Crushh

Crushh To present yourself to others in a beautiful way.
(3)

মানুষ স্বভাবতই তার চারপাশের পরিবেশ, সঙ্গ ও অভ্যাস দ্বারা প্রভাবিত হয়। ভালো মানুষও যদি দীর্ঘ সময় খারাপের সংস্প'র্শে থাকে,...
18/08/2025

মানুষ স্বভাবতই তার চারপাশের পরিবেশ, সঙ্গ ও অভ্যাস দ্বারা প্রভাবিত হয়। ভালো মানুষও যদি দীর্ঘ সময় খারাপের সংস্প'র্শে থাকে, তার চিন্তা, আচরণ ও নৈতিকতার পরিবর্তন ঘটতে শুরু করে। শুরুতে সে হয়তো ভেতরে ভেতরে প্রতিরোধ করবে, নিজের ভালো দিকগুলো আঁকড়ে ধরবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খারাপ প্রভাব ধীরে ধীরে তার চরিত্রের ভিত ন*ষ্ট করে ফেলবে।

যেমন একটি নির্মল স্বচ্ছ পানিতে যদি একটু করে কালো রং মেশানো হয়, প্রথমে হয়তো পানি স্বচ্ছই থাকবে, কিন্তু ক্রমে সেই পানি কালো হয়ে যাবে। তেমনি, খারাপ সঙ্গ, অসৎ পরিবেশ, বা নেতিবাচক চিন্তার মধ্যে থাকলে মানুষের হৃদয়ের পবিত্রতাও কলুষিত হয়ে পড়ে।

অনেক সময় আমরা ভেবে নিই, "আমি তো শক্ত, আমাকে কেউ বদলাতে পারবে না।" কিন্তু বাস্তবতা হলো—একটানা খারাপ কথাবার্তা শোনা, অসৎ কাজ দেখা, বা অনৈতিক আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে তা অবচেতনভাবে আমাদের ভেতরে জায়গা করে নেয়। তখন ভালো-মন্দের সীমারেখা ঝাপসা হয়ে যায়।

তাই নিজের ভালো থাকার জন্য শুধু নিজের মনকে দৃঢ় করলেই হবে না, বরং এমন পরিবেশ ও সঙ্গ বেছে নিতে হবে যা আমাদের নৈতিকতা, সততা ও ভালো গুণাবলিকে রক্ষা করে। মনে রাখতে হবে, ভালো থাকা যতটা কঠিন, খারাপ হয়ে যাওয়া তার চেয়ে অনেক সহজ। তাই খারাপের সংস্প'র্শ থেকে দূরে থাকা মানেই নিজের ভালোকে বাঁচিয়ে রাখা।

#জীবন_চক্র



゚viralシfypシ゚viralシalシ

🔴 জরুরি বার্তা | রংপুর বিভাগ বিদ্যুৎহীন 🔴📍 গ্রিড বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গ অন্ধকারেরংপুর বিভাগসহ গোটা উত্তরবঙ্গে গ্রিড ব...
21/07/2025

🔴 জরুরি বার্তা | রংপুর বিভাগ বিদ্যুৎহীন 🔴

📍 গ্রিড বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গ অন্ধকারে

রংপুর বিভাগসহ গোটা উত্তরবঙ্গে গ্রিড বিপর্যয়ের কারণে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা সহ সব জেলাই এর আওতাভুক্ত।

🔌 নেসকোর প্রধান প্রকৌশলী জানিয়েছেন:
বড়পুকুরিয়া পাওয়ার গ্রিডে বিপর্যয়ের কারণে পুরো অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

📵 কখন বিদ্যুৎ ফিরে আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

⚠️ সতর্কতা:
👉 খুব প্রয়োজন ছাড়া মোবাইল ও রিজার্ভ ব্যাটারির চার্জ খরচ করবেন না।
👉 আলো ও নিরাপত্তার জন্য বিকল্প ব্যবস্থা রাখুন।

📢 বার্তাটি সবাইকে জানিয়ে সচেতন করুন।

— APS









20/07/2025

Big shout out to my newest top fans! 💎 SN Sumon, মোঃআকতারুজ্জামান গোলাপ, Mɗ Rɩʆʌt Kʜʌŋ, Md. Sumon Islam, ইয়াছ মিন, Mostakina Hasnat

Drop a comment to welcome them to our community,

good night everyone 🌸
19/07/2025

good night everyone 🌸

18/07/2025

Good night Everyone ✌️

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crushh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share