Md Rafiq Shah

Md Rafiq Shah সকল প্রকারের মানবিক কাজের পেজ

�এই মানবিক কাজগুলোর পিছনে আমাকে আমার পরিবার এবং সমাজের মানুষ আমাকে অতন্ত্য সহযোগিতা করেছেন যার ফলশ্রুতিতে আজ এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম।


বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
ফেসবুক আইডি লিংকঃ- মোঃরফিক শাহ্
যোগাযোগ নাম্বারঃ০১৩১৭১১২০০২
ইমেল নংঃmdrafiqshah263@gmail

আমাদের মানবিক পরিবারের ফেসবুক গ্রুপের লিংক সমূহঃ-
★★ অসহায়ত্বের সহায়ক ★★★★
https://facebook.com/groups/793978874713163/

★★ কিশোর

গঞ্জ উপজেলা (Blood Bank®)★★★★
https://facebook.com/groups/212846453810498/

★★ শিক্ষিত বেকার জীবন ★★★★
https://facebook.com/groups/785105635478281/

15/10/2025

রাজনীতি কর, বেয়াদবি নয়।নেতা হও, সন্ত্রাস নয়।
সেবক হও জুলুমবাজ নয়।ত্যাগী হও, স্বার্থপর নয়।
তাহলে একদিন কাঙ্ক্ষিত
লক্ষ্যে পৌঁছাতে পারবে।।

12/10/2025

বাঙ্গালীদের দু’টো রোগঃ
১। ব্যর্থদেরকে নিয়ে মজা করা।
২। সফলদেরকে হিংসা করা।

29/09/2025

জনপ্রিয়তা-অতি পরিচিতি খুব খারাপ জিনিস। কেউ যদি ক্যারিয়ারে পরিশ্রম করেও কম সময়ে সেটা পায় তবে তার যে কোন অস্থিতিশীল সময় শত্রুদের পাশাপাশি তারই সহকর্মী-সহযোদ্ধা পিছন থেকে পেট্রোল ঢালে।

13/09/2025

রাজনীতি মানুষের সেবার জন্য।
ব্যবসার জন্য নয়।

03/09/2025

উপলব্ধি করেছি যে সকল সমস্যার সমাধান মানুষকে ক্ষমা করে দেয়া, কম কথা বলা, প্রত্যাশা না করা, অতিরিক্ত পরিচিতি জনপ্রিয়তা না অর্জন করে নিয়মতান্ত্রিক দায়িত্ব শেষে সাধারণ জীবন যাপন করা।

25/08/2025

টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে কোন স্বেচ্ছাসেবী মিলন মেলা কিংবা কোন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ আমি করি না😐দয়াকরে এসবে ইনভারশন পাঠাবেন না আমাকে।

09/08/2025

রাজনীতি শুধু নীজ দলের জন্য নয় রাজনীতি যদি জনকল্যাণে হয়।

সেই রাজনীতি আজীবন জনগণের কাছে জীবিত রয়।

06/08/2025

“সত্যের পক্ষে দাঁড়ানো মানেই একা হয়ে যাওয়া — আমি তাতেও রাজি।”

যারা একা হয়েছেন, আসুন আমরা সংঘ করি!

23/07/2025

অযোগ্য কাউকে কখনই টেনে তুলতে নেই। তাহলে দেখবেন, সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে।

11/07/2025

যদি জনপ্রিয় নেতা হতে চান।
তাহলে আপনার অধীনস্থ কর্মীকে চাঁদাবাজ,সন্ত্রাসী না বানিয়ে তাকেও জনবান্ধব নেতা হিসেবে তৈরি করুন।

08/07/2025

যতবার বক্তৃতা দিবো এই বাংলাদেশে যেখানে সেখানে বা কোনো মঞ্চে ততবারই বলে যাবো ঘুষ,দালালী, চাটুকারিতা, তেলবাজি, ০০০ টলারেন্সে আনতে হবে প্রশাসনকে।।

স্বাগতম আমাদের নতুন প্রেরণার বাতিঘরকে! ✨সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে নবনিযুক্ত কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ...
08/07/2025

স্বাগতম আমাদের নতুন প্রেরণার বাতিঘরকে! ✨
সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে নবনিযুক্ত কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।

আপনার নেতৃত্বে এগিয়ে যাক আমাদের প্রিয় উপজেলা কিশোরগঞ্জ।

Address

Rangpur

Telephone

+8801784993727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rafiq Shah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rafiq Shah:

Share

Category