Nirbhash

Nirbhash Silent reflection, evoking deep personal introspection.

23/12/2024

দুরারোগ্য ব্যাধির মত বিস্তার করছে লোনলিনেস; অথচ সমস্ত কোলাহল জড়িত করে আমিই রেখে দেই এক উপেক্ষিত হৃদয়ের বিনয়ের অপেক্ষায়।

বন্ধুমহলে আড্ডার ফাঁকে এক কাপ চা হলো হাজারো চিন্তাভাবনা ভাগাভাগি করার একটি আহ্লাদি অজুহাত
22/12/2024

বন্ধুমহলে আড্ডার ফাঁকে এক কাপ চা হলো হাজারো চিন্তাভাবনা ভাগাভাগি করার একটি আহ্লাদি অজুহাত

17/12/2024

এক দুষ্টু ছেলে মজা করার জন্য চিৎকার করে বলত, “বাঘ এসেছে! বাঁচাও!” গ্রামবাসীরা ছুটে আসত, কিন্তু দেখে বুঝত সে মিথ্যা বলেছে।

কিছুদিন পর সত্যি বাঘ এলো। ছেলে চিৎকার করল, “বাঁচাও! বাঁচাও! বাঘ এসেছে!” কিন্তু গ্রামবাসীরা ভাবল, সে আবার মিথ্যা বলছে, তাই কেউ এল না। বাঘটি ছেলেটির ভেড়া মেরে ফেলল।

সেদিন থেকে ছেলেটি বুঝল, মিথ্যা বলার ফল কত ভয়ংকর।

23/10/2024

মৃত্যু ছুঁয়ে যে ফিরে এসেছে,
যোদ্ধার মগজ ঘেঁষে চলে যাওয়া কোনো বুলেট।
অস্তিত্বের কদর বুঝেছে সেদিন।
ছাদ থেকে লাফ দিয়ে চূর্ণবিচূর্ণ হওয়া হাড়-গোড়, আইসিইউ তে শুয়ে ক্লান্ত শরীর, আর অপেক্ষায় বসে থাকা তার স্বজন, এ অপেক্ষা কিসের?
মৃত্যুর নাকি বেঁচে ফিরবার?
আমার মৃত্যু যেনো হয় খুব স্বাভাবিকভাবে ঘুমের ঘোরে পবিত্র অবস্থায় কিংবা তার সিজদায়, যে মহামান্য সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন আমায়।
পাঠিয়েছিলেন আমায়, উত্তপ্ত সূর্যের কিরণ হয়ে আলো ছড়ানোর জন্য, প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকার জন্য।
অথচ পৃথিবীকে কার্বন ডাই অক্সাইড ছাড়া কিছুই দিতে পারিনি, আমার মৃত্যু হবে ঝরে যাওয়া নক্ষত্রের মতোই, কেউ জানবেও না কোনোদিন, জেনে গেলে মনে রাখবে না দীর্ঘদীন।
মৃত্যুর আগেই মানুষ জানতে পারে অস্তিত্বের কদর, অন্যথায় মৃত্যু কামনা করে অযথাই।

15/10/2024

এখানে ফেইল করা মেয়ে বিয়ে করা হয় ;')

ফুলকন্যা🌼🌸
06/10/2024

ফুলকন্যা🌼🌸

পরের বার চালের বস্তা ফেলা যাবে না 🐸
05/10/2024

পরের বার চালের বস্তা ফেলা যাবে না 🐸

Hey 🖤
30/07/2022

Hey 🖤

পৃথিবীর সবচেয়ে বর্ণিল ফুলের নাম কাঠগোলাপ। 🌸♥
21/07/2022

পৃথিবীর সবচেয়ে বর্ণিল ফুলের নাম কাঠগোলাপ। 🌸♥

- with you, without you 🖤
15/07/2022

- with you, without you 🖤

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirbhash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share