CPHD Rangpur BRANC

CPHD Rangpur BRANC সঠিক মানের পণ্য, ন্যায্য মূল্যে আপনাদ?

আসসালামু আলাইকুম ।।।বহুল প্রত্যাশিত নতুন ৭টি জনপ্রিয় ও নিত্য ব্যবহার্য পণ্য শিঘ্রই পৌছে যাচ্ছে আপনাদের কাছে ।---সিপিএইচড...
20/09/2021

আসসালামু আলাইকুম ।।।
বহুল প্রত্যাশিত নতুন ৭টি জনপ্রিয় ও নিত্য ব্যবহার্য পণ্য শিঘ্রই পৌছে যাচ্ছে আপনাদের কাছে ।
---
সিপিএইচডি গ্রুপ এর সম্মানিত সকল ডিষ্ট্রিবিউটর, হেড অব সেলস, ডিপো অপারেটর এবং সর্বপোরী সিপিএইচডি এর সকল প্রকার পণ্যের ক্রেতা ও ব্যবহারকারীদের জন্য সুখবর।
আপনাদের বহু দিনের প্রত্যাশিত নতুন ৭টি জনপ্রিয় ও নিত্য ব্যবহার্য পণ্যের উৎপাদন শুরু হয়ে গেছে এবং শিঘ্রই পৌছে দেওয়া হবে আপনাদের কাছে। যে ভাবে এবং যেসব পন্য আপনারা চেয়েছিলেন, সেগুলোই প্রস্তত হচ্ছে।
পণ্য সমুহ নিম্নরুপ : -
১। ডিটারজেন্ট পাউডার
২। ডিশওয়াশ বার
৩। বিউটি সোপ
৪। শ্যাম্পু (মিনি প্যাক)
৫। টুথপেষ্ট
৬। হ্যান্ডওয়াশ রিফিল প্যাক
৭। নতুন শক্তিশালী টয়লেট ক্লিনার

নিজের ও দেশের গন-মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দুরীকরণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের এই মহান ও সব চাইতে বেশী প্রয়োজনীয় মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিপিএইচডি গ্রুপ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ডক্টর সায়েম আমীর ফয়সল (খাজা মেঝো চাচাজান) মুজাদ্দেদী ছাহেবের এই অক্লান্ত প্রচেষ্টা ও মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে জাকের পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যাীয় এবং সিপিএইচডি গ্রুপের সকল ডিষ্ট্রিবিউটরের ঐকান্তি সহযোগীতা একান্ত কাম্য।
---
নতুন পণ্য সমূহ "আগে রি-অর্ডার করলে আগে পাবেন" ভিত্তিতে বরাদ্ধ দেয়া শুরু হয়ে গেছে। ইতিপূর্বে যারা রি-অর্ডারের টাকা জমা করে রেখেছেন তাদের পণ্য সমূহ অগ্রাধীকার ভিত্তিতে পৌছে দেয়া হবে। একই সাথে নতুন পণ্যের পাশাপাশি ইতিমধ্যে বিদ্যমান পুরাতন সকল পণ্যের জন্য রি-অর্ডার অব্যহত রাখার জন্য সকল ডিষ্ট্রিবিউটরদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
---
কনজুমার প্রোডাক্টসের ব্যাংক ডিটেইল :
CPHD CONSUMER AND HOUSEHOLD PRODUCTS LTD.
DUTCH BANGLA BANK, GULSHAN BRANCH
ACCOUNT NUMBER : 116-110-0027514
---
কনজুমার প্রোডাক্টস এর ফেসবুক পেইজে নিয়মিত আপডেট পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন।।
https://www.facebook.com/cphd.consumer

দশমু্ল সিরাপ--৪৫০ মি.লিআমাদের দেশ নিম্ন অয়ের দেশ, আমরা যে পরিমান পরিশ্রম করে থাকি সে তুলনায় আমাদের পুষ্টি কর খাবার পাইনা...
17/03/2021

দশমু্ল সিরাপ--৪৫০ মি.লি
আমাদের দেশ নিম্ন অয়ের দেশ, আমরা যে পরিমান পরিশ্রম করে থাকি সে তুলনায় আমাদের পুষ্টি কর খাবার পাইনা আর যা খাই তা সাধারনত পুষ্টি ও মানে সঠিক পাইনা।যার ফলে যৌবনে পদার্পন করার আগেই আমদের বার্ধক্য চলে আসে ।আবার অনেক মা আছে সন্তান প্রসব করার পরে অপুষ্টিতে ভুগে।তােই যে সকল নারী/পুরুষ এর শারিরীক দুর্বলতা, অরুচি ভাব, ভিটামিন এর অভাব, সহ নানান সমস্যায় ভুগছেন তাদের জন্য রয়েছে আমাদের সিপিএইচডি আয়ুর্বেদিক এর প্রকৃতিক উপাদান এ তৈরী সম্পুর্ন পার্শ্বপ্রতিকৃয়া মুক্ত দশমুল সিরাফ। যা মাল্টিভিটামিন এ র কাজ করবে।
পন্যটি পেতে/অথবা যে কোন ধরনের স্বাস্থবিষয়ক পরামর্শের জন্য Inbox করুন

আচ্ছালামু-আলাইকুম।শ্বাসকফ/ShashCof---100mlAsthma এমন একটি সমস্যা যা কিনা নির্মূল করা খুবেই কঠিন। তবে কিছু কিছূ ঔষুধ শেবন...
17/03/2021

আচ্ছালামু-আলাইকুম।
শ্বাসকফ/ShashCof---100ml
Asthma এমন একটি সমস্যা যা কিনা নির্মূল করা খুবেই কঠিন। তবে
কিছু কিছূ ঔষুধ শেবন করলে এর লক্ষন গুলি নিয়ন্ত্রনে রাখা যায়।যেমন অতিরিক্ত শ্লেষ্মা, অতিক্তি কাশি, শ্বাসকষ্ট, সহ, সকল সমস্যা গুলি নিয়ন্ত্রন করতে সাহায্য করে।

Bronchitis হল ব্রঙ্কিয়ল আস্তরণের পদাহ, যা ফুসফুসে বাতাস বহন করে। যদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে তারা প্রয়াই ঘন কাশি, শ্লেষ্ম কাশি হতে পারে।

তাই , Asthma, Bronchitis সমস্যার সমাধান এর জন্য আমি আপনাদের জন্য এমন এক ঔষধ এর কথা বলব যা কিনা ম্যাজিকের মত আপনার,,Asthma, Bronchitis এর লক্ষন গুলিকে নির্মুল করে আপনাকে দিবে প্রশান্তি।
ঔষধ পেতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা ০১৭০১৬৪৮১৯১।

শীতমানেই ঠান্ডা শর্দি কাঁশি লেগেই থাকবে।তাই তো আপনাদের সামনে হাজির হয়েছে শর্দি, কাশি, হাঁপানি, শ্বাষকষ্ট এবং বুকে জমাট ব...
17/03/2021

শীতমানেই ঠান্ডা শর্দি কাঁশি লেগেই থাকবে।তাই তো আপনাদের সামনে হাজির হয়েছে শর্দি, কাশি, হাঁপানি, শ্বাষকষ্ট এবং বুকে জমাট বাঁধা কফ, শুষ্ক কাঁশি, শ্বাস জনিত সমস্যা, ধুমপান জনিত সমস্য, স্বরভঙ্গ সহ, ফুসফুসের সকল ধরনের রোগের জন্য মহা ঔষধ।
সিজিকফ/CzyCof=100 ml syrup

ম্যানুঃ লাইঃ নং: আয়ু-১২৩
ডি.এ.আর. নং.আয়ু-০২-এ-০১২
প্রস্তুতকারকঃ
সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ

পন্যটি পেতে/অথবা যে কোন ধরনের স্বাস্থবিষয়ক পরামর্শের জন্য Inbox করুন।

সাদাস্রাব কি?পানির মতো তরল পিচ্ছিল স্বচ্ছ সাদা পদার্থ যা মেয়েদের যোনিপথ দিয়ে বের হয়ে আসে। এটা জরায়ু ও যোনিপথের সাধারণ নি...
08/03/2021

সাদাস্রাব কি?
পানির মতো তরল পিচ্ছিল স্বচ্ছ সাদা পদার্থ যা মেয়েদের যোনিপথ দিয়ে বের হয়ে আসে। এটা জরায়ু ও যোনিপথের সাধারণ নিঃসরণ যাতে মরা কোষ ও কিছু ব্যাকটেরিয়া থাকে। এটি এক ধরনের অম্ল (অপরফরপ) নিঃসরণ।
স্বাভাবিক সাদাস্রাব:
যে কোনো সুস্থ্য নারীর শরীর থেকে এ ধরনের নিঃসরণ খুবই স্বাভাবিক এবং প্রয়োজনীয়। যোনিপথ নারীদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ,
(১) এটি একটি যৌন অঙ্গ, সহবাসে এটি সরাসরি ব্যবহৃত হয়।
(২) এটি একটি প্রজনন অঙ্গ, এই পথে বাচ্চা ভূমিষ্ঠ হয়।
(৩) এই নলাকার অঙ্গের মাধ্যমে পেটগহবরের সাথে বাইরের সরাসরি যোগাযোগ আছে।
তাই যোনিপথের সংক্রমণের ঝুঁকি বেশি এবং তা পেটগহবরে ছড়িয়ে গিয়ে জীবনের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। স্বাভাবিক সাদাস্রাব এই অঙ্গের সুস্থতা বজায় রাখতে, একে কর্মক্ষম রাখতে ও পেটগহবরের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাদাস্রাবের পরিমাণ নারীর জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। বিশেষ কিছু সময়ে যেমন, যৌন ভাবনা বা উত্তেজনার সময়, ডিম্ব প্রস্ফুটনের সময় (ঋতুচক্রের মাঝামাঝি সময়), মাসিকের আগে ও পরে, গর্ভকালীন সময় ও সদ্য ভূমিষ্ঠ মেয়ে শিশুর ক্ষেত্রে একটু বেশি নিঃসরণ এতটাই স্বাভাবিক যে এটা আপনার যৌন ও প্রজনন স্বাস্থ্যের সুস্থতাকেই ইঙ্গিত করে। তবে এই নিঃসরণের স্বাভাবিক মান বজায় রাখা জরুরি, নতুবা তা অস্বাভাবিক সাদাস্রাবে রূপান্তরিত হতে পারে।
অস্বাভাবিক সাদাস্রাব :
যে স্রাব নিঃসরণে অস্বসিত্ম বোধ হয় যেমন;
১. বেশি পরিমাণ নিঃসরণ যাতে পরনের কাপড়, পেটিকোট, পাজামা বা প্যান্টি বেশি ভিজে যায়।
২. নিঃসরণের সাথে যোনিপথ ও আশেপাশের অংশ চুলকায়।
৩. নিঃসরণের সাথে দুর্গন্ধ বের হয়।
৪. নিঃসরণ স্বচ্ছ সাদা, তরল ও পিচ্ছিলের পরিবর্তে বাদামী, সবুজ, হলুদ বা ঘন সাদা থকথকে হয়।
৫. ফেনাসাদা বা চাল ধোয়া পানির মতো তরল পদার্থ বের হয়।

#সাদা স্রাব নিয়ে কিছু জানার থাকলে ইনবক্সে বলতে পারেন, এর সমাধানে সাহায্য করার চেস্টা করবো, মেসেজ দিতে পারেন।

WhatsApp / 01701648191
অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

সিপিএইচডি গ্রুপ অব কোম্পানিজ লিঃ রংপুর ব্রাঞ্চের আওতায় উপজেলা পর্যায়ে সেলস অফিসার ( So)  পদে চাকুরী প্রত্যাশী আবেদনকারী...
07/03/2021

সিপিএইচডি গ্রুপ অব কোম্পানিজ লিঃ রংপুর ব্রাঞ্চের আওতায় উপজেলা পর্যায়ে সেলস অফিসার ( So) পদে চাকুরী প্রত্যাশী আবেদনকারী প্রার্থীদের ভাইভা আজ রংপুর শাপলা চত্বর সিপিএইচডি অফিসে অনুষ্ঠিত হয়।
ভাইভায় বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে আগামী সপ্তাহে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

"বেকারত্ব দূরিকরণ ও ব্যপক কর্মসংস্থান সৃষ্টিতে সিপিএইচডি গ্রুপ বদ্ধপরিকর "

যেনারা দুশ্চিন্তা বা হতাশায় ভূগছেন। শারিরীক দুর্বলতা রয়েছে। আপনাদের জন্য সিপিএইচডি গ্রুপ অব কোম্পানিজ নিয়ে এলো দেশীয় আয়ু...
28/02/2021

যেনারা দুশ্চিন্তা বা হতাশায় ভূগছেন। শারিরীক দুর্বলতা রয়েছে। আপনাদের জন্য সিপিএইচডি গ্রুপ অব কোম্পানিজ নিয়ে এলো দেশীয় আয়ুর্বেদিক ঔষধ।

ভয় নেই আর তার সমাধান আমাদের কাছেই।
কোন প্রকার পার্শ্বপ্রতিক্রীয়া নেই। ঔষধ সেবনের পরে মাথা ঝিমানু বা অলসতা,ঘুম ঘুম এ ধরনের প্রতিক্রীয়া থাকবে না। আয়ুর্বেদিক ঔষধ সেবনে আপনারা আপনাদের সেই হারিয়ে যাওয়া শক্তি পূনরায় ফিরে পাবেন।
সেই ৫ হাজার বছরের পুরনো ঔষধ সেবন করুন নিজের শরীর সাস্থকে সুস্থ রাখুন।

যোগাযোগঃ-
০১৭০১৬৪৮১৯১
WhatsApp / ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

নিয়োগ বিজ্ঞপ্তি।।      নিয়োগ বিজ্ঞপ্তি।।সিপিএইচডি গ্রুপ অব কোম্পানি রংপুর জোন এ সিপিএইচডি আয়ুর্বেদিক লি: ও সিপিএইচডি কনজ...
31/01/2021

নিয়োগ বিজ্ঞপ্তি।। নিয়োগ বিজ্ঞপ্তি।।

সিপিএইচডি গ্রুপ অব কোম্পানি রংপুর জোন এ সিপিএইচডি আয়ুর্বেদিক লি: ও সিপিএইচডি কনজুমার এ্যান্ড হাউজহোল্ড প্রোডাক্ট লি: এর সকল পণ্য ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণ এবং রংপুর জেলায় সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণের জন্য নিম্নবর্ণিত পদে সৎ,উদ্যমী,পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন সেলস এক্সপার্ট ( অবিজ্ঞ/অনবিজ্ঞ) ছেলে ও মেয়ে নিয়োগ করা হবে।
নিচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম, যোগ্যতা ও বয়স অনুযায়ী যোগাযোগ করবেন।

আসসালামু আলাইকুম। CPHD Rangpur BRANC পেইজে  আপনাদের আন্তরিক  শুভেচ্ছা ও অভিনন্দন। এই পেইজ এ আপনারা সিপিএইচডি রংপুর জোন এ...
30/01/2021

আসসালামু আলাইকুম।
CPHD Rangpur BRANC পেইজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পেইজ এ আপনারা সিপিএইচডি রংপুর জোন এর সকল তথ্য পাবেন। এবং সিপিএইচডি রংপুর জোন এর বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন।
এবং তার পাশাপাশি সিপিএইচডি রংপুর জোন এর প্রত্যেকটি সদস্য সর্বদা আপনাদের পাশেই আছি। ধন্যবাদ সকলকেই।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when CPHD Rangpur BRANC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CPHD Rangpur BRANC:

Share