GH Media

GH Media আসসালামু আলাইকুম।❤️❤️❤️❤আমার পেজে সবাই ফলো দিয়ে পাশেই থাকবেন.🙏🙏🙏. গাইবান্ধা সদর গাইবান্ধা 🇧🇩❤️❤️

12/08/2025

সবাই শেয়ার করেন। কেমন হইছে।

30/07/2025

পার্টঃ ০১

যারা নতুন কোয়ালিটিতে চাকুরি করতে চাচ্ছেন তাদের জন্য।
বর্তমানে গার্মেন্টসে চাকুরি পাওয়া আগের মত সহজ নেই।এখানে অনেক কিছু বিবেচনা করে কোয়ালিটি নিয়োগ দিয়ে থাকে। সবাই শেয়ার করবেন।

গার্মেন্টসের_কিছু_প্রশ্ন_উত্তর_নিয়ে_আলোচনা :
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর(QI) কি?
উত্তর : কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।
প্রশ্ন-২. গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর : গার্মেন্টস অর্থ হল পোশাক।
প্রশ্ন-৩. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
প্রশ্ন-৪. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।
প্রশ্ন-.৫ HPS এর Full Meaning কি?
উত্তর : High Point Shoulder.
প্রশ্ন-৬. এসপিআই (SPI) কি?
উত্তর : এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন-৭. CB এর Full Meaning কি?
উত্তর : Centre Back
প্রশ্ন-৮. GTM(জিটিএম) এর Full Meaning কি?
উত্তর : GTM(জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন-৯. LPS এর Full Meaning কি?
উত্তর : LPS এর Full Meaning হল Low Point shoulder.
প্রশ্ন-১০. ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর : ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem
প্রশ্ন-১১. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন-১২. স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।
প্রশ্ন-১৩. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।
প্রশ্ন-১৪. ওপেন স্টিচ(open stich) কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।
প্রশ্ন-১৫. একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।
❤️❤️❤️সবাই আমার পেজটা ফলো করবেন 👏👏👏🙏🙏🙏 মোস্তফা ভাই

17/04/2025
21/03/2025

রমজানের সেরা নাটক। অসাধারণ একটা নাটক।
সবাই শেয়ার করেন,,,,

01/03/2025
ভিডিও দেখেন সবাই
27/02/2025

ভিডিও দেখেন সবাই

হায়রে টাকা
15/02/2025

হায়রে টাকা

সবাই শেয়ার করেন ভিডিও টা
17/12/2024

সবাই শেয়ার করেন ভিডিও টা

30/11/2024

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

Address

২নং মালিবাড়ী, গাইবান্ধা সদর।।
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when GH Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category