Alokito Poth ツ

Alokito Poth ツ ✷✓نصائح من ذهب في الحياة✓•✷
✷✷✷𒆜 كفى بالموت واعظا 𒆜✷✷✷
✷✷✷•উপদেশ গ্রহণের জন্য মৃত্যু₋ই যথেষ্ঠ ✷✷✷

'ভুলে যাওয়া' আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে যে কি হতো তা আমরা...
16/04/2024

'ভুলে যাওয়া' আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারি না।

আমাদের প্রিয় কোন মানুষ যখন মারা যায়, তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু, সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই। মানে, তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আমাদের এই 'ভুলে যাওয়া'র ক্ষমতা না দিতেন, কেমন হতো ভাবুন তো?

আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে, পাঁচ বছর পরও যদি আপনার ঠিক সেরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারতেন?

আবার, 'ভবিষ্যত না জানা' ও একরকম নিয়ামত। ধরুন, আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টায় মারা যাবে, আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? খেতে পারবেন? ঘুমোতে পারবেন? কাজ করতে পারবেন? পারবেন না। আপনার জীবনটাই দূর্বিষহ হয়ে উঠবে। কিন্তু না। আল্লাহ আপনাকে সেটা জানান না। কাউকেই জানান না। সেই জ্ঞান তিনি তাঁর কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি।

এজন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ!
[আরিফ আজাদ]

মাশাআল্লাহ, উত্তম সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ইম!রতে ইসল!মিয়!কে জানাই আন্তরিক মুবারক বাদ। 💛🌸
16/04/2024

মাশাআল্লাহ, উত্তম সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ইম!রতে ইসল!মিয়!কে জানাই আন্তরিক মুবারক বাদ। 💛🌸

" দ্যাটস এনাফ ফর ইউ "🤣🤣🙃
13/04/2024

" দ্যাটস এনাফ ফর ইউ "🤣🤣🙃

🛑  খোলামন নিয়ে বলছি 👇👇০১.আলী হাসান ওসামা উমর রা: থেকে ২০ রাকআতের কোন সহি হাদিস পেশ করতে পারেন নাই।০২.তিনি নিজেই বলে দিয়ে...
13/04/2024

🛑 খোলামন নিয়ে বলছি 👇👇

০১.আলী হাসান ওসামা উমর রা: থেকে ২০ রাকআতের কোন সহি হাদিস পেশ করতে পারেন নাই।

০২.তিনি নিজেই বলে দিয়েছেন ২০ রাকআতের হাদিস মুরসাল। কিন্তু ব্রাদার রাহুল তার মুরসাল হাদিসের বিপক্ষে ৮ রাকআতের সহি হাদিস পেস করেছেন।

০৩.আলী হাসান ওসামা ব্রাদার রাহুলের প্রথম পর্বের ৮ টি প্রশ্ন হজম করে ফেলেছে৷ একটারো উত্তর দিতে পারেন নাই।

০৪.আলি হাসান ওসামার ২০ রাকআত পেস করা হাদিসটি দেওবন্দ আলেমরাই দুর্বল এবং গ্রহন যোগ্য নয় বলে দিয়েছেন,ব্রাদার রাহুল হা: তাদের কিতাব খুলে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আলি হাসান ওসামা সহি বলে দিচ্ছেন। অর্থাৎ ডিবেটে নিজেই মুসলাল স্বীকার করে, পরে সেই মুসরাল হাদিসটিকে সহি করার জন্যে ভিবিন্ন অপ্রাসঙ্গিক ক্বাওল এনেছেন। যা হাস্যকর।

০৫.উমর রা: ২০ রাকআতের নির্দেশ দিয়েছেন কাকে দিয়েছেন..? তা আলি হাসান ওসামা বলতে পারে নাই।

০৬.অপর পক্ষে ব্রাদার রাহুল স্পষ্ট সহি এবং ক্লিস্টাল প্লেস সনদে দেখিয়ে দিয়েছেন উমর রা: তামিম আত দারিকে রা: ৮ রাকআতের নির্দেশ দিয়েছেন।

সুতরাং সব কিছু বিবেচনাই এটাই সঠিক ৮ রাকআতের হাদিস সহি আর ২০ রাকআতের হাদিস যঈব এবং মুরসাল। এই ডিবেট থেকে তা স্পষ্ট। মুয়াত্তা মালের ৮ রাকআতের হাদিসটি গোল্ডেন চেইন সর্বোচ্চ পর্যায়ের সহি কোন সমস্যা নাই। আলহামদুলিল্লাহ।

তর্ক নয় আসুন সহীহ হাদীস জানি এবং আমল করি।
📗 ৮ রাকাত সহিহ।
📕২০ রাকাত জাল🚫
🚫২০ রাকাতের পক্ষে একটিও সহিহ হাদিস নাই।🚫
আর উসামা সেই বাপ দাদার কিচ্ছা কাহিনী নিয়েই ব্যস্ত 🐸
কথা তেতো হলেও সত্য যে আজকে আলহামদুলিল্লাহ্ সত্যের বিজয় হয়েছে। 🛑

08/04/2024

- মানুষের _ দৃষ্টান্ত_ কুকুরের _দৃষ্টান্ত'র_ সাথে_ কেন _দেওয়া_ হয়ছে.....!!!!

- পারভেজ_বিন_আব্দুর_রাজ্জাক

#পারভেজ_বিন_আব্দুর_রাজ্জাক #পারভেজ _
#আলোকিত_পথ

__নতুন শাড়িতে পুরাতন বউ 😃🤪শাড়ি যতই পাল্টাও ঘরে আর তুলবো না,,তালাক দিছি তো দিছি!✅
30/03/2024

__নতুন শাড়িতে পুরাতন বউ 😃🤪
শাড়ি যতই পাল্টাও ঘরে আর তুলবো না,,
তালাক দিছি তো দিছি!✅

22/03/2024

_জাহান্নাম কতই না কষ্টের জায়গা

🎙️আব্দুল মান্নান

#আব্দুল_মান্নান

15/03/2024

- মৃত্যুর সময় মানুষ তার পুরো সম্পদ সাদকা করতে চাইবে কেন...!!!!

- পারভেজ_বিন_আব্দুর_রাজ্জাক

#পারভেজ_বিন_আব্দুর_রাজ্জাক #পারভেজ _
#আলোকিত_পথ

16/02/2024

Address

Rangpur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Poth ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokito Poth ツ:

Share

Category