
18/08/2025
মানুষ স্বভাবতই তার চারপাশের পরিবেশ, সঙ্গ ও অভ্যাস দ্বারা প্রভাবিত হয়। ভালো মানুষও যদি দীর্ঘ সময় খারাপের সংস্প'র্শে থাকে, তার চিন্তা, আচরণ ও নৈতিকতার পরিবর্তন ঘটতে শুরু করে। শুরুতে সে হয়তো ভেতরে ভেতরে প্রতিরোধ করবে, নিজের ভালো দিকগুলো আঁকড়ে ধরবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খারাপ প্রভাব ধীরে ধীরে তার চরিত্রের ভিত ন*ষ্ট করে ফেলবে।
যেমন একটি নির্মল স্বচ্ছ পানিতে যদি একটু করে কালো রং মেশানো হয়, প্রথমে হয়তো পানি স্বচ্ছই থাকবে, কিন্তু ক্রমে সেই পানি কালো হয়ে যাবে। তেমনি, খারাপ সঙ্গ, অসৎ পরিবেশ, বা নেতিবাচক চিন্তার মধ্যে থাকলে মানুষের হৃদয়ের পবিত্রতাও কলুষিত হয়ে পড়ে।
অনেক সময় আমরা ভেবে নিই, "আমি তো শক্ত, আমাকে কেউ বদলাতে পারবে না।" কিন্তু বাস্তবতা হলো—একটানা খারাপ কথাবার্তা শোনা, অসৎ কাজ দেখা, বা অনৈতিক আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে তা অবচেতনভাবে আমাদের ভেতরে জায়গা করে নেয়। তখন ভালো-মন্দের সীমারেখা ঝাপসা হয়ে যায়।
তাই নিজের ভালো থাকার জন্য শুধু নিজের মনকে দৃঢ় করলেই হবে না, বরং এমন পরিবেশ ও সঙ্গ বেছে নিতে হবে যা আমাদের নৈতিকতা, সততা ও ভালো গুণাবলিকে রক্ষা করে। মনে রাখতে হবে, ভালো থাকা যতটা কঠিন, খারাপ হয়ে যাওয়া তার চেয়ে অনেক সহজ। তাই খারাপের সংস্প'র্শ থেকে দূরে থাকা মানেই নিজের ভালোকে বাঁচিয়ে রাখা।
#জীবন_চক্র
゚viralシfypシ゚viralシalシ