ইভার পিঠা ঘর

ইভার পিঠা ঘর আসসালামু আলাইকুম
ইভার পিঠা ঘর থেকে আমি বিভিন্ন ধরনের পিঠা সেল করি ❤️
(14)

এতো করে চাওয়ার পরেও মানুষটা কে ধরে রাখতে পারলো না! নিয়তির কাছে ভালোবাসা আসলেই নির্দয়! 💔
15/01/2025

এতো করে চাওয়ার পরেও মানুষটা কে ধরে রাখতে পারলো না! নিয়তির কাছে ভালোবাসা আসলেই নির্দয়! 💔

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।দুনিয়ার  মায়াত্যাগ  করে পরপারে চলে গেলেন তনি আপুর হাসবেন্ড 😭নজর লেগেই গেলো🙂 কতো মা...
15/01/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।
দুনিয়ার মায়াত্যাগ করে পরপারে চলে গেলেন তনি আপুর হাসবেন্ড 😭
নজর লেগেই গেলো🙂 কতো মানুষ কতো ট্রল কতো মজা করেছেন এই মানুষ টাকে নিয়ে।আহারে আমরা এখন মানুষ কে নিয়েও মজা নেই।তাও অহেতুক। একটা হালাল সম্পর্ক।একটা বাচ্চা ও আছে।নিন এখন সবাই মজা নিন লোকটাকে নিয়ে।🙂🙂
আল্লাহ ওনার ভুল ত্রুটি মাফ করে বেহেশত নসীব করুন এবং পরিবারের সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।নিউজটা দেখে সত্যি ই খুব কষ্ট লাগছে।

একসময় ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দিনশে...
12/01/2025

একসময় ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দিনশেষে কারোই মন ভরাতে পারে না, না স্বামীর, না সন্তানের আর না অন‍্যকারো! অথচ সেই নারীই গোটা জীবন শেষ করে দেয় স্বামী, সন্তান আর সংসারের পিছেই💔
Women- নারীনারী

নানু দিবসটা বেশি জরুরী ছিলো। নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে। ...
11/01/2025

নানু দিবসটা বেশি জরুরী ছিলো।

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মার কাছে আমার ১০৫ জ্বর সমান সমান তার যে কোনো নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতিগুলার কোনো যত্ন তার কন্যা করতে পারছে না। আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গা/লি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন বাড়িতে সন্তানের নানু আছে। ❤️নানু দিবসটা বেশি জরুরী ছিলো।

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মার কাছে আমার ১০৫ জ্বর সমান সমান তার যে কোনো নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতিগুলার কোনো যত্ন তার কন্যা করতে পারছে না। আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গা/লি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন বাড়িতে সন্তানের নানু আছে। ❤️

আমার বয়স ২৪, আমার স্বামীর বয়স ৩১। আমাদের একটা ১০ মাসের বাবু আছে।‌ আমার স্বামী অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত থাকে। ল্য...
10/01/2025

আমার বয়স ২৪, আমার স্বামীর বয়স ৩১। আমাদের একটা ১০ মাসের বাবু আছে।‌ আমার স্বামী অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত থাকে। ল্যাপটপ নিয়ে বসে থাকে, আমি কিছু বললে তেমন উত্তর দেয় না। কোনো উপহার দেয় না। আমি আমার জন্য যা কিনি তাই। হাত খরচ খুঁজে নিতে হয়।

ছুটির দিনে সকাল ১২টা বাজে ঘুম থেকে উঠে। ভালো নাস্তা বানালে প্রশংসা করে না। আমাদের বিয়ের ৪ বছর চলছে কিন্তু কোনো বিবাহ বার্ষিকীতে আমাকে কোনো উপহার তো দূর সব সময় আমি উইশ করলেও শুধু ধন্যবাদ দেয়‌। ছুটির দিনেও কোথাও ঘুরতে নিয়ে যায় না। মেয়েকে অনেক ভালোবাসে কিন্তু আমি বলে না দিলে মেয়ের জন্য কখনো কোনো খেলনা কিংবা নাস্তা নিয়ে আসে না।ছুটির দিনে সারাদিন বাসায় থাকলেও ল্যাপটপ নিয়ে বসে থাকে, আমি যদি বলি তুমি আমাকে সময় দাও না তাহলে সে উত্তর দেয় সারাদিনই তো বাসা আছি, কি বলবা বলো কিন্তু আমি কিছু বললে সে শুধু হু,হু করতে থাকে তেমন কোনো উত্তর দেয় না।সে তার পছন্দ মতো বাজার করে, আমি কিছু নিয়ে আসতে বললে সেটা তার পছন্দ না হলে নিয়ে আসে না। ফোনে কোনো ভিডিও দিলে বলে, এসব দেখার এতো সময় নাই‌।তার সাথে মার্কেটে যেতে চাইলে বলে, অনলাইন থেকে নিয়ে নাও। রেস্টুরেন্টে নিয়ে একবেলা খাওয়াতে চাই না।

আমার পরিবারের কেউ আসলে আগে আগে আমাকে জানাই দিবে রাতে যেন না থাকে, এটা আমার অনেক কষ্ট লাগে। সারাদিন অফিসে থাকলেও আমি কল না দিলে সে কল দিয়ে খবর নেয় না। মাঝে মাঝে ম্যাসেজ দিলেও কি করি জিজ্ঞেস করে কিন্তু খাইছি কি-না জিজ্ঞেস করে না। আমার ইচ্ছে করে ওর সাথে অনেক গল্প করি, রেস্টুরেন্টে ঘুরতে যায়, কোথাও বেড়াতে যায় কিন্তু ওর নাকি ভালো লাগে না। আমি বাবার বাড়ি গেলেও দরকার ছাড়া কল দেয় না, আমি কল দিলেও একটু কথা বলে শেষ।

দুই তিন দিনের বেশি থাকতে দেয় না তার নাকি খাবার গরম করতে ভালো লাগে না ।তাঁর জন্যে শীতের সকালে উঠে আমাকে রুটি বানাইতে হবে ,যেদিন রুটি বানাইতে পারি না সেই দিন রুড বিহেভ করবে যত ই বলি আমার শরীর টা ভালো না কিন্তু সে বুঝতে চায় না। যতবার বাবার বাড়ি থেকে আসি কয়েক দিনেই রুম,, রান্নাঘরের অবস্থা অনেক খারাপ করে ফেলে। ছোট একটা বাচ্চার সব কাজ করে আবার সব পরিষ্কার করেও অফিস থেকে আসি দোষ ধরে।

একটু রাগারাগী করে ঝগড়া করলে সে বলে আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব, বেয়াদব। এসব নিয়ে আমি মানসিক ভাবে কষ্টে আছি।

এমন অবস্থায় আমার করণীয় কি?

( নাম প্রকাশে অনিচ্ছুক )
সংগৃহীত

আমার মনে হয় মেয়ে জন্মানোর ৪০ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত।এর অনেক রিজন আছে, বেনিফিটস ও আছে। একটা মেয়...
10/01/2025

আমার মনে হয় মেয়ে জন্মানোর ৪০ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত।
এর অনেক রিজন আছে, বেনিফিটস ও আছে। একটা মেয়ে কমপক্ষে ১৬-২০ বছর নিজের বাবার বাড়ি থাকে, বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয়, আদব- কায়দা শেখে।
তারপর কি হয়, তাদের বিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় আসল খেলা।

মেয়ের হাঁটা ভালো না, কাজ ভালো না, আচার আচরণ ভালো না, কথার ধরন ভালো না, বাপের বাড়ি থেকে ভালো শিক্ষা পায় নি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এর থেকে পরিএাণের উপায় কি? মেয়ের ৪০ দিন পার হইলেই ছেলের বউ করে নিয়ে আসো আর নিজের শিক্ষায় শিক্ষিত করো, সিম্পল।
শুধু শুধু নিজের বাড়ির বউ কে বছরের পর বছর অন্যের বাড়িতে রেখে বড় করে উ'ল্টা-পা'ল্টা শিক্ষা গ্রহণ করানোর তোহ কোনো মানে হয় না।
✍️সংগৃহীত

আজ গোসলে ঢুকে পানি স্পর্শ করতেই এত্ত ঠান্ডা লাগলো যে মনে হলো গোসল করা সম্ভব না! পানি এত্ত ঠান্ডা কেন! মেজাজ খারাপ লাগছিল...
09/01/2025

আজ গোসলে ঢুকে পানি স্পর্শ করতেই এত্ত ঠান্ডা লাগলো যে মনে হলো গোসল করা সম্ভব না! পানি এত্ত ঠান্ডা কেন! মেজাজ খারাপ লাগছিলো!

তখন আমার কাছে তিনটে অপশন ছিল।

১. গোসল বাদ দিয়ে, শুধু হাত মুখ ধুয়ে বের হয়ে যাওয়া।

২. বের হয়ে পানি গরম করে তারপর গোসল করা।

৩. অল্প অল্প করে পানির স্পর্শ নিয়ে শরীরকে সহনীয় করে তারপর গোসল টা শেষ করা।

I choose option 3.

কারণ-

গোসল করার নিয়তে আমি ঢুকে গেছি। বের হয়ে যাওয়া মানে নিজেকে দেয়া কথাটা নিজেই না রাখা। আর, হাত মুখ ধুইলেও তো পানির স্পর্শ লাগতোই...
এছাড়া গোসল না করেই বা কয়দিন থাকা যাবে? আজ না করলেও কাল তো করতেই হবে!

গরম পানি করে আনলে গোসল করতে আরাম হতো ঠিকই কিন্তু সময় নষ্ট হতো, কারণ তখন অন্য কোনো কাজ ছিলনা! পানি গরম করতে দিয়ে বসে থাকা লাগতো...

অপশন ৩ বেছে নিয়ে যখন মনস্থির করলাম আমাকে এই ঠান্ডা পানি দিয়েই গোসল করতে হবে, তখন আমার মনোবল বাড়লো, প্রস্তুতি নিলো ঠান্ডার সাথে ফাইট করার, সাহস করে কয়েকবার গায়ে পানি পরেই পানিটা আর সেরকম তীব্র ঠান্ডা লাগলো না!

বরং আরামদায়ক ঠান্ডা লাগলো।
আরাম করে গোসল করে বের হলাম...

জীবনও তো এমনই...
চলতে ফিরতে এমন সিচুয়েশনে পরতে হয় যা খুব কঠিন লাগে, অসহনীয় লাগে, কষ্ট লাগে!

সেই সিচুয়েশন থেকে পালানোর উপায়ও থাকে, অপশন একের মতোন...
কিন্তু পালিয়ে গেলে নিজেরই ক্ষতি!
কয়দিন পালানো যাবে!?

আপনা আপনিই সিচুয়েশন বদলে যাবে, এমনটা চাইলে সময় নষ্ট করে অপেক্ষা করতে হবে...গরম পানি করতে দিয়ে যেমন বসে থাকা ছাড়া কাজ ছিলনা!

আর, সেই সিচুয়েশনের মুখোমুখি হয়ে ফাইট করলে, সাহস করে সমাধানের কাজ করে গেলে ধীরে ধীরে সিচুয়েশন বদলে যাবে৷ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে...বরং যতটা ভাবা হয়েছিলো তারচেয়ে ভালো কিছুই হবে...

সেই ঠান্ডা পানিতে গোসল করতে করতে আমি এইসব ভাবছিলাম!
ভাবনাটা ভালো লেগেছে তাই শেয়ার করলাম...

©Sumaia Sarah

মেয়েদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন♥️ সবার সপ্ন পূরণ হোক🤲
09/01/2025

মেয়েদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন♥️ সবার সপ্ন পূরণ হোক🤲

আমাদের সমাজের বেশিরভাগ স্বামী দের চাহিদা -১. বৌয়ের  চেহারা চকচক করবে বাট কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা করা যাব...
09/01/2025

আমাদের সমাজের বেশিরভাগ স্বামী দের চাহিদা -

১. বৌয়ের চেহারা চকচক করবে বাট কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা করা যাবে না।

২. বছর বছর বাচ্চা হবে বাট চেহারা ন'ষ্ট হবে না।

৩. ছেঁ'ড়া তেনা পরবে কিন্তু দেখতে ঐশ্বরিয়ার এর মত হতে হবে।

৪. নিজে বুড়ো হবে কিন্তু বৌ বুড়ো হবে কেন বৌয়ের বয়স থেমে থাকবে।

৫. নিজে গি'লে গি'লে মুটিয়ে যাবে বৌকে শুকনা থাকতে হবে।

৬. বেশি শুকনা থাকলেও স'ম'স্যা তাতে নাকি আবার শুঁটকির মত লাগে।
৬. সারাদিন কাজ করবে কিন্তু ক্লান্ত হ্ওয়া চলবে না,জ্বীন পরীদের মত।
৭. যত ভালো করে রান্না করেন অমুক তমুক এর তরকারি মজা হয়।

৮. নিজে ফোনে সারাদিন কথা বলবে বন্ধু-বান্ধব এর অভাব নেই কিন্তু বৌ রোবট তার আত্মীয় বন্ধু-বান্ধব থাকতে নেই।

আরো অনেক কিছু আছে লিখতে ইচ্ছে হচ্ছে না,,,
বিঃদ্রঃ সবাই কিন্তু এক না,, কিন্তু বেশিরভাগ এরকম
জীবন সুন্দর যদি জীবনে একটা সঠিক মানুষ আসে।
লেখাঃ সংগৃহীত

বান্ধবীকে কল দিয়ে মজা করে বললাম,,,সতীন তুই কই রে??ওর স্বামী কল ধরে বলতেছে আপনার সতীন ওয়াশরুমে গেছে। আমি আপনার স্বামী ব...
08/01/2025

বান্ধবীকে কল দিয়ে মজা করে বললাম,,,
সতীন তুই কই রে??

ওর স্বামী কল ধরে বলতেছে আপনার সতীন ওয়াশরুমে গেছে। আমি আপনার স্বামী বলতেছি...!😮

অভিমান করতে করতে মেয়েরা  একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ...
02/01/2025

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই
সেই মানুষটার কাছে,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় ,
তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না,
মানুষ বদলে গেলে ভ*য়ং*কর ভাবে বদলে যায়
মাটি একবার পু*ড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না!!💔

ডিয়ার আমি , যতটা সম্ভব তুমি ম্যাচিউর হয়ে ওঠো , যতটা তারাতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালবাসতে শিখো । দিন শেষে তোমার শূন্...
18/12/2024

ডিয়ার আমি ,
যতটা সম্ভব তুমি ম্যাচিউর হয়ে ওঠো , যতটা তারাতাড়ি পারো নিজের জন্য নিজেকে ভালবাসতে শিখো । দিন শেষে তোমার শূন্যতাগুলো তোমার , তোমার কান্নাটা ও তোমার , তোমার জ্বর আসলেই নিজেকে তোমারই সামলাতে হয় । তোমার রাত জাগা গুলো তোমার , তাই যতটা সম্ভব নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো । তুমি যখন কাউকে ব্যাখ্যা দিতে যাও কেউ বুঝতে পারেনা । তুমি যখন কাউকে ভালবাসতে যাও তোমার মত করে তোমাকে কেহ ভালবাসে না । ডিয়ার আমি এই মুখোশের দুনিয়ায় সবাই মুখোশ পরে তাই নিজের রিয়েলিটি নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই ।
ডিয়ার আমি যে মানুষের কাছে তুমি যতটা এক্সপেকটেশন রাখবা সে মানুষটা তোমাকে ততটাই হতাশ করবে , ভেঙ্গে দিবে , তোমাকে কষ্ট দিবে । এ দুনিয়ায় এটাই নিয়ম । তাই সারাক্ষন জীবনের প্যারা না নিয়ে , শুধু নিজেকে সামান্য ভালবাসো । দিনশেষে তোমার একাকীত্বটাকেই ভালবাসো । এটাই জীবন ।

~মাসুমা ইসলাম নদী

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথ...
15/12/2024

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টা ও করে না।
সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে।তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা ও বলে যে,তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেনো তুমি ভালো নেই? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।

কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোষাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতে ও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।
স্ত্রী আপনার -নিজে তার সাথে দূরত্ব সৃস্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বুঝার চেষ্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল,তাদের যদি স্বামী খারাপ ও হয়,সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না।আপনাকে বুঝানোর চেষ্টা করবে,যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে,অথবা সংসার ত্যাগ…..!! অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেষ্টা ও করেনা কেন এমন হচ্ছে।

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান।
এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কষ্ট বের করে আনুন। মনে রাখবেন আপনার স্ত্রী আপনারই বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী। © ゚

15/12/2024

আল্লাহ তার সকল বান্দার নেক ইচ্ছে গুলো পূরণ করুক 🤲🤲

সাধারণত আমার বোনের বাসায় আমার মা বা আমরা যে-ই যাই ২/৩ টা বস্তা হয়। মেয়ের জন্য আমার মা মাছ, গোশত, দুধ, ডিম, অন্যান্য জিনি...
10/12/2024

সাধারণত আমার বোনের বাসায় আমার মা বা আমরা যে-ই যাই ২/৩ টা বস্তা হয়। মেয়ের জন্য আমার মা মাছ, গোশত, দুধ, ডিম, অন্যান্য জিনিস ভরে পাঠায়।

আজ আমি যাচ্ছি, আমি সরাসরি জানিয়ে দিয়েছি কোনো বস্তা টানতে পারব না।
তারপরও পিঠা, গোশত ভুনার পাশাপাশি কয়েক বোতল গরুর খাঁটি দুধ দিয়ে বস্তা ছোটখাটো একটা করেই দিল।

আচ্ছা শুধু মায়েরাই কি মেয়ের বাড়ি এভাবে দেয়, শাশুড়ীরা বউয়ের জন্য দেয় না?

তবে আমি আশা রাখি, আমার মা আমার বউয়ের সাথেও ঠিক এভাবে একটা বস্তা দিবে যখন ও বাবার বাড়ি যাবে। আমার মা'কে যতটুকু চিনেছি, তিনি এইটুকু করবে বলেই আশাবাদি।

এগুলো যৌতুক বা এগুলো না পেলে পরিবার না খেয়ে থাকবে তেমন না, এগুলো কেবলই ভালোবাসার বহিঃপ্রকাশ। 🖤💜
সংগৃহীত

ছোট ছোট জিনিস গুলো বাচ্চাদের মনে দাগ কাটে,,,,,, এই ছোট্ট কিউট ব্যাংক টা, বড় মেয়ে কে ১২ নভেম্বর ওর মেজো মামি গিফট করে, ওর...
04/12/2024

ছোট ছোট জিনিস গুলো বাচ্চাদের মনে দাগ কাটে,,,,,,
এই ছোট্ট কিউট ব্যাংক টা, বড় মেয়ে কে ১২ নভেম্বর ওর মেজো মামি গিফট করে, ওর জন্মদিনে।
ছোট্ট এই জিনিস টা পেয়ে, আমার বুড়ি টা কি পড়ি মান খুশি হয়েছে যা বলার মতো না, পরিচিত সবাই কে বাসায় ডেকে এনে এনে জিনিস টা দেখায় বলছে, এটা আমার মামি দিছে আমাকে 🥰
১২ নভেম্বর ওর জন্মদিন ছিলো, তেমন কিছু করি নাই কিন্তু পরিবার এর সবাই আর ওর বন্ধু বান্ধবীদের নিয়ে ছোট্ট আয়োজন করা হয়, ৪+ বছরের একটা বাচ্চা, কে তাকে ভালোবাসে, কে আদর করে না এগুলো বলতে শিখে গেছে 🙃
তার জন্মদিনের পর থেকে সে অদ্ভুত রকম কথা বলে, ওর কথা শুনলে অবাক না হয়ে পারি না।
মা আমার মামি দিছে ব্যাংক টা, কাউকে ছুঁইতে দিবা না 🙃 আমি ওটায় টাকা জমাবো, আমাদের তো নিজের বাসা নাই মা, আমরা মানুষের বাসায় ভাড়া থাকি।
আমি একটা বাড়ি বানাবো,,,,,
আমি ওকে বললাম টাকা কই পাবি???
সে উত্তর দিলো কেনো মা ব্যাংকে যে টাকা জমাই ওগুলো দিয়ে।
ইশ রে এই টুকু বাচ্চার মুখে কতো বড় কথা 🥹😓🥰 খুশি, আনন্দ খারাপ লাগা থেকে চোখে পানি চলে আসছে 🥹
তার এই ছোট ব্যাংকে ৩/৪ হাজার টাকা ও হবে না, অথচ এটা দিয়ে সে বাড়ি করার সিদ্ধান্ত নিছে এই ৪+ বছরের 🥹
আল্লাহ আমার সন্তানের নেক ইচ্ছে পূরণ করুক, ইনশাআল্লাহ আমাদের ছোট্ট একটা বাড়ি হোক 🤲☺️

আল্লাহর থেকে খুব করে চেয়ে নেওয়া আমার রত্ন গুলো হলো আমার সন্তানেরা ❤️ আমি ওদের অনেক কষ্ট করে মানুষ করি, আমি ওদের অনেক যত্...
03/12/2024

আল্লাহর থেকে খুব করে চেয়ে নেওয়া আমার রত্ন গুলো হলো আমার সন্তানেরা ❤️
আমি ওদের অনেক কষ্ট করে মানুষ করি, আমি ওদের অনেক যত্নে আগলে রাখি।
তার পর মাঝে মধ্যে হুটহাট দূর্ঘটনার কবলে পড়ে আমার সন্তান গুলো 😭
আমার জান বাচ্চা গুলোর জন্য সবাই মন থেকে দোয়া করবেন।
তারাই আমার পৃথিবী, তারা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার 😭😭
আমাদের মা মেয়ের সুন্দর মূহুর্ত ❤️❤️❤️

কাজের ব্যস্ততায় পিঠা তৈরি করে খেতে পারছেন না!! এখুনি অর্ডার করুন আমাদের পেজ এ,,,৷  👉আমাদের পেজে পাবেন,,, নরসিংদীর বিখ্যা...
03/12/2024

কাজের ব্যস্ততায় পিঠা তৈরি করে খেতে পারছেন না!! এখুনি অর্ডার করুন আমাদের পেজ এ,,,৷
👉আমাদের পেজে পাবেন,,,
নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা ❤️
সিরিজ পিঠা ❤️
কয়েন পাপড় ❤️
ঝুড়ি পাপড় ❤️
অতিথি আপ্যায়নে, বা বাচ্চাদের বিকেলের নাস্তায়, অনায়সে দিতে পারেন, আমাদের হোম মেড এই পিঠা গুলো,, আমরা সব সময় চেষ্টা করি সাস্থকর পরিবেশ এ সব কিছু তৈরি করার ☺️
পিঠা নিতে চাইলে ইনবক্সে এ যোগাযোগ করুন ❤️

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইভার পিঠা ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share