23/07/2025
নিরব কফিনে ঘুমিয়ে আছে ওরা,
শিশির ভেজা সকালটা যেন কাঁদে, শূন্য পথ ধরে সাদা কাফনের ছায়া,
মাইলস্টোনের গেট আজ নিঃশব্দ, নেই চেনা মুখের মায়া।
তাদের বইখাতায় লেখা ছিল স্বপ্ন,
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, কারো ছিল কবি হবার বাসনা,
আজ সবই ছাই হয়ে মিশে গেছে ধোঁয়ায়, রেখে গেছে শুধু ভালোবাসা।
মা-বাবার চোখে এখন শুধুই শূন্যতা,
যাদের জন্ম দিলো, ভালোবেসে মানুষ করলো,আজ ফিরল না তারা,
আল্লাহ তুমি জানো, এই কষ্ট ভাষাহীন, শুধুই তোমার দরবারে সান্ত্বনা ধারা।
জান্নাতের ফুল করে রেখো ওদের,
নয়নে নয়নে রেখো ওদের হাসি,
এই পৃথিবী হয়তো বুকে নিতে পারলো না,
তুমি রেখো, শান্তির পরম রাজ্যবাসি।