16/08/2025
সৈয়দপুর কুটির শিল্প মেলার লটারির হিসাব করি।
ধরি,
টিকিট বক্স ২১০টি
গড় টিকিট পড়ছে৫ ,০০০টি
৫০০০×২১০=১০৫০,০০০ টি টিকেট।
মূল্য ১০,৫০,০০০×২০=২১,০০০,০০০ (২ কোটি+) টাকার টিকেট বিক্রি হয়।
পুরস্কার হিসাব
প্রথম পুরুস্কার ১০ লাখ
দ্বিতীয় পুরস্কার ৫ লাখ
তৃতীয় পুরস্কার ৩ লাখ
১৫ টি মোটরসাইকেল গড় ১ লাখ ২০ হাজার করে ১৮ লাখ
বাকী সব পুরুস্কার গড় ১০ লাখ
সকল কর্মচারীর দৈনিক বেতন মোট ৩০০ জন ৫ লাখ
মোট আয় ২ কোটি ১ লাখ প্রতিদিন।
মোট ব্যায় ৫১ লাখ প্রতিদিন।
সিন্ডিকেট ব্যয় ৫০ লাখ প্রতিদিন।
মোট আয়-মোট ব্যয়= ১ কোটি অবশিষ্ট আয়।
এটি ধারণা করে হিসাব করা তুলনামূলক ভাবে ৫০/৬০ লাখ কম বেশী করলেও দৈনিক ৫০/৪০ লাখ টাকা দিন দুপুরে হাতিয়ে নিচ্ছে। টিকিটের মোহে পরে সাধারণ জনগণ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার জ্ঞান বোধে ইতিপূর্বে এরকম জুয়া উত্তরবঙ্গে খুব কম সময় দীর্ঘদিন টিকছে।
বিঃদ্রঃ একটু গভীর মনযোগ দিয়ে ভাবুন আর মোট ৫০/৪০ দিন ধরে এটা চলছে তাহলে কত কোটি টাকা লুট হচ্ছে নীলফামারী, রংপুর, দিনাজপুর, থেকে। আমি মনে করি সকলের উচিত এটা বন্ধ করা-