Daily Health Tips

Daily Health Tips স্বাস্থবিষয়ক সকল টিপস পেতে সাথেই থাকুন।
(1)

কিছু কথা না বললেই নয়,
আমরা মনে করি স্বাস্থ্যসচেতনতা তৈরী করা শুধু মাত্র দেশের সরকার বা ডাক্তারের কাজ নয়।এটা আমরা সবাই মিলে একসাথে করতে পারি।খুবই সামান্য সরল কিছু টিপস পারে না আমাদের সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে।এর জন্য সকলের সচেতনতা খুবই দরকার।

ব‍্যস্ততার কারনে হয়তো অনেকেই স্বাস্থবিষয়ক টুকিটাকি কিছু প্রয়োজনীয় টিপস ইন্টারনেট থেকে খুজে নিতে পারছেন না,আমরা চেষ্টা করছি সেরকমই কিছু টিপস আপনাদের মাঝে

তুলে ধরতে।নির্ভরযোগ‍্য সুত্র থেকে তুলে ধরছি স্বাস্থবিষয়ক নানা কথন। তৈরী করতে চাচ্ছি সামাজিক স্বাস্থ্য সচেতনতা।

আপনি যদি ডাক্তারি পেশায় নিয়োজিত থাকেন ও মনে করেন আপনার কথা শুনে মানুষ উপকৃত হবে তবে আমাদের সাথে জয়েন করতে পারেন। বেশি না প্রতিদিন একটি করে টিপস দেন তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হতে পারবো।

ধন্যবাদ।

বিঃদ্রঃ মানুষ মাত্রই ভুল।দয়া করে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়া করে স্প‍্যামিং করবেন না।এটি একটি স্বাস্থবিষয়ক রিলেটেড গ্রুপ।

আপনাদের সকলের সহযোগিতায় আমরা পেজটিকে আরও অনেক দুর সামনে এগিয়ে নিতে পারি। সকল পোস্টে লাইক,কমেন্ট করবেন, পোষ্টটি ভালো লাগলে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন।

আল্লাহ্ হাফেজ।

এডমিন Md.Ibrahim Mia

08/10/2025

08/10/2025

07/10/2025

06/10/2025

অতিরিক্ত ভাত খাবেন না।
06/10/2025

অতিরিক্ত ভাত খাবেন না।

06/10/2025

05/10/2025

কলা খাওয়ার উপকারিতা।
05/10/2025

কলা খাওয়ার উপকারিতা।

05/10/2025

🌱 অঙ্কুরিত ছোলার যৌন ক্ষেত্রে ৫০টি উপকারিতা।1. যৌনশক্তি ও পুরুষত্ব বাড়ায়।2. শুক্রাণুর গুণমান উন্নত করে।3. টেস্টোস্টেরন হ...
04/10/2025

🌱 অঙ্কুরিত ছোলার যৌন ক্ষেত্রে ৫০টি উপকারিতা।

1. যৌনশক্তি ও পুরুষত্ব বাড়ায়।

2. শুক্রাণুর গুণমান উন্নত করে।

3. টেস্টোস্টেরন হরমোন উৎপাদন বাড়ায়।

4. শুক্রাণুর সংখ্যা বাড়ায়।

5. নারীদের যৌন ইচ্ছা (লিবিডো) বৃদ্ধি করে।

6. যৌন অঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়।

7. যৌন দুর্বলতা কমায়।

8. দীর্ঘসময় মিলনে সক্ষমতা বাড়ায়।

9. প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে।

10. যৌন উত্তেজনা ধরে রাখতে সাহায্য করে।

শরীর ও স্নায়ুর জন্য উপকারিতা

11. নার্ভ শক্তিশালী করে।

12. স্ট্যামিনা ও সহনশীলতা বাড়ায়।

13. মানসিক চাপ কমিয়ে যৌন ইচ্ছা জাগায়।

14. ঘুম ভালো করে, ফলে যৌন কর্মক্ষমতা বাড়ে।

15. শরীরের ক্লান্তি দূর করে।

16. যৌন অঙ্গের টিস্যু মজবুত করে।

17. স্নায়বিক দুর্বলতা কমায়।

18. যৌন ক্রিয়ায় আত্মবিশ্বাস বাড়ায়।

19. রাত্রিকালীন স্বপ্নদোষ নিয়ন্ত্রণে সাহায্য করে।

20. দ্রুত বীর্যপাত রোধে সহায়তা করে।

রক্ত ও হরমোনের জন্য উপকারিতা

21. শরীরে রক্ত বৃদ্ধি করে।

22. রক্তশূন্যতা দূর করে যৌন দুর্বলতা কমায়।

23. যৌন হরমোনের ভারসাম্য বজায় রাখে।

24. নারীদের হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে।

25. পুরুষের হরমোনজনিত সমস্যা কমায়।

26. যৌন ইচ্ছাশক্তি জাগিয়ে তোলে।

27. যৌন মিলনে দ্রুত শক্তি জোগায়।

28. শুক্ররস ঘন করে।

29. বীর্যের পরিমাণ বাড়ায়।

30. প্রজনন ক্ষমতা উন্নত করে।

দীর্ঘমেয়াদী উপকারিতা

31. যৌন শক্তি ধরে রাখতে সাহায্য করে।

32. বয়সজনিত যৌন দুর্বলতা কমায়।

33. দীর্ঘদিন যৌন সক্ষমতা অটুট রাখে।

34. যৌন অঙ্গের ক্ষয়রোগ প্রতিরোধ করে।

35. হরমোনজনিত বন্ধ্যাত্ব কমায়।

36. শরীরকে যৌন সক্ষমতার জন্য প্রস্তুত রাখে।

37. বীর্যের তেজ ও উষ্ণতা বাড়ায়।

38. দীর্ঘসময় মিলনে শক্তি ধরে রাখে।

39. যৌন ইচ্ছার ঘাটতি পূরণ করে।

40. কামশক্তি বাড়ায়।

অতিরিক্ত উপকারিতা

41. যৌন স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায়।

42. যৌন মিলনের পর ক্লান্তি কমায়।

43. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যৌন ইচ্ছা বাড়ায়।

44. শক্তি ধরে রাখতে সহায়তা করে।

45. দীর্ঘ মিলনে আনন্দ বাড়ায়।

46. পুরুষের প্রোস্টেট স্বাস্থ্যের জন্য ভালো।

47. নারীর ডিম্বাণুর গুণমান উন্নত করে।

48. সন্তান ধারণে সহায়ক ভূমিকা রাখে।

49. দীর্ঘদিনের যৌন অক্ষমতা ধীরে ধীরে কমায়।

50. শরীর ও মনের যৌন স্বাস্থ্য সামগ্রিকভাবে উন্নত করে।

---

👉 খাওয়ার নিয়ম

রাতে ৫০–৭০ গ্রাম ছোলা পানিতে ভিজিয়ে রেখে সকালে অঙ্কুরিত অবস্থায় খেতে হবে।

খালি পেটে খেলেই সবচেয়ে ভালো কাজ করে।

মধু বা দুধের সঙ্গে খেলেও উপকারিতা বাড়ে।

04/10/2025

জীবনে সুখী হবার ৮ টি উপায়।
04/10/2025

জীবনে সুখী হবার ৮ টি উপায়।

Address

Dhaka
Rangpur
5510

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801773225910

Alerts

Be the first to know and let us send you an email when Daily Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Health Tips:

Share