26/12/2025
নিজের দুঃখগুলো নিজের কাছেই সবচেয়ে নিরাপদ।
কারণ বাইরে প্রকাশ করলে
সবাই বোঝে না—
কেউ সহানুভূতি দেখায় না,
বরং অনেকেই সেটাকে হাসির খোরাক বানায়।
এই জন্যই মানুষ আজ
ভেতরে ভেতরে ভেঙে পড়ে,
আর বাইরে মুচকি হাসে।
নীরবতাই এখন সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।