
18/03/2025
আমরা অনেকে বদর যুদ্ধকে গুরুত্ব দিইনা, দুঃখজনক। অনেকে হাজার হাজার সৈন্যদের লড়াই শুনে শুনে বদর যুদ্ধকেই ছোটযুদ্ধ মনে করে। তারা এই যুদ্ধে মুসলিমদের জয় যে অলৌকিকভাবে হয়েছিলো তাও বুঝে না।
বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবী যুদ্ধে অংশ নিয়েছিলেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে য তাদের অনেকে যুদ্ধও ঠিক করে জানতেননা, অনেকে প্রথম যুদ্ধে অংশ নিয়েছিলেন, হাতেগোনা কয়েকজন শুধু দক্ষ যোদ্ধা ছিলেন। অপরদিকে কুরাইশদের ১০০০ জনই দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন যোদ্ধা ছিলো। তাও আল্লাহর রহমতে সেদিন মুসলিমরাই নিরঙ্কুসভাবে বিজয়ী হয়েছিলো, সুবহানাল্লাহ 💛💛💛