটে যাওয়ার এক বাস্তব যাত্রা।
এটাই রিয়েল ভিলেজ ভাইবস।

ভিডিও দেখুন, শেয়ার করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না!

#যাত্রাপুরহাট #ব্রহ্মপুত্রজীবন #নদীপথে_হাট াই

Nothing is impossible😎
15/03/2024

Nothing is impossible😎

সত্যিকারের বন্ধুত্বকে আলাদা করতে পারে এমন কিছুই এই পৃথিবীতে এখনও তৈরি হয়নি।REX
28/02/2024

সত্যিকারের বন্ধুত্বকে আলাদা করতে পারে এমন কিছুই এই পৃথিবীতে এখনও তৈরি হয়নি।REX

Address

The Ralakata, Jatrapur, Kurigram
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rex Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category