shahin srk

shahin srk ❤️আল্লাহর বান্দা ❤️ শাহীন ❤️

18/08/2025
17/08/2025

সুন্দর একটি গজল

আবদুল্লাহ্ ইবনু মাসলামা (রহঃ) ... রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলা...
16/08/2025

আবদুল্লাহ্ ইবনু মাসলামা (রহঃ) ... রিফা’আ ইবনু রাফি’ যুরাকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করলাম। তিনি যখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বললেন, তখন পিছন থেকে এক সাহাবী رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ বললেন। সালাত শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, কে এরূপ বলেছিল? সে সাহাবী বললেন, আমি। তখন তিনি বললেনঃ আমি দেখলাম ত্রিশ জনের বেশী ফিরিশতা এর সাওয়াব কে আগে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। সহীহ বুখারী হাদিস ৭৬৩

17/07/2025

খুব ভালো করে গুনাহ মাফের ১১ টি উপায় শোনেন.. এবং সেগুলো পরিহার করার চেষ্টা করেন

09/05/2024

কত সুন্দর নাশিদ শুধু শুনতেই মন চায়

শায়খুল হাদিস মাওলানা মামুনুল হককে বরণ করে নিতে প্রস্তুত জামিয়া রাহমানিয়া আজিজিয়া। বিছানো হয়েছে লালগালিচা ❣️
04/05/2024

শায়খুল হাদিস মাওলানা মামুনুল হককে বরণ করে নিতে প্রস্তুত জামিয়া রাহমানিয়া আজিজিয়া। বিছানো হয়েছে লালগালিচা ❣️

04/05/2024

যাদের মধ্যে নেতৃত্বের দূর্বলতা/ভয় আছে, তারা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
নিজের নিরাপত্তার আগে যখন অন্যের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে না পারবো, ইসলামের নেতৃত্বে তার কোনো বৈধতা নেই।
আপনারা যারা হেকমত অবলম্বন করতে চান, করতে পারেন সমস্যা নেই। আপনি খানকাহী মেহনত করুন, আমরা মুরিদ হবো।
- সুধী সমাবেশে আল্লামা মা মুনুল হক

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ-----------------------------------------------------১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!২...
04/05/2024

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
-----------------------------------------------------
১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!

সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
-----------------------------------------------------
১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।

আল্লাহ আমাদের সবাইকে এগুলো মেনে চলার তওফিক দান করুক৷ আমীন।

Address

Rangpur
5430

Website

Alerts

Be the first to know and let us send you an email when shahin srk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share