MH Maruf

MH Maruf "বেশিক্ষন তাকিও না..।।।👀☺️
মায়ায় পরে যাবা""🥰

20/02/2025

🤐🤐

আলহামদুল্লিলাহ অবশেষে ভাইভার মাধ্যমে শেষ হল সুদৈর্ঘ্য ব্যাচেলর অফ এডুকেশন (অনার্স) ৬ষ্ঠ ব্যাচ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষসরকারি...
08/10/2024

আলহামদুল্লিলাহ অবশেষে ভাইভার মাধ্যমে শেষ হল সুদৈর্ঘ্য
ব্যাচেলর অফ এডুকেশন (অনার্স) ৬ষ্ঠ ব্যাচ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর এ পথ চলা
যদিও ৪ বছরের অনার্স ৬+ বছর সময় লাগলো তারপর ও
আলহামদুল্লিলাহ যে শেষ হলো💖😍❤

25/08/2024

আনসারের জব চুক্তিভিত্তিক। তারা জেনেশুনে কাজে যোগদান করেছিল। এই চুক্তি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক।
যারা দেশের ক্রাইসিস বোঝেনা, তাদের চাকরি করার যোগ্যতা নেই।

মুরব্বি কট খাইছে৷ লিজেন্ডরাই মুরব্বিরে চিনতে পারবে 😂
23/08/2024

মুরব্বি কট খাইছে৷ লিজেন্ডরাই মুরব্বিরে চিনতে পারবে 😂

সময় হয়েছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় ব...
21/08/2024

সময় হয়েছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।

তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।

তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরও উচা করে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
সবশেষে আমরা দোয়া করি, বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন, এবং আমরাও আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাওফীক দান করুন।

✊✊✊
21/08/2024

✊✊✊

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জ...
08/08/2024

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি।
সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।
নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন🥰✊

08/08/2024

ডক্টর ইউনূস পুরো বক্তৃতায় একবারও বলেননি, "আমি নোবেল পুরস্কার পেয়েছি,আমি অলিম্পিক লরেল পেয়েছি,আমি অলিম্পিকে মশাল বহন করেছি,আমি প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছি,আমি এই করেছি, আমি সেই করেছি"
তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার,তা-ও সংক্ষিপ্ত করার পরেও এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও,জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি
টাইউইন ল্যানিস্টার বলেছিলো, "Any man who must say, "I am the king" is no true king" " আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন,তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না তাঁর কাজই তা ব'লে দেয়
এটাই প্রকৃত শিক্ষা!'❤️

Address

Munshipara
Rangpur
5400

Telephone

+8801755369297

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Maruf:

Share