
20/09/2021
আসসালামু আলাইকুম ।।।
বহুল প্রত্যাশিত নতুন ৭টি জনপ্রিয় ও নিত্য ব্যবহার্য পণ্য শিঘ্রই পৌছে যাচ্ছে আপনাদের কাছে ।
---
সিপিএইচডি গ্রুপ এর সম্মানিত সকল ডিষ্ট্রিবিউটর, হেড অব সেলস, ডিপো অপারেটর এবং সর্বপোরী সিপিএইচডি এর সকল প্রকার পণ্যের ক্রেতা ও ব্যবহারকারীদের জন্য সুখবর।
আপনাদের বহু দিনের প্রত্যাশিত নতুন ৭টি জনপ্রিয় ও নিত্য ব্যবহার্য পণ্যের উৎপাদন শুরু হয়ে গেছে এবং শিঘ্রই পৌছে দেওয়া হবে আপনাদের কাছে। যে ভাবে এবং যেসব পন্য আপনারা চেয়েছিলেন, সেগুলোই প্রস্তত হচ্ছে।
পণ্য সমুহ নিম্নরুপ : -
১। ডিটারজেন্ট পাউডার
২। ডিশওয়াশ বার
৩। বিউটি সোপ
৪। শ্যাম্পু (মিনি প্যাক)
৫। টুথপেষ্ট
৬। হ্যান্ডওয়াশ রিফিল প্যাক
৭। নতুন শক্তিশালী টয়লেট ক্লিনার
নিজের ও দেশের গন-মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দুরীকরণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের এই মহান ও সব চাইতে বেশী প্রয়োজনীয় মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিপিএইচডি গ্রুপ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ডক্টর সায়েম আমীর ফয়সল (খাজা মেঝো চাচাজান) মুজাদ্দেদী ছাহেবের এই অক্লান্ত প্রচেষ্টা ও মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে জাকের পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যাীয় এবং সিপিএইচডি গ্রুপের সকল ডিষ্ট্রিবিউটরের ঐকান্তি সহযোগীতা একান্ত কাম্য।
---
নতুন পণ্য সমূহ "আগে রি-অর্ডার করলে আগে পাবেন" ভিত্তিতে বরাদ্ধ দেয়া শুরু হয়ে গেছে। ইতিপূর্বে যারা রি-অর্ডারের টাকা জমা করে রেখেছেন তাদের পণ্য সমূহ অগ্রাধীকার ভিত্তিতে পৌছে দেয়া হবে। একই সাথে নতুন পণ্যের পাশাপাশি ইতিমধ্যে বিদ্যমান পুরাতন সকল পণ্যের জন্য রি-অর্ডার অব্যহত রাখার জন্য সকল ডিষ্ট্রিবিউটরদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
---
কনজুমার প্রোডাক্টসের ব্যাংক ডিটেইল :
CPHD CONSUMER AND HOUSEHOLD PRODUCTS LTD.
DUTCH BANGLA BANK, GULSHAN BRANCH
ACCOUNT NUMBER : 116-110-0027514
---
কনজুমার প্রোডাক্টস এর ফেসবুক পেইজে নিয়মিত আপডেট পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন।।
https://www.facebook.com/cphd.consumer