Daily Health Tips

Daily Health Tips স্বাস্থবিষয়ক সকল টিপস পেতে সাথেই থাকুন।

কিছু কথা না বললেই নয়,
আমরা মনে করি স্বাস্থ্যসচেতনতা তৈরী করা শুধু মাত্র দেশের সরকার বা ডাক্তারের কাজ নয়।এটা আমরা সবাই মিলে একসাথে করতে পারি।খুবই সামান্য সরল কিছু টিপস পারে না আমাদের সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে।এর জন্য সকলের সচেতনতা খুবই দরকার।

ব‍্যস্ততার কারনে হয়তো অনেকেই স্বাস্থবিষয়ক টুকিটাকি কিছু প্রয়োজনীয় টিপস ইন্টারনেট থেকে খুজে নিতে পারছেন না,আমরা চেষ্টা করছি সেরকমই কিছু টিপস আপনাদের মাঝে

তুলে ধরতে।নির্ভরযোগ‍্য সুত্র থেকে তুলে ধরছি স্বাস্থবিষয়ক নানা কথন। তৈরী করতে চাচ্ছি সামাজিক স্বাস্থ্য সচেতনতা।

আপনি যদি ডাক্তারি পেশায় নিয়োজিত থাকেন ও মনে করেন আপনার কথা শুনে মানুষ উপকৃত হবে তবে আমাদের সাথে জয়েন করতে পারেন। বেশি না প্রতিদিন একটি করে টিপস দেন তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হতে পারবো।

ধন্যবাদ।

বিঃদ্রঃ মানুষ মাত্রই ভুল।দয়া করে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়া করে স্প‍্যামিং করবেন না।এটি একটি স্বাস্থবিষয়ক রিলেটেড গ্রুপ।

আপনাদের সকলের সহযোগিতায় আমরা পেজটিকে আরও অনেক দুর সামনে এগিয়ে নিতে পারি। সকল পোস্টে লাইক,কমেন্ট করবেন, পোষ্টটি ভালো লাগলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন।

আল্লাহ্ হাফেজ।

এডমিন Md.Ibrahim Mia

পু/রু/ষ এবং ম/হি/লা/দের যৌ/না/ঙ্গে/র আশেপাশের এরিয়াতে চুলকানিতে চমৎকার কার্যকরী একটি ক্রিম। ব্যবহারের নিয়ম দৈনিক দুইবা...
15/08/2025

পু/রু/ষ এবং ম/হি/লা/দের যৌ/না/ঙ্গে/র আশেপাশের এরিয়াতে চুলকানিতে চমৎকার কার্যকরী একটি ক্রিম।
ব্যবহারের নিয়ম দৈনিক দুইবার।

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করে দিবে।পোষ্টটি শেয়ার ...
14/08/2025

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করে দিবে।
পোষ্টটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন।

জরায়ুতে নয়, লিভারের ভিতরে বেড়ে উঠছিল ভ্রূণ..‼️ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক ৩০ বছর বয়সি মহিলার দেহে ঘটেছে চিকিৎসা ...
14/08/2025

জরায়ুতে নয়, লিভারের ভিতরে বেড়ে উঠছিল ভ্রূণ..‼️

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক ৩০ বছর বয়সি মহিলার দেহে ঘটেছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিরল ঘটনা। পেটব্যথা ও বমির মতো সাধারণ উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে প্রাথমিক আলট্রাসাউন্ডে কিছু ধরা না পড়লেও, মীরাটের একটি বেসরকারি ইমেজিং সেন্টারে উচ্চ রেজলিউশনের এমআরআই পরীক্ষায় দেখা যায় মহিলার লিভারের ভিতরে বেড়ে উঠছে ১২ সপ্তাহের ভ্রূণ।

চিকিৎসকদের ভাষায়, এই অবস্থাকে বলা হয় ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি। যেখানে জরায়ুর বাইরে, সরাসরি লিভারের মধ্যে ভ্রূণের বিকাশ ঘটে। রেডিয়োলজিস্ট ডা. কে কে গুপ্ত জানান, বহু বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনও দেখিনি। প্রথমে যন্ত্রের ত্রুটি ভেবেছিলাম, কিন্তু একাধিক অ্যাঙ্গল থেকে পুনঃস্ক্যান করেও স্পষ্ট দেখা গেল ভ্রূণ এবং তার হৃদস্পন্দন।

রিপোর্ট অনুযায়ী, ভ্রূণটি লিভারের ডান লোবের ভিতরে ছিল এবং রক্ত সরবরাহ হচ্ছিল লিভারের শিরা-উপশিরা দিয়ে। মহিলার জরায়ু সম্পূর্ণ খালি ছিল। চিকিৎসকদের ধারণা, ভারতের ইতিহাসে এটাই সম্ভবত প্রথম নথিভুক্ত ঘটনা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের গর্ভাবস্থা মা ও ভ্রূণ উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। বর্তমানে মহিলাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ দলের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা হবে।
Copy

টিপস।
14/08/2025

টিপস।

উপকারী কিছু ঔষুধি পাতা জেনে রাখুন।
12/08/2025

উপকারী কিছু ঔষুধি পাতা
জেনে রাখুন।

এতগুলো নাপা!এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু...
10/08/2025

এতগুলো নাপা!
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।
পোষ্টটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন।


  বা'বু'দের অ'রু'চি অপু''ষ্টি স্মৃ'তি শক্তির কার্যকরী সিরাপ।বিস্তারিত কমেন্টে।
08/08/2025

বা'বু'দের অ'রু'চি অপু''ষ্টি স্মৃ'তি শক্তির কার্যকরী সিরাপ।
বিস্তারিত কমেন্টে।

08/08/2025

ভেজা চুলে যে ৫ টি কাজ কখনও করবেন না।

Address

Dhaka
Rangpur
5510

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801773225910

Alerts

Be the first to know and let us send you an email when Daily Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Health Tips:

Share