08/08/2024
রাত-২.০০টা।
সভারের বিভিন্ন এলাকার প্রায় প্রতিটি মসজিদেই মাইকিং করে প্রচার করা হলো যে এলাকাবাসী সবাই সাবধান। সাবাই জেগে থাকেন, এলাকায় ডাকাত ঢুকেছে।
কেমন একটা বিব্রতকর আর আতংকের একটা পরিস্থিতি বুঝতেই পারছেন নিশ্চয়ই।
এ ডাকাত কারা??
একদল বলছে আওয়ামিলীগের নেতারা এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় শেষ মরণকামড় হিসেবে ডাকাতি ও লুটপাট করে যাচ্ছে।
অপরদিকে, আরেকদল বলছে বিএনপি লুটপাট শুরু করেছে।
আসলে এরা কারা???
সমাজে নাশকতাকারীর অভাব নেই। এলাকায় চোর ডাকাত, ছিনতাইকারী, ধর্ষক খুনি সবাই ওত পেতে থাকে সুযোগের।
এরা সেই গোষ্ঠী।
দেশের পুলিশবাহিনি কর্মবিরতি ঘোষনার পর পরই এলাকার এসব অপরাধীরা স্বার্থে হাসিলে নেমেছে। তাই যতদ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে ফিরে আনতে হবে। যতো দ্রুত সম্ভব এই দিকটা সংস্কারের নজর দিতে হবে৷
অন্যায়কারী যারা করে এরা আজীবনই কারো না কারো ছত্রছায়ায় থাকে। কিন্তু এদের প্রধান উদ্দেশ্যেই হচ্ছে নির্মমতা ও বর্বররতা।
এরা কোন দলের না, এরা কোনো জাতির না।
এদের যেখানেই পাবেন। সংঘবদ্ধভাবে প্রতিহত করবেন।
দেশ থেকে একটা অন্যায়কারীরে বিতাড়িত করেই যে আপনি দেশটাকে শোধরাতে পারবেন তা কিন্তু নয়।
যে দেশের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, সে দেশ এতো সহজে শাপমুক্ত হবেনা।
সুযোগ পেলে আমরা সবাই নির্দ্বিধায় অন্যায় কাজ করি। তাই আসুন সবার আগে নিজেরা শিক্ষা নেই৷ নিজেরা শপথ নেই।
এদেশ আমার। আমার জায়গা থেকে আমি এদেশের অন্যায় বর্জন করবো।
নিজেও অন্যায় থেকে দূরে থাকবো।
জাকারিয়া ইসলাম রাব্বি
LINK :
|| এলাকাবাসী সবাই সাবধান.সাবাই জেগে থাকেন,এলাকায় ডাকাত ঢুকেছে Directed by : Sujon SarkerHi There,This is a Most Uncommon channel wh...