
16/04/2024
'ভুলে যাওয়া' আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারি না।
আমাদের প্রিয় কোন মানুষ যখন মারা যায়, তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু, সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই। মানে, তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আমাদের এই 'ভুলে যাওয়া'র ক্ষমতা না দিতেন, কেমন হতো ভাবুন তো?
আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে, পাঁচ বছর পরও যদি আপনার ঠিক সেরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারতেন?
আবার, 'ভবিষ্যত না জানা' ও একরকম নিয়ামত। ধরুন, আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টায় মারা যাবে, আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? খেতে পারবেন? ঘুমোতে পারবেন? কাজ করতে পারবেন? পারবেন না। আপনার জীবনটাই দূর্বিষহ হয়ে উঠবে। কিন্তু না। আল্লাহ আপনাকে সেটা জানান না। কাউকেই জানান না। সেই জ্ঞান তিনি তাঁর কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি।
এজন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ!
[আরিফ আজাদ]