Mazed Holy Tv

Mazed Holy Tv It's my official page.

মুসলিম দের শক্তি পরীক্ষা।
07/04/2025

মুসলিম দের শক্তি পরীক্ষা।

16/11/2024

আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই আগের মত নিয়মিত ভিডিও আপলোড করা হবে ইসলাম প্রসারের জন্য।

13/10/2024

اللهم صلى وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا إلى يوم الدين يارب العالمين اشفي امي لا يغادر سقما اللهم امين يارب احفظ لي ولديه واولادي يارب العالمين أمنه الله ادعولي ان ينصرني

হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) এবং তাঁর সমস্ত পরিবার এবং সাহাবীদের উপর আপনার বরকত ও শান্তি বর্ষিত হোক এবং হে বিশ্বজগতের প্রভু, আমার মাকে কোন অসুস্থতা ছাড়াই সুস্থ করুন , হে প্রভু, আমাকে এবং তার সন্তানদের রক্ষা করুন, হে বিশ্বজগতের প্রভু, আমাকে বিজয়ী করার জন্য প্রার্থনা করুন।

আসুন সবাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই।আস-সুন্নাহ ফাউন্ডেশন পেমেন্ট করি।As sunnah Foundation Mazed Holy Tv
22/08/2024

আসুন সবাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই।
আস-সুন্নাহ ফাউন্ডেশন পেমেন্ট করি।
As sunnah Foundation

Mazed Holy Tv

31/12/2023

যদি নতুন বছরের প্রথম রাতটা জেগে থাকতেই হয় ...

একটি রাত আসছে। আলোকিত আঁধারের রাত। এ রাতে শহরগুলো নিজেদের সাজিয়ে নেয় বুনো আনন্দের প্রস্তুতিতে। ঘোরলাগা উন্মত্ত উচ্ছ্বাসে মেতে ওঠে লক্ষ কোটি রাতজাগা নেশাতুর চোখের মালিকেরা।

এ রাতে কিছু সস্তা সুখে ডুবে ‘নতুন বছরকে অভ্যর্থনা’ জানানো হয়। আনন্দ-সুখের মোড়কের আদতে মানবজাতির প্রকাশ্য শত্রুর পদাঙ্ক অনুসরণ করা হয়। এ রাতে মদ-মাংস-মাৎসর্য্যের মোহে নষ্ট হয় অসংখ্য প্রাণ, অসংখ্য যুবক-যুবতী, মানব-মানবী। এরা আমাদেরই সন্তান, আমাদের ভাইবোন, আমাদের পরিবার। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে তারা এ রাত জাগবে। আনন্দ খুঁজে বেড়াবে শহরের কোনে কোনে। পরদিন ঢুলুঢুলু চোখে ঘরে ফিরবে। আদিমতম শত্রু, বিতাড়িত শয়তান হয়তো আমাদের এই আদিম-উল্লাসে মুচকি হাসবে...!

আমাদের পবিত্র পূর্বসুরীরাও রাত জাগতেন। তাঁদের জীবনেও আমরা খুঁজে পাই রাত জাগার দৃষ্টান্ত। তবে সেই রাত জাগা কোন পার্থিব সুখের মোহে না। শারীরিক সস্তা তৃপ্তির জন্যে না। পাশবিক উল্লাসে মেতে ওঠার জন্য এই রাত জাগা না। এই রাত জাগা শুধুমাত্র ‘একজনের জন্য’। তাঁর নৈকট্য অর্জনের জন্য। শুধুই তাঁর সন্তুষ্টির জন্য। এই রাত জাগা নির্জনে প্রভুর সামনে নিজেকে নিবেদনের জন্য। শীতের রাতে সবাই যখন ঘুমিয়ে, এই রাত জাগা তখন মহিমান্বিত আল্লাহর সামনে সিজদাহবনত হবার জন্য।

পাশ্চাত্যের অনুকরণে আমরা অনেকেই হয়তো অনেক নির্ঘুম রাত কাটিয়েছি আদিম উল্লাসে। আমরা অথবা আমাদের চেনাজানা অনেকেই হয়তো এভাবেই আরেকটি রাত কাটাতে যাচ্ছেন। কিন্তু এমনো কিছু মানুষ আছেন, যাঁরা পবিত্র পূর্বসূরিদের অনুকরণে এ রাতকে জীবন্ত রাখবেন।

দুটো দলই জেগে থাকবে। কেউ সাময়িক উত্তেজনার মোহে, আর কেউ অপার্থিব প্রশান্তির খোঁজে। কেউ রাত কাটাবে থার্টি ফার্স্টের পার্টিতে আর কেউ তাহাজ্জুদের নামাযে, জায়নামাযে। এক দল পরকালকে ধ্বংস করবে, আরেক দল নিজেদের পরকালকে সাজিয়ে নেবে।

আমরা প্রিয় ভাইয়েরা বোনেরা!
আসুন না – ময়লা-আবর্জন-পঙ্কিলতা ছেড়ে, অন্ধ অনুকরণ আর স্রোতে গা ভাসানো থেকে বের হয়ে আসি আমরা। শয়তানের পদাঙ্কের বদলে অনুসরণ করি শ্রেষ্ঠ প্রজন্মের। চলুন! নতুন বছরের প্রথম রাতটা জেগে কাটাই আসমান ও যমীনের একমাত্র অধিপতি মহান আল্লাহ জাল্লা শানুহুর স্মরণে।

ইয়া রব ....
তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও।

সোর্স: সংগৃহীত

19/12/2023

আপনি যদি বিশ্বজগতের মালিক মহান আল্লাহ তায়ালার উপর আপনার আস্থা রাখেন, তবে তিনি আপনাকে অন্য দিকে পাঠাবেন যা আপনার জন্য নয়। আপনার পরিকল্পনাগুলি কার্যকর নাও হতে পারে তবে তাঁকে বিশ্বাস করুন কারণ তাঁর পরিকল্পনাগুলি সর্বোত্তম৷

13/10/2023

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনিই উত্তম ফয়সালাকারী।

13/10/2023

রাসূলুল্লাহ (সা) বলেন,
“পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ
সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে
আল্লাহ অসন্তুষ্ট।”
– [তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]

ইসলামের জয় অতি নিকটে। ইনশাআল্লাহ।জয় ইসলামের হবেই হবে। আল্লাহ ভরসা।আল্লাহ শক্তিমান।
09/10/2023

ইসলামের জয় অতি নিকটে। ইনশাআল্লাহ।
জয় ইসলামের হবেই হবে।
আল্লাহ ভরসা।
আল্লাহ শক্তিমান।

08/10/2023

দৃষ্টি আকর্ষণ করছি:
যখন ইসরাইল নিরপরাধ ফিলিস্তিনি দের নিরীহ ভাবে হত্যা করে তখন পশ্চিমারা নাকে তেল দিয়ে ঘুমায়। তখন তারা কোন অপরাধ করে না।
ফিলিস্তিনিদের মুক্তির অগ্রদূত হামাস আক্রমণ করলে সেটা সন্ত্রাসী।

আল্লাহ তুমি নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদের হেফাজত কর।
আমিন।

16/09/2023

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।
-আল হাদিস

29/08/2023

ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না, সাগর চিরে পথ তৈরি হবে!

গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!

ইব্রাহীম (আঃ) জানতেন না যে, প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাঁকে হত্যা করতে পারবে না।

আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাঁদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন,,,আমীন।

Address

Rangpur

Telephone

+8801617629617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mazed Holy Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mazed Holy Tv:

Share