15/07/2025
আজ তিনি নেন ৩ কোটি 💪
১৯৯৮ সাল তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাংলা পাতলা একটা ছেলে অভিনয় জগতে পা রাখে কিন্তু তার আগমনে ঢালিউডের কিছু যায় আসেনি এবং ঢালিউড তাকে স্পেসিফিক জায়গাও দেয়নি। তবে- ঐ হ্যাংলা পাতলা ছেলেটা হাল ছাড়ে নি,ইন্ডাস্ট্রিতে কিছু করার মনমানসিকতা ছিল। অনেক কষ্টের পর হাতে সিনেমা আসতো তার,নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন।
" শুরুর দিকে নামমাত্র পারিশ্রমিক পেতেন শাকিব খান,শোনা যায়- সেই সংখ্যা ৫০ হাজারের আশেপাশে ছিল"। একপর্যায়ে সাইড হিরো হিসেবে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন,পারিশ্রমিক নিয়ে কখনোই মাথা ঘামাতেন না শাকিব খান,ওনার মধ্যে ভালো কিছু করার প্রবল উন্মাদনা ছিল। যত ছোটো চরিত্রই হোক নিজেকে উজাড় করে দিয়েছিল পুরো,যার ফলে প্রধান নায়কের চেয়েও তার অভিনয় নিয়ে বেশি আলোচনা সমালোচনা হতো। একসময় পরিচালকরা তাকে প্রধান ক্যারেক্টারে ভাবতে শুরু করলো,নিজের অভিনয়ের জাত ছিনিয়ে দিলো দর্শক আর নেটিজেনদের। অভিনয় দক্ষতা দিয়ে সকল নায়ককে পিছনে ফেলে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রির শীর্ষে পৌছে যায় ছেলেটি, ততদিনে বাংলা সিনেমায় তার দাপটে তার নামের উপর সিনেমা চলা শুরু করে। অতি সাধারণ 'মাসুদ রানা' হয়ে যায় নাম্বার ওয়ান শাকিব খান! একচ্ছত্র আধিপত্য শাকিবের,তার নামের উপর হল বুকিং শুরু হয়ে যায়। এক ঈদে ৫-৬ টা করে সিনেমা মুক্তি পেতে শুরু করে,হল মালিকরা মুখিয়ে থাকা শুরু করে তার দিকে। দেশজুড়ে ততদিনে তার বিশাল ভক্তকূল তৈরি হয়ে গেছে,শাকিবের সিনেমা আসা মানেই এদের কাছে প্রবল উন্মাদনা আর আনন্দের উল্লাসে ফেটে পড়া। তখন থেকে আজ অব্দি শাকিবের আর পিছন ফেরে তাকানো হয়নি। মাঝে আবার শাকিবকে থামাতে যৌথ প্রযোজনা নিয়ে তালবাহানা শুরু হয়,গোটা ইন্ডাস্ট্রি তখন শাকিবের বিরুদ্ধে চলে যায়। কিন্তু তার ভক্তকূলের প্রকোপে তাকে আটকানো সম্ভব হয়নি,যেমনটা গত রোজার ঈদে 'বরবাদ' সেন্সরে আটকানোর চেষ্টা করা হলে শাকিব ভক্তদের আন্দোলনের ফলে সফল হয়নি। ২০২২ সালে শাকিব যখন আমেরিকা হতে ফিরে তখন অনেকদিন পরে শাকিবের নতুন সিনেমা মুক্তির আলো দেখে- 'লিডার আমিই বাংলাদেশ',সিনেমাটি ব্যবসাসফল হলেও বড়সড় ব্লাস্ট হয়নি। যখন 'প্রিয়তমা' মুক্তি পায় বাংলা সিনেমার সর্বোচ্চ আয়কৃত সিনেমা হিসেবে ভূষিত হয়। এরপর শাকিব যতগুলো সিনেমা করেছে 'রাজকুমার,তুফান,দরদ,বরবাদ,তান্ডব' সব নিজের রেকর্ড নিজেই ভাঙছে,নিজেকেই নিজে নতুনভাবে আবিষ্কার করছে। তবে- এটা শাকিব খানের প্রাইম টাইম নয়,এরচেয়েও ভালো সময় তিনি পার করেছেন। হয়ত বর্তমানের মতো সর্বমহলে প্রশংসিত হননি।
"বর্তমানে তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক হাকাচ্ছেন ৩ কোটি টাকা, হ্যাঁ! ৩ কোটি টাকাই 🔥 এটা চাট্টিখানি কথা না,এই টাকা দিয়ে এদেশে ৪-৫ টা লো বাজেটের সিনেমা তৈরি সম্ভব।
গর্ব হয় ওনি শাকিবিয়ানদের 🤎