The SUNNY

The SUNNY The days your life deserve !

30/06/2025

বাংলা গানের সেরা ১০ জন সুরকার (ব্যক্তিগত মত):

১. আলাউদ্দিন আলী:- বাংলা গানের সুরকারদের মধ্যে নির্দ্বিধায় সবার আগে এই নামটিই আসবে। চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক, মেলোডি থেকে চটুল, দেশাত্মবোধক থেকে ফোক- সব ধরনের গানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
উল্লেখযোগ্য গান:
➤ ও আমার বাংলা মা তোর- (সাবিনা ইয়াসমিন)
➤ যে ছিল দৃষ্টির সীমানায়- (শাহনাজ রহমতুল্লাহ)
➤ আছেন আমার মুক্তার- (সৈয়দ আব্দুল হাদী)
➤ যেভাবেই বাঁচি বেঁচে তো আছি- (জাফর ইকবাল)
➤ আমার মতো এতো সুখী- (খালিদ হাসান মিলু)

২. সত্য সাহা:- বাংলা চলচ্চিত্রের প্রারম্ভিক সময় থেকেই অসামান্য সাফল্যের সাথে কাজ করেছেন। একটা সময় ছিলো, জনপ্রিয় গান মানেই সত্য সাহার সুর। বাংলা গানের ভীত যে ক'জন সুরকারের সুরের জাদুতে প্রতিষ্ঠিত, উনি তাদের মধ্যে অন্যতম।
উল্লেখযোগ্য গান:-
➤ তুমি কি দেখেছো কভু- (আব্দুল জব্বার)
➤ আমার মন বলে তুমি আসবে- (রুনা লায়লা)
➤ আকাশের হাতে আছে একরাশ নীল- আঞ্জুমান আরা বেগম)
➤ চেনা চেনা লাগে তবু অচেনা- (শ্যামল মিত্র)
➤ বন্ধু হতে চেয়ে তোমার- (সুবীর নন্দী)

৩. আনোয়ার পারভেজ:- ৬০ এবং ৭০ দশকে রাজত্ব করা আরেক কিংবদন্তি সুরকার। মেলোডিয়াস সব গানের জন্য বিখ্যাত ছিলেন তিনি। অসংখ্য কালজয়ী দেশাত্মবোধক গানও তিনি সৃষ্টি করেছেন।
উল্লেখযোগ্য গান:-
➤ একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয় -(শাহনাজ রহমতুল্লাহ)
➤ চঞ্চলা হাওয়া রে- (রুনা লায়লা)
➤ এই মন তোমাকে দিলাম- (সাবিনা ইয়াসমিন)
➤ একতারা তুই দেশের কথা- (শাহনাজ রহমতুল্লাহ)
➤ পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়- (শাকিলা জাফর & তপন চৌধুরী)

৪. আলম খান:- একটা সময় চলচ্চিত্রের গান মানেই ছিল আলাউদ্দিন আলী এবং আলম খানের দ্বৈরথ। তার হাত ধরেই প্রথম প্লেব্যাকে এসেছেন এন্ড্রু কিশোর, কুমার শানু, আগুন, খালিদ হাসান মিলুর মতো বিখ্যাত শিল্পীরা।
উল্লেখযোগ্য গান:-
➤ ওরে নীল দরিয়া -(আব্দুল জব্বার)
➤ হায়রে মানুষ রঙিন ফানুস- (এন্ড্রু কিশোর)
➤ ভালোবেসে গেলাম শুধু- (এন্ড্রু কিশোর & সাবিনা ইয়াসমিন)
➤ আমি একদিন তোমায় না দেখিলে- (রুনা লায়লা & এন্ড্রু কিশোর)
➤ চাঁদের সাথে আমি দেবনা- (রুনা লায়লা & এন্ড্রু কিশোর)

৫. আহমেদ ইমতিয়াজ বুলবুল:- একই সাথে গীতিকার এবং সুরকার হিসেবে সাফল্য পেয়েছেন। তবে সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন মুক্তিযোদ্ধা। গানের মাধ্যমেও তাই মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের কথা বলেছেন বারবার।
উল্লেখযোগ্য গান:-
➤ সবকটা জানালা- (সাবিনা ইয়াসমিন)
➤ একাত্তরের মা জননী- (রুনা লায়লা & আগুন)
➤ আমার সারা দেহ খেয়ো গো মাটি- (এন্ড্রু কিশোর)
➤ তুমি আমার এমনই একজন- (কনকচাঁপা)
➤ যে প্রেম স্বর্গ থেকে এসে- (খালিদ হাসান মিলু & কনকচাঁপা)

৬. সুবল দাস:- মেলোডি কিং বলা হয় তাকে। ৬০'র দশকে রাজত্ব করা সুরকারদের একজন তিনি; ধারাবাহিকতা বজায় রেখেছিলেন ৭০ এবং ৮০'র দশকেও। একটা সময় তার নামে নকল সুর এবং অশ্লীল কথার গান বানানোর অভিযোগ এসেছে বটে, তবে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।
উল্লেখযোগ্য গান:-
➤ যখন থামবে কোলাহল- (রুনা লায়লা)
➤ তুমি যে আমার কবিতা- (মাহমুদুন্নবী & সাবিনা ইয়াসমিন)
➤ গানেরই খাতায় স্বরলিপি লিখে- (রুনা লায়লা)
➤ এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা- (রুনা লায়লা)
➤ একি বাঁধনে বলো জড়ালে আমায়- (আবিদা সুলতানা)

৭. খোন্দকার নূরুল আলম:- শুদ্ধ এবং সুস্থধারার গান বানানোর কারিগর। গানের সংখ্যা বাকি অনেকের চেয়ে হয়তো কম, কিন্তু যেই গানই বানিয়েছেন সেটাই কালোত্তীর্ণ হয়েছে।
উল্লেখযোগ্য গান:-
➤ চোখ যে মনের কথা বলে- (খোন্দকার নূরুল আলম)
➤ পাহাড়ের কান্না দেখে- (সুবীর নন্দী)
➤ এক বরষার বৃষ্টিতে ভিজে- (নিলুফার ইয়াসমিন)
➤ এত সুখ সইবো কেমন করে- (নিলুফার ইয়াসমিন)
➤ এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে- (সুবীর নন্দী & শাম্মী আখতার)

৮. খান আতাউর রহমান:- বাংলা চলচ্চিত্র এবং গানের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। একইসাথে অভিনেতা, পরিচালক, গীতিকার, সুরকার- একের ভিতর সব।
উল্লেখযোগ্য গান:-
➤ এক নদী রক্ত পেরিয়ে- (শাহনাজ রহমতুল্লাহ)
➤ সব সখীরে পার করিতে- (আব্দুল আলীম & সাবিনা ইয়াসমিন)
➤ দিন যায় কথা থাকে- (সুবীর নন্দী)
➤ একি সোনার আলোয় -(সাবিনা ইয়াসমিন)
➤ যারে যাবি যদি যা- (বশির আহমেদ)

৯. শেখ সাদী খান:- একই সাথে আধুনিক এবং সিনেমার গানে সমানভাবে সফল। তার গানে বেশির ভাগ সময় রাগাশ্রিত ক্ল্যাসিক্যাল ঘরানার প্রভাব থাকতো।
উল্লেখযোগ্য গান:-
➤ আমার এ দুটি চোখ পাথর তো নয়- (সুবীর নন্দী)
➤ কাল সারারাত ছিল স্বপ্নের রাত- (আশা ভোঁসলে)
➤ আমার মনের আকাশে আজ- (কুমার শানু)
➤ ডাকে পাখি খোলো আঁখি- (হৈমন্তী শুক্লা)
➤ তুমি রোজ বিকেলে আমার বাগানে- (কুমার বিশ্বজিৎ)

১০. লাকী আখান্দ:- বাংলা গানের ধারা বদলে দেওয়ার কারিগর। এদেশীয় সুরকে পাশ্চাত্য ধারার সাথে ব্লেন্ডিং করে ভিন্ন একটা ঘরানার সৃষ্টি করেছেন। গানের সংখ্যা খুব বেশি না, তবে সবগুলোই একেকটা মাইলস্টোন।
উল্লেখযোগ্য গান:-
➤ আমায় ডেকো না -(লাকী আখান্দ)
➤ কবিতা পড়ার প্রহর এসেছে- (সামিনা চৌধুরী)
➤ আজ এই বৃষ্টির কান্না দেখে- (নিয়াজ মোহাম্মদ চৌধুরী)
➤ আবার এলো যে সন্ধ্যা- (হ্যাপি আখান্দ)
➤ আগে যদি জানতাম- (লাকী আখান্দ)

Special mention: আলতাফ মাহমুদ, আজাদ রহমান, দেবু ভট্টাচার্য, রবিন ঘোষ, আলী হোসেন এবং হাবিব ওয়াহিদ।

লেখা: তাহসিন আহমেদ

24/06/2025

Please Use Headphone 🖤
Video credit : Shakkho my brother ❤

13/06/2025

হতেও পারে এই দেখা শেষ দেখা [ হেডফোনে শুনুন ]

06/06/2025

চুমকি এক আকাশের তারা মিস লংকা
ভিডিও করেছে আমার ভাই Md Shanaullah Hosan Shakkho 🖤

30/05/2025

গুরু লাইভ by সানি

23/05/2025

যে ছিল দৃষ্টির সীমানায় Tribute to শাহনাজ রহমাতুল্লাহ।

18/05/2025

গাছ লাগানো পৃথিবীর পথে
ভালো পথে একটা দান ,
একটা গাছ কাঠখোট্টা পৃথিবীতে
সুমধুর একটা গান ।
🖤

18/05/2025

বেশি করে নিয়ম অনুযায়ী গাছ লাগান ।
পৃথিবীটাকে উত্তাপ থেকে বাঁচান,
পৃথিবীটাকে ধ্বংস থেকে বাঁচান।
🖤🌱🌿🌾🌵🪴🍀☘️🍃🌻🌼🌹🪻💐🌺🌷🌸🪷💮🏵️🌳🌲

18/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

18/05/2025

সাত সুর সাত দিন ,
বিধাতা দুনিয়া বানিয়েছেন কয়দিনে ?

16/05/2025

মা [ গুরু জেমস ] Cover by Sunny

09/05/2025

কেন কর্ড ফ্রেশ হয়না ?

Address

Rangpur

Telephone

+8801724778348

Website

https://www.instagram.com/lihamun_sunny/?hl=en

Alerts

Be the first to know and let us send you an email when The SUNNY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The SUNNY:

Share