
22/03/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ!
আপনারা জেনে খুশি হবেন যে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ক্বারী মুসলিম উদ্দিন রহ.তাহফিযুল কুরআন মাদ্রাসা কর্তৃপক্ষ পবিত্র মাহে রমাদানে আল্লাহ তায়া'লার দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে [৫জন মেধাবী এতিম এবং অসহায় ছাত্রের পড়াশুনার দায়িত্ব নেয়ার উদ্যোগ নিয়েছে] এ বিষয়ে নিম্নে কিছু শর্ত দেয়া হলোঃ
১| অবশ্যই মেধাবী হতে হবে এবং পড়াশোনা করার জন্য প্রবল আগ্রহী হতে হবে।
২| এতিম/গরিব অসহায় হতে হবে (যার পড়াশুনা চালানোর স্বচ্ছলতা নেই)
৩| অবশ্যই শান্ত সুশৃংখল ব্যবহারের অধিকারী হতে হবে (যেনো মাদরাসার নীতিমালা এবং উস্তাদের আদেশ/নিষেধ মান্য করে চলে)
অতএব,আপনার পরিবারের/পরিচিত কেউ আগ্রহী থাকলে আজই যোগাযোগ করুন..
-হাফেজ মাওলানা মুফতি মোঃ গোলাম আজম
পরিচালক, ক্বারী মুসলিম উদ্দিন রহঃ তাহফিজুল কুরআন মাদ্রাসা পুরাতন সেটেলমেন্ট অফিস (ডিসি অফিস সংলগ্ন) গাইবান্ধা সদর
মোবাইলঃ ০১৭৬৫-৯৫৫৮২২
এছাড়াও অত্র মাদ্রাসায় ২০২৫ ইং শিক্ষাবর্ষে...
- আদর্শ নূরানী বিভাগ
- নাজেরা বিভাগ
- হিফ্জুল কুরআন বিভাগ
- হিফ্জ রিভিশন বিভাগ
- কুরআন প্রতিযোগিতা বিভাগে
সীমিত আসনে ভর্তি চলছে!