
02/06/2025
তোমাকে যখন আমি পেয়েছিলাম, তখন সালটা ছিলো ২০২১ এর শেষ শেষ। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করেছিলাম। ফ্রেন্ড থেকে শুরু হলো রিলেশনশিপ। তোমাকে পেয়ে আমার মনে হয়েছিলো আমি যেই পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম, হয়তো তাকেই পেয়ে গেলাম! কেননা তুমি যেনো আমার মনের কথা সবই বুঝতে। 💜
যদিও তখন ওতোটা গুরুত্ব দেই নাই, কিন্তু মাস কয়েক যাওয়ার পরই তোমার মায়ায় এতো পরিমানে পরেছিলাম যা আমি এখনো ভুলতে পারি না। কিন্তু তখন প্রকাশ করিনি। এজন্যই হয়তো তুমিও আমার জন্য পাগল ছিলে।
শোনো কিছু নারী টাকা-পয়সা, বাড়ি- গাড়ি কিছুই চায় না। তাদের চাওয়াটা থাকে এর থেকেও দামি কিছু, তারা চায় তার শখের পরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝোক, তাকে সন্মান করুক। ☺️❤️🩹
সবকিছু উজার করে দিয়ে ভালোবাসলাম তোমাকে। কিন্তু তুমি তো আর সেটা দেখবে না, দেখবে শুধু ভুল
। ভুল কোন সম্পর্কে হয় না বলেন তো। সব সম্পর্কে ই ভুল হয়। তবে কী সব সম্পর্কেরই বিচ্ছেদ হয়ে যায়?
তুমি চাইলেই পারতা আমাদের ছোট একটা সংসার করতে। কিন্তু তুমি সেটা চাইলে না। তুমি চাইলেই সব হতো। কিন্তু তোমার এসব চাওয়ার সময়ই হইলো না। 😅
তোমার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে রাজি ছিলাম আর তুমি? 😅
তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবেসেছি। যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি। দিন রাত সমান হয়ে গেছে না ঘুমাতে ঘুমাতে। তুমিই ছিলে আমার সেই শখের পুরুষ যারে এতো কইরা চাওয়ার পরেও আমি পাইলাম না। তোমার মধ্যে সব গুনই ছিলো। শুধু ছিলো না আমারে বোঝার মতো কোনো গুন।
এখন আর আগের মতো তোমারে বিরক্ত করি নাহ্। কতো কথা জমে গেছে এ বুকে এখন আর শেয়ার করা হয় না। এখন আর ভিডিও অফ হয়ে মনে হয় না যে তুমি কল দিয়েছো। এখন আর কোনো কল মেসেজ আসলে মনে হয় না যে, এই বুঝি তুমি মেসেজ কল দিলে। তোমার প্রতি ভালোবাসা,মায়া আমারও কমে যাচ্ছে। হ্যা আগের মতোই কান্না করি। কিন্তু এখন আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য না, তোমারে পাওয়ার জন্য না। কারন আমি জানি এসব আশা করা নিতান্তই আমার একটা বিথা আশা। আমি এখন কান্না করি আমার ভাগ্যর কথা ভেবে। আমার ভাগ্য এতো ভালো না হলেও পারতো!
তোমার মনে আছে আমাদের প্রথম দেখা করার দিনটার কথা? কতোটা হাসিখুশিই না ছিলাম আমরা। কতো স্বপ্নই না দেখেছিলাম আমরা। জানো তোমাকে মনে করার ভয়ে আমি অলস মেয়েটাও এখন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি,কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। প্রতিটা মূহুর্তে আমি তোমাকেই মনে করি। 😅
তুৃমি জানো, রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙ্গলে তোমার কথাই আমার মনে পরে। তখন মোবাইল চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই। তখন আরো হাহাকার লাগে। বিশ্বাস করো তখন আর ঘুমাতে পারি না, চোখের পাশ দিয়া পানি গড়াইয়া পরতেই থাকে ☺️🩹
কতো রাত ভালো করে ঘুমাই না, কতো দিন ভালো করে খাই না। তুমি কী জানো, চোখের পানির সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতোটুকু?
সবাই বলে তোমারে ভুইলা যাইতে, আসলেই কী সেটা সম্ভব? হ্যা সম্ভব তুমি যদি আমার যোগাযোগ অফ করে দিয়ে ভুলে যাইতে পারো। আমিও পারবো চিন্তা কইরো না।অতি তারাতাড়িই তোমার মায়া কাটিয়ে উঠবো। 😅
তুমি এতোটা পাষাণ মনের মানুষ আমার জানা ছিলো না। তোমার সামনে বইসা অসহায়ের মতো কান্না করছি। সেটা দেখে তোমার নাকি আরো রাগ লাগছে 😅 লাগবেই তো স্বাভাবিক ভালোবাসা না থাকলে মানুষের প্রতি মানুষের কোনো মায়া থাকে না। 😅
দেখো আমি কতোটা নির্লজ্জ ভুলে যাবো বইলাও, সেই তোমার জন্যই কান্না করতেছি। তোমার কথা আসলেই কেনো আমার চোখের পানি কোনো বাধা মানে না বলতে পারো?
তবে তুমি এক ভাগ্যবান পুরুষ যার জন্য কিনা একটা নারী অঝোরে চোখের পানি ফেলেছে। 🎀
মাঝে মাঝে এতোটা পরিমানে কষ্ট হয়, এটা ভেবে যে তোমাকে আমি সত্যিই আর পাবো না >3❤️🩹
তবে আমি আর কোনো আফসোস করবো না তোমারে নিয়া। তুমি তোমার জীবন ফুল দিয়ে সাজিয়ো 🌸
মনে রেখো এই ভুল'কেও কেউ, ফুল ভেবে মায়া কইরা কুড়িয়ে নিবে। ❤️🩹🩹
ইতি
তোমার জীবনের 'ভুল' ❤️🩹
পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
👉আপনি কি আপনার জীবনের গল্প শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন।