Zakaria Bin Khalid

Zakaria Bin Khalid কষ্ট পাওয়া টা যার অভ্যাসে পরিণত হয়ে যায়! -সে এক সময় কান্না করেতে ভুলে যায়.!😽👻
(2)

🫣🫣
18/12/2023

🫣🫣

18/12/2023
😭😭😭
18/12/2023

😭😭😭

18/12/2023

বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।

18/12/2023

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!”

🥴
17/12/2023

🥴

Something letter...
17/12/2023

Something letter...

17/12/2023

Promotion time
Let's go 🔥
Zakaria Bin Khalid

“তোমাকে ছেড়ে দেওয়াটা কঠিন ছিল, কিন্তু তোমাকে আমার স্মৃতিতে বাঁচিয়ে রাখাটা দিন দিন আরও কঠিন হচ্ছে।”  👽😪-
14/12/2023

“তোমাকে ছেড়ে দেওয়াটা কঠিন ছিল, কিন্তু তোমাকে আমার স্মৃতিতে বাঁচিয়ে রাখাটা দিন দিন আরও কঠিন হচ্ছে।” 👽😪-

06/12/2023

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:

১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবেন
* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন

04/12/2023

অন্যায় করে লজ্জিত
না হওয়া,আরো বরো অন্যায়।

04/12/2023

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়,ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।অর্থ যেখানে নাই ভালবাসা সেখানে দুর্লভ।😥😥

04/12/2023

❝╰⊱♥⊱╮🔹 গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি; কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে—এটা ভেবে আনন্দিতও হতে পারি। 🔹╰⊱♥⊱╮❞

বাবা গো মুঝে বাচালো ইয়ার,,,🤣🤣🤣
03/12/2023

বাবা গো মুঝে বাচালো ইয়ার,,,🤣🤣🤣



01/12/2023

বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না।
✿ হযরত আলী (রাঃ)

01/12/2023

যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না।

Address

Rangpur

Telephone

+8801931213413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakaria Bin Khalid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakaria Bin Khalid:

Share