Md mahabur Rahman

Md mahabur Rahman Hi i am md mahabur. i am freelancher,

ছেলের ১৮তম জন্মদিন এ মায়ের চিঠিপ্রিয় ফাইয়াজ,আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বু...
21/09/2024

ছেলের ১৮তম জন্মদিন এ মায়ের চিঠি
প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'
জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় সিল্ক এর প্যাকেট আমাকে দেখিয়ে বলেছ মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।
সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!
আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।
আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।
আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানির ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!
আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!
জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।
তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রাণ দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।
অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা।
তোমার মুনাম্মা
একজন শহীদের মা।🥲
Copy post

বুঝছো?🥴
01/09/2024

বুঝছো?🥴

08/06/2024

T20 World Cup Live: Sri Lanka vs Bangladesh Live | SL vs BAN Live Scores & Commentary | 2nd Innings

06/06/2024

ICC T20 World Cup 2024 Live: Australia vs Oman Live Scores | AUS vs OMN Live Scores & Commentary

🥰🥰🥰🥰
16/01/2024

🥰🥰🥰🥰

23/11/2023

এলার্ট পোস্ট 🚫❌

বিগত কয়েকদিন যাবত Friend List এর অনেক সংখ্যক ফ্রেন্ডের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি এবং পোস্ট করো হচ্ছে। এমনটা হচ্ছে কারণ তাদের আইডি এখন স্ক্যামাদের দখলে। এর মেইন রিজন হলো তারা স্ক্যামারদের দেওয়া ফিশিং লিংকে ক্লিক করেছে। বর্তমানে বাংলাদেশে স্ক্যামারদের যে ফিশিং লিংকটি একটিভ রয়েছে সেটা হচ্ছে 'congratulation you selected to the interview. We will give 2000 taka per day. Please contact us this link' তারপর একটা লিংক দেওয়া হয়।আপনার ফোনের সিমে আসা মেসেজটি অনেকটা এরকম থাকে। অনেকে না বুঝে অথবা লোভে লিংকে ক্লিক করে থাকে। অনেক সময় এটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়, অনেক সময় কোনো ইনফরমেশন দেয়না অথবা কোনো সাইটে নিয়ে যায়। এগুলো হলো ফিশিং লিংক। আপনার কাছে এমন মেসেজ এসে থাকলে ডিলেট করে দিবেন। আর আপনার ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডের আইডি ইনফেক্টেড হয়ে থাকলে আনফলো দিয়ে আনফ্রেন্ড করে দিবেন। আপনার একটু সতর্কতা ই আপনাকে ভার্চুয়াল জগতে সিকিউর রাখতে সাহায্য করবে। 🖤🌸

প্রতিটি সন্তানের স্বপ্ন! ❤️
27/03/2023

প্রতিটি সন্তানের স্বপ্ন! ❤️

Address

Modern
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md mahabur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md mahabur Rahman:

Share