অনুপ্রেরণা পাঠাগার

অনুপ্রেরণা পাঠাগার বই পড়ার বিকল্প নেই,
আসুন সবাই পাঠাগার মুখী হই!

30/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Alomgir Hossain, স্বপ্নদ্রষ্টা পাঠাগার

আফসানা বেগমনবনিযুক্ত পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্রসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।আফসানা বেগম জন্ম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায় ...
05/09/2024

আফসানা বেগম
নবনিযুক্ত পরিচালক,
জাতীয় গ্রন্থকেন্দ্র
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আফসানা বেগম জন্ম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায় । বাবার চাকরির সুবাদে শৈশব-কৈশাের কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষত দিনাজপুরে । দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়। প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ।। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানেই পিএইচডি গবেষণা করছেন।

উল্লেখযােগ্য বই : প্রতিচ্ছায়া, বেদনার আমরা সন্তান, আমি অথবা আমার ছায়া, দিনগত কপটতা। অনুবাদ করেছেন নাদিন গড়িমার, উইলিয়াম ফকনার, হুলিও কোর্তাসার, অ্যালিস মানরাে, আইজাক আসিমভ, ফিদেল কাস্ত্রোসহ অন্যান্য লেখকের কালজয়ী রচনা।

২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ।

আলহামদুলিল্লাহ অনুপ্রেরণা পাঠাগার এ  ১৫ টি নতুন বই পাঠিয়েছেনআমাদের পাঠাগারের উপদেষ্টা কমিটির সদস্য, আমেরিকা প্রবাসী শ্রদ...
03/07/2024

আলহামদুলিল্লাহ
অনুপ্রেরণা পাঠাগার এ
১৫ টি নতুন বই পাঠিয়েছেন
আমাদের পাঠাগারের উপদেষ্টা কমিটির সদস্য, আমেরিকা প্রবাসী শ্রদ্ধেয় Shaikh Siraj স্যার।
পাঠাগারের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত স্যার আমাদের পাঠাগারের জন্য অর্থ, বই, চেয়ার সহ আরও অন্যান্যভাবে সহযোগিতা করে আসছে। আমরা গর্বিত ওনার মতো একজন ভালো মানুষের সান্নিধ্য পেয়ে। প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের জন্য ওনার ভাবনাচিন্তা ওনার মানবিক কার্যক্রম এর জন্য আমরা পাঠাগার সংশ্লিষ্ট সকলেই ওনার প্রতি কৃতজ্ঞ।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার।
আপনারও আপনার পরিবারের সদস্যদের জন্য দোয়া, ভালোবাসা সবসময়। আশা করি ভবিষ্যতেও সহযোগীতা করে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ!

ভালো খাদ্য বস্তু পেট ভরে,  কিন্তু ভালো বই....মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।(সংগৃহীত )
09/06/2024

ভালো খাদ্য বস্তু পেট ভরে,
কিন্তু ভালো বই....
মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
(সংগৃহীত )

সেদিনও কি এমনি অক্লান্ত ঝরঝর বৃষ্টি হবে এ শহরে?ঘিনঘিনে কাঁদা জমবে গলির মোড়ে সেদিনও কি এমনি, যেদিন থাকবে প'ড়ে খাটে নিশ্চে...
21/03/2024

সেদিনও কি এমনি অক্লান্ত
ঝরঝর বৃষ্টি হবে এ শহরে?
ঘিনঘিনে কাঁদা জমবে গলির মোড়ে সেদিনও কি এমনি,
যেদিন থাকবে প'ড়ে খাটে নিশ্চেতন, নির্বিকার মৃত?

বিবেচনা
শামসুর রাহমান!

24/02/2024

বই পড়ার অভ্যাসে শক্তিশালী হয় মস্তিষ্ক!
বই পড়ার অভ্যাসে আক্ষরিক অর্থে মন পরিবর্তন হয়। এমআরআই স্ক্যানার ব্যবহার করে গবেষকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। পড়লে অনুরণিত হয় মস্তিষ্কের নিউরন। পড়ার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউরন নেটওয়ার্ক শক্তিশালী ও পরিশীলিত হয়। ২০১৩ সালের এক গবেষণা থেকে এসব তথ্য জানা যায়। গবেষকেরা মস্তিষ্কের প্রভাব জানতে উপন্যাস পড়ার সময় মানব মস্তিষ্কের এমআরআই স্ক্যান করেন। গবেষণায় অংশগ্রহণকারীরা ৯ দিন ধরে "পম্পেই" নামের একটি উপন্যাস পড়েন। গল্পের নানান বিষয় পড়ার সময় মস্তিষ্কের নানান অংশে সক্রিয় ক্রিয়াকলাপ দেখা যায়।
মস্তিষ্কের স্ক্যান থেকে জানা যায়, বই পড়লে মস্তিষ্কের সংযোগ বৃদ্ধি পায়। সোমাটোসেন্সরি কর্টেক্সের অংশে পরিবর্তন দেখা যায়। মস্তিষ্কের এই অংশ চলাফেরা ও ব্যথার মতো শারীরিক সংবেদনে প্রতিক্রিয়া জানায়।

তথসূত্রঃ দৈনিক প্রথম আলো.

23/11/2023

❝যে একবার বইকে নিজের সঙ্গী করতে পেরেছে তার আর আলাদা বন্ধুর প্রয়োজন নেই।❞.....©

২৮-১০-২২ ইং পাঠাগারের পাঠকদের উপস্থিতি দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ। তারা বই পড়ায় মনোযোগী হয়েছে।আপনাদের সকলের সহযোগিতা...
28/10/2022

২৮-১০-২২ ইং

পাঠাগারের পাঠকদের উপস্থিতি দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ।
তারা বই পড়ায় মনোযোগী হয়েছে।
আপনাদের সকলের সহযোগিতায়
পাঠাগারের সকল কার্যক্রম চলমান।

সকলকে আন্তরিক ধন্যবাদ!

২৭-১০-২২ ইংউভয়ই অনুপ্রেরণা পাঠাগার  এর পাঠক। আজকে পাঠাগারে এসেছে আগের বই ফেরত দিয়ে নতুন বই নিতে।বই বাছাই করতেছে। তাদের ব...
27/10/2022

২৭-১০-২২ ইং

উভয়ই অনুপ্রেরণা পাঠাগার এর পাঠক।

আজকে পাঠাগারে এসেছে আগের বই ফেরত দিয়ে নতুন বই নিতে।বই বাছাই করতেছে। তাদের বই পড়ার প্রতি আকৃষ্ট করতে পারায় আমি খুবই খুশি। নিয়মিত বই আদান-প্রদান চলছে।

ফেসবুকে পাঠাগারের সকল কার্যক্রম দৃশ্যমান না হলেও পাঠাগারের সকল কার্যক্রম চলছে নিয়মিত।

আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় পাঠাগারের কার্যক্রম চলমান। সকলেই পরামর্শ, সহযোগিতা, করে পাশে থাকবেন আশা করি।
সকলকে আন্তরিক ধন্যবাদ ❣️

২৫-১০-২২ ইং " বই প্রাপ্তি "আলহামদুলিল্লাহ আজকে ৫ম বারের মতো "অনুপ্রেরণা পাঠাগার" বালাটারি তে, ৫০ টি শিশুতোষ বই পাঠিয়েছেন...
25/10/2022

২৫-১০-২২ ইং
" বই প্রাপ্তি "
আলহামদুলিল্লাহ
আজকে ৫ম বারের মতো "অনুপ্রেরণা পাঠাগার" বালাটারি তে,
৫০ টি শিশুতোষ বই পাঠিয়েছেন বাংলাদেশের একজন বইপ্রেমিক মানবিক মানুষ, যিনি নিজ অর্থায়নে দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি পাঠাগারগুলোকে ভালোভাবে গড়ে তুলতে ও সমৃদ্ধ করতে হাজার হাজার বই দিয়ে সহযোগিতা করতেছেন তিনি হলেন,
শ্রদ্ধেয় কাজী ইমদাদুল হক খোকন স্যার। পাঠাগারে স্যারের পাঠানো মোট বইয়ের সংখ্যা ৫৭৬ টি।

স্যারকে ট্যাগ করে পোস্ট করেছিলাম যে, পাঠাগারে ছোট পাঠকদের তুলনায়
বর্ণমালা শেখানোর বইয়ের পরিমান কম। ছোটদের জন্য বই প্রয়োজন। স্যার কয়েকদিনের মধ্যেই বই পাঠিয়ে দেন।
আমি চির কৃতজ্ঞ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার এ অবদানের কোনো তুলনা হয় না।

ভবিষ্যতে পাঠাগর বিষয়ে
সবসময়ই আপনার পরামর্শ, সহযোগিতা পাবো এই আশা করি।
আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক!
আন্তরিক ধন্যবাদ! ❣️

২৩-১০-২২ ইং 🥰 কৃতজ্ঞতা পোস্ট 🥰আজকে " অনুপ্রেরণা পাঠাগার "এ তিনটি ম্যাগাজিন ও একটি বই পাঠিয়েছেন প্রিয় বোন লায়লাতুল জান্না...
23/10/2022

২৩-১০-২২ ইং

🥰 কৃতজ্ঞতা পোস্ট 🥰

আজকে " অনুপ্রেরণা পাঠাগার "এ
তিনটি ম্যাগাজিন ও একটি বই পাঠিয়েছেন প্রিয় বোন লায়লাতুল জান্নাত।

অসংখ্য ধন্যবাদ জানাই লায়লা’কে।
ভালো থাকিস সবসময়।

২১-১০-২২ ইং পাঠাগারের আজকের কার্যক্রম ওপাঠকদের উপস্থিতি।  আলহামদুলিল্লাহ দিন দিন পাঠক সংখ্যা বাড়তেছে। শিশুকিশোর রা পাঠাগ...
21/10/2022

২১-১০-২২ ইং

পাঠাগারের আজকের কার্যক্রম ও
পাঠকদের উপস্থিতি।

আলহামদুলিল্লাহ দিন দিন পাঠক সংখ্যা বাড়তেছে। শিশুকিশোর রা পাঠাগার মুখী হচ্ছে। বই পড়ছে, বাসায় নিয়ে যাচ্ছে, পড়া শেষ হলে আবার জমা দিয়ে অন্য বই নিয়ে যাচ্ছে। ছোটদের কে বর্ণ শেখানো থেকে শুরু করে তাদের ছড়া,কবিতাও শেখানো হচ্ছে।

পাঠকদের ৪ টি বিভাগে ভাগ করা হয়েছে। বড়দের যারা স্পষ্ট পড়তে পারে তারা ক বিভাগ।
আবার বড়দের যারা স্পষ্ট ভাবে পড়তে পারে না তারা খ বিভাগ।
তাদের বানান করে করে বই পড়া শেখানো হবে।

ছোটদের মধ্যে যারা স্বরবর্ণ স্পষ্ট পড়তে পারে তারা গ বিভাগে।
আর যারা স্বরবর্ণ স্পষ্ট পড়তে পারে না তারা ঘ বিভাগ। যারা পড়তে পারে না তাদের বর্ণ পরিচয় থেকে শেখানো
শুরু করেছি। এজন্য ছোটদের বর্ণমালা শেখানোর জন্য বই প্রয়োজন।

পাঠাগারে নিয়মিত পাঠক সংখ্যা ৫০ জন ছাড়িয়ে গেছে।
বইয়ের সংখ্যা মোট ৬৫৬ টি।
ছোটদের জন্য সিরাজ স্যারের পাঠানো ১০ টি বই দিয়ে মেইনটেইন করা যায় না। সোনামণিদের বাংলা পড়া নামের বই গুলো প্রয়োজন।
তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ছোটদের বই পাঠালে পাঠাগারের পাঠক ও সংশ্লিষ্ট সকলে দাতাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।

বই পাঠানোর জন্য যোগাযোগের ঠিকানা!

মোছাঃ রুমা আক্তার।
পাঠাগারের নামঃ অনুপ্রেরণা পাঠাগার।
ঠিকানাঃ বালাটারি গজঘণ্টা গংগাচড়া রংপুর।
মোবাইল নংঃ ০১৯৪৪২৭২৫৭৯.
সকলকে আন্তরিক ধন্যবাদ ❣️

১৮-১০-২২ ইং শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আজকে পাঠাগারের কার্যক্রম।শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রাসেলকে নিয়ে কবিতা। স...
18/10/2022

১৮-১০-২২ ইং

শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আজকে পাঠাগারের কার্যক্রম।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রাসেলকে নিয়ে কবিতা।

সবাই অনেক উৎসুক হয়ে ছবি আকছে ও কবিতা লিখছে।

❣️❣️❣️

১৮-১০-২২ইং 😊 বই প্রাপ্তি 😊 " অনুপ্রেরণা পাঠাগার " বালাটারি তে ৫ম ধাপে অত্যন্ত মুল্যবান ০৮ টি বই পাঠিয়েছেন আমেরিকা প্রবাস...
18/10/2022

১৮-১০-২২ইং

😊 বই প্রাপ্তি 😊

" অনুপ্রেরণা পাঠাগার "
বালাটারি তে ৫ম ধাপে
অত্যন্ত মুল্যবান ০৮ টি বই পাঠিয়েছেন আমেরিকা প্রবাসি স্যার
অনুপ্রেরণা পাঠাগারে স্যারের পাঠানো বইয়ের সংখ্যা হলো মোট ৫৯ টি।

স্যার আপনার প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

অনুপ্রেরণা পাঠাগারে সবার অবদানের পাশাপাশি আপনার অবদান অসামান্য।
কারণ আপনিই প্রথম ব্যক্তি যে আমাকে পাঠাগার করার বিষয়, পাঠাগারে জন্য প্রথম বই পাঠানো, অর্থ পাঠানো ইত্যাদি দিক দিয়ে
সহযোগিতা করেছেন।
দেশের বাইরে থেকেও দেশের শিশু কিশোরদের জন্য আপনার এমন মহৎ কর্মযজ্ঞের কথা কখনো ভোলার মতো নয় স্যার।

আপনার উৎসাহ, উপদেশ ও সহযোগিতার কথা আমি কখনো ভুলবো না।

ভবিষ্যতেও আপনার এমন পরামর্শ
উপদেশ ও সহযোগিতা কামনা করি।

সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আন্তরিক ধন্যবাদ 💕

১৪-১০-২২ ইং "অনুপ্রেরণা পাঠাগার " এর আজকের কার্যক্রম। ~আজকে অনুপ্রেরণা পাঠাগারে পরিদর্শনে আসেন আহবায়ক জাতীয় ছাত্র সমাজ গ...
15/10/2022

১৪-১০-২২ ইং
"অনুপ্রেরণা পাঠাগার " এর আজকের কার্যক্রম।

~আজকে অনুপ্রেরণা পাঠাগারে পরিদর্শনে আসেন আহবায়ক জাতীয় ছাত্র সমাজ গজঘন্টা ইউনিয়ন এর প্রিয় Md Osman Dhoni Parvej ভাইয়া।
তিনি পাঠাগারে নগদ ১ হাজার টাকা প্রদান করেন এবং পাঠকদের মাঝে ১ টি করে কলম এবং কিছু চকলেট প্রদান করেন। এছাড়াও তিনি পাঠকদের উদ্দেশ্য বিভিন্ন উপদেশ মূলক বক্তব্যও রাখেন।

আমি চিরকৃতজ্ঞ ভাইয়া
আপনার মুল্যবান সময়, আর্থিক সহায়তা এবং উপদেশ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করায়। পাঠাগারের সকল সদস্যের পক্ষ থেকে রইলো আন্তরিক ধন্যবাদ।

ভবিষ্যতে পাঠাগার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকবেন আশা করি। আল্লাহ আপনাকে মানবিক মানুষ হিসেবে কবুল করুক।
আমিন!

Address

গজঘণ্টা
Rangpur
5410

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রেরণা পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share