Fishing and Entertainment

Fishing and Entertainment All friends welcome to my page. We present information on fishing, recreational, social, historical, agricultural and much more.
(11)

26/12/2025

নিজের দুঃখগুলো নিজের কাছেই সবচেয়ে নিরাপদ।
কারণ বাইরে প্রকাশ করলে
সবাই বোঝে না—
কেউ সহানুভূতি দেখায় না,
বরং অনেকেই সেটাকে হাসির খোরাক বানায়।
এই জন্যই মানুষ আজ
ভেতরে ভেতরে ভেঙে পড়ে,
আর বাইরে মুচকি হাসে।
নীরবতাই এখন সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।





“পুরো পৃথিবী ছেড়ে গেলেও যাদের চোখে এখনো আমি স্বপ্ন—তাদের নামই পরিবার।”এই মানুষগুলোর জন্যই প্রতিদিন নিজেকে ভেঙে আবার গড়ি।...
26/12/2025

“পুরো পৃথিবী ছেড়ে গেলেও যাদের চোখে এখনো আমি স্বপ্ন—তাদের নামই পরিবার।”
এই মানুষগুলোর জন্যই প্রতিদিন নিজেকে ভেঙে আবার গড়ি।





একজন মানুষ সারাজীবন আল্লাহকে ডাকেনি—কিন্তু এক রাতে আল্লাহ তাকে ডাকলেন।কোনো বজ্রপাত হয়নি,কোনো অলৌকিক শব্দও আসেনি—শুধু হৃদ...
26/12/2025

একজন মানুষ সারাজীবন আল্লাহকে ডাকেনি—কিন্তু এক রাতে আল্লাহ তাকে ডাকলেন।
কোনো বজ্রপাত হয়নি,
কোনো অলৌকিক শব্দও আসেনি—
শুধু হৃদয়ের ভেতর হঠাৎ একটা কাঁপুনি।
সে বুঝতে পারল,
যে রবকে সে বারবার ভুলে গেছে,
সেই রবই তাকে ভুলে যাননি।
আল্লাহ কাউকে ডাকার সময় চিৎকার করেন না,
তিনি ডাকেন নীরবে—
ঠিক তখন, যখন মানুষের অহংকার ভেঙে যায়।
🌙 হয়তো আজ সেই রাত তোমার জন্যও,
যেদিন আল্লাহ তোমার দিকে তাকাচ্ছেন।
ভয় নয়—ফিরে এসো।
কারণ রব এখনো অপেক্ষায় আছেন।
🔥





“যাকে তুমি ‘নিজের মানুষ’ ভেবেছিলে,সেই-ই একদিন তোমার গল্প বানিয়ে-অন্যদের বিনোদন দেবে।”       6️⃣
26/12/2025

“যাকে তুমি ‘নিজের মানুষ’ ভেবেছিলে,
সেই-ই একদিন তোমার গল্প বানিয়ে
-অন্যদের বিনোদন দেবে।”

6️⃣

25/12/2025

মা—
যার কোল থেকে আমরা কথা বলা শিখেছি,
আজ সেই মায়ের সাথেই আমরা কঠিন কথা বলি, রাগ দেখাই, অবহেলা করি।
সময় থাকতে বুঝি না…
আর যখন বুঝি, তখন শুধু আফসোস বাকি থাকে।
যদি আজও মায়ের চোখে একফোঁটা জল পড়ে,
তার দায় আমাদেরই।
ক্ষমা করে দিও মা—
তুমি না থাকলে, এই পৃথিবীর কোনো শব্দই আর আপন লাগবে না। 💔
🖤
#মা
#মায়েরভালোবাসা
#ক্ষমাকরোদিওমা

“আমি আর কাউকে ধরে রাখি না—যে থাকার, সে কষ্ট দেখেও থাকবে।”নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার নাম জীবন না।
25/12/2025

“আমি আর কাউকে ধরে রাখি না—যে থাকার, সে কষ্ট দেখেও থাকবে।”
নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার নাম জীবন না।





“সবাই বদলে গেলে দোষ সময়ের না—ভুলটা আমাদের, আমরা সবাইকে বিশ্বাস করেছিলাম।”এই সত্যটা মেনে নিলেই জীবন হালকা হয়।
25/12/2025

“সবাই বদলে গেলে দোষ সময়ের না—ভুলটা আমাদের, আমরা সবাইকে বিশ্বাস করেছিলাম।”
এই সত্যটা মেনে নিলেই জীবন হালকা হয়।





বিজয় দিবসের দিনে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। জাতীয় ফুল অংকন করে বড় ভাইয়ের মেয়ে। সকলেই আমার ভাস্তির জন্য ...
25/12/2025

বিজয় দিবসের দিনে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। জাতীয় ফুল অংকন করে বড় ভাইয়ের মেয়ে। সকলেই আমার ভাস্তির জন্য দোয়া করবেন 🔥❤️🤲



“নিজেকে ভালো রাখা এখন বিলাসিতা নয়—এই যুগে এটা বেঁচে থাকার শেষ কৌশল।”কারণ মানুষ বদলায় ঋতুর আগেই, আর বিশ্বাস ভাঙে কথার আগে...
25/12/2025

“নিজেকে ভালো রাখা এখন বিলাসিতা নয়—এই যুগে এটা বেঁচে থাকার শেষ কৌশল।”
কারণ মানুষ বদলায় ঋতুর আগেই, আর বিশ্বাস ভাঙে কথার আগেই।





“সবাই তোমার পাশে থাকে না—কিছু মানুষ শুধু অপেক্ষা করেতুমি কখন ভাঙবে।”
25/12/2025

“সবাই তোমার পাশে থাকে না—
কিছু মানুষ শুধু অপেক্ষা করে
তুমি কখন ভাঙবে।”

“বন্ধুত্ব কোনো প্রতিশ্রুতি নয়—বন্ধুত্ব হলো প্রতিদিন নতুন করে পাশে থাকার সিদ্ধান্ত।”❤️
24/12/2025

“বন্ধুত্ব কোনো প্রতিশ্রুতি নয়—
বন্ধুত্ব হলো প্রতিদিন নতুন করে পাশে থাকার সিদ্ধান্ত।”❤️

24/12/2025

এই যুগে ঋতু বদলাতে সময় লাগে…
কিন্তু মানুষ বদলে যায় প্রয়োজন শেষ হলেই।
তাই এখন আর কাউকে বোঝানোর চেষ্টা করি না—
নিজেকে ভালো রাখার চেষ্টা করি।
কারণ সবাই পাশে থাকে না,
কিন্তু নিজেকে সঙ্গে না রাখলে—
শেষটা আরও ভয়ংকর হয়।
এই ভিডিওটা তাদের জন্য—
যারা অনেক কষ্ট সহ্য করেও চুপচাপ লড়ে যায়,
যাদের চোখে হাসি,
কিন্তু ভেতরে যুদ্ধ।
যদি নিজেকে একা মনে হয়—
মনে রেখো,
নিজেকে আগলে রাখাটাই এখন সবচেয়ে বড় সাহস।
তুমিই তোমার সবচেয়ে নিরাপদ জায়গা। 💔🔥





Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Fishing and Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share