
16/07/2025
চায়ের কাপে চুমুক দিতেছি,
তোমার কথা বড্ড মনে পরতেছে।
বিকেলের হাওয়ায় স্মৃতিরা ভেসে,
আর এখন তুমি জড়িয়ে আছো আরেকজনের পাশে।
চায়ের সুবাসে পুরনো গল্প,
হৃদয়ের কোণে বেজে ওঠে টুপটাপ কলকল।
শূন্য কাপ, কিন্তু মনটা ভরা,
তোমারই কথায়—আবারও যেন হারায় সারা।