MD Bayzid Islam

MD Bayzid Islam Welcome to my Offical page MD BAYZID ISLAM
(3)

14/07/2025

এই কি মুসলমান ??? এরা দালালি করবে করুক ??? কিন্তু এরকম দালালি করতে গিয়ে তো জনগণের কাছে ধরা খায় অজু করে বিএনপির দলের নাম নিতে হবে কোন ধরনের দালাল হলে টুপি পাঞ্জাবি ও হুজুর সেজে এ কথা বলে আমার মনে হয় না এ শুধু দালাল এ হচ্ছে চাঁদাবাজদের একজন অংশীদার।

( সবার মূল্যবান মতামত কমেন্ট এ প্রকাশ করবেন )

13/07/2025

পেমের বাজার খুনিয়া গাছ লালমনিরহাট। নদী ভাঙ্গনের খুব ভয়াবহ অবস্থা

বিএনপি যেখানে হত্যাকাণ্ড জড়িতদের আজীবনের জন্য দল থেকে অব্যাহতি দিয়েছে সেখানে প্রশাসন এখনো যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল ত...
12/07/2025

বিএনপি যেখানে হত্যাকাণ্ড জড়িতদের আজীবনের জন্য দল থেকে অব্যাহতি দিয়েছে সেখানে প্রশাসন এখনো যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা কি দল করে পরিষ্কার করতে পারল না তাহলে বাংলাদেশের প্রশাসনের অবস্থা কি হাল এটাতেই বোঝা যাচ্ছে প্রশাসন মনে হয় এগুলোর চাকরি কোটায় হয়েছে পড়াশোনা করে হয়নি যদি পড়াশোনা করে হতো তাহলে এতোটুকু জ্ঞান থাকতো যে তারা বিএনপি দলের কর্মী ছিল এবং বিএনপি দল তাদেরকে আজীবনের জন্য অব্যাহতি দিয়েছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে হত্যাকাণ্ডকে অন্য পাশে ঘুরিয়ে দিয়ে বিএনপি দলকে বাঁচাতে চাচ্ছে আওয়ামী লীগকে যে রকম বাচাইতে চেয়েছিল কিন্তু বাচাইতে পারে নাই ভয়াবহ অবস্থা হয়েছে আওয়ামীলীগ দলের ঠিক বিএনপির সাথেও আওয়ামী লীগের অবস্থা হবে কেননা তারা দিনে দিনে চাঁদাবাজি ধর্ষণ এবং খুন করতেছে প্রকাশ্যে। মানুষকে মানুষ মনে করতেছে না। এবং প্রশাসনকে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছে তারা তো বিএনপি করতো কিন্তু প্রশাসন এখনো বলতেছে তারা কোন দলে ছিল তা আমরা এখনো জানতে পারি নাই তাহলে প্রশাসন কি বাল কাটতেছে বসে বসে তদন্ত ঠিকমতো করতে না পারলে জনগণের সামনে এসে বলে দিবেন যে আমরা তদন্ত করতে পারবো না কিন্তু মিথ্যা গুজব কিছু মানুষকে শোনাতে আসবেন না প্রকাশ্যে মানুষ হত্যা করার সাহস কোথায় থেকে পায় এই বিএনপি নেতাকর্মীরা এদের কঠিনতম কঠিন বিচার হওয়া উচিত যারা হত্যাকান্ড সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত ফাঁসি দিতে হবে। এবং প্রকাশ্যে ফাঁসি দিতে হবে জনগণের সামনে

এখানে কে কে গিয়েছিলেন ?????
03/06/2025

এখানে কে কে গিয়েছিলেন ?????

বামন দিঘী ইকো পার্ক তারাগন্জ
02/06/2025

বামন দিঘী ইকো পার্ক তারাগন্জ

01/06/2025

নতুন ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির: মুসলিম অনুভূতিতে সরাসরি আঘাত!

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে ছাড়ার জন্য প্রস্তুত করেছে নতুন ২০ টাকার নোট। তবে এই নোটে যে চিত্র ব্যবহার করা হয়েছে, তা নিয়ে দেশের ইসলামপ্রিয় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ, নতুন নোটে স্থান পেয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির—যা হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র উপাসনালয় এবং কৃষ্ণ ভক্তির অন্যতম প্রতীক।

কান্তজিউ শব্দটির অর্থই হলো: “হে কৃষ্ণ, তুমি চিরজীবী হও।” স্পষ্টতই এটি একটি ধর্মীয় প্রতীক, যা কোনোভাবেই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মুদ্রায় ব্যবহারযোগ্য নয়।

এই কাজ যারা করেছে, তারা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে দেশের ইসলামপ্রিয় জনতার ঈমান ও অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়। এটি একটি চরম ষড়যন্ত্রের অংশ—যার লক্ষ্য হলো মুসলমানদের উসকে দিয়ে দেশে অস্থিরতা তৈরি করা।

আমরা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই—এই বিতর্কিত নোট বাজারে ছাড়ার আগেই এর ডিজাইন পরিবর্তন করতে হবে। এমন কিছু সংযোজন করতে হবে, যা দেশের সকল ধর্মপ্রাণ মানুষের জন্য গ্রহণযোগ্য, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি মুসলমানের প্রতি আহ্বান—এই বিষয়ে সোচ্চার হোন, প্রশ্ন তুলুন, লিখুন, এবং দেশকে সাম্প্রদায়িক ষড়যন্ত্র থেকে রক্ষা করুন।

©️
#20 # note #

31/05/2025

সয়দাবাদ রেলওয়ে স্টেশন soydabad। অনেক সুন্দর 🥰🥰🥰🥰কাজ এখনো চলমান 😍😍😍😍

আমার ফেসবুক পেজ সবাই ফলো করুন 🥹

# videos # video # railway

Address

Barogharia, Chharan, Mithapukur
Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when MD Bayzid Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Bayzid Islam:

Share