27/05/2025
“বাংলাদেশের একটি জেলা, যেখানে প্রতিবার বন্যার পর সরকার চলে যায়, কিন্তু কষ্ট থেকে যায়...
চর ব্রহ্মপুত্রের এই কান্না আপনি দেখেছেন?”
কুড়িগ্রামের চরজীবনের ভয়াবহ বাস্তবতা নিয়ে ৫ মিনিটের একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।
এই ভিডিও শেয়ার করুন। কুড়িগ্রামের কান্না যেন আর না চাপা পড়ে।”
— ভিডিওটি তৈরি করেছে REX Vlog | বাস্তবতা তুলে ধরাই আমাদের দায়িত্ব।
এই ভিডিওটা দেখে আপনি যদি শুধু কষ্ট পান, তাহলে কিছুই বদলাবে না। শেয়ার করুন—যাতে কেউ দেখে, কেউ শোনে, কেউ কিছু করে। কুড়িগ্রামের মানুষ প্রতিবছর তিনবার পর্যন্ত বন্যায় সব হারায়। ঘর, জমি, স্কুল, ভবিষ্যৎ—সব। এবার শুধু চোখ ভেজাবেন না, আওয়াজ তুলুন।
#কুড়িগ্রাম #বন্যা #নদীভাঙন #বাংলাদেশ #ভাঙননয়জীবন #জলেভাসা