Al Hadith - আল হাদিস

Al Hadith - আল হাদিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Hadith - আল হাদিস, Publisher, গংগাচড়া, রংপুর, Rangpur.

পাখির এখন দুঃসময় যাচ্ছে। হয় তাকে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে হবে। অথবা যারপরনাই কষ্ট সহ্য করে নিজেকে দিতে হবে নবীণ এ...
09/08/2023

পাখির এখন দুঃসময় যাচ্ছে। হয় তাকে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে হবে। অথবা যারপরনাই কষ্ট সহ্য করে নিজেকে দিতে হবে নবীণ একটি রুপ। বাজপাখির জীবনটাই এমন। (আধ্যাতিক কথা)

বিঃদ্রঃ আমার আইডির শুরুতে দেখুন লেখা আছে: “বাজপাখির মত সংগ্রাম করি”।

জানেন কি?

বাজপাখি প্রায় ৭০ বছর জীবিত থাকে, অথচ ৪০ আসতেই ওকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এই সময়ে তার শরীরের ৩টি প্রধান অঙ্গ দূর্বল হয়ে পড়ে।
১) পায়ের নখ।
২) ঠোঁট।
৩) ডানা।

ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া ৩টি কাজই বাজপাখির জন্য ধীরে ধীরে কঠিন হয়ে পড়ে। তখন তার জন্য ৩ টি পথ খোলা থাকে।

১) আত্মহত্যা।
২) শকুনের মতো মরা খাওয়া।
৩) নিজেকে নতুন করে তৈরি করা ।

বাজপাখি একটি উঁচু পাহাড়ে বাসা বাধে আর শুরু করে নতুন করে বাঁচার প্রচেষ্টা। সে প্রথমে পাথরে বাড়ি মেরে মেরে তার ঠোট ও নখগুলি ভেঙ্গে ফেলে। তারপর অপেক্ষায় থাকে নতুন নখ ও ঠোট গজানোর। নখ ও ঠোট গজালে বাজপাখি ডানার সমস্ত পালকগুলি ছিঁড়ে ফেলে। প্রচন্ড কষ্ট সহ্য করে সে অপেক্ষায় থাকে নতুন পালকের। সব মিলিয়ে ১৫০ দিনের কঠিন পরীক্ষার পর বাজপাখি ফিরে পায় তার নতুন জীবন। হয়ে উঠে আগের চাইতেও ক্ষিপ্র ও চৌকশ।

সারকথা : আমাদের জীবনেও অনেক উথান পত্তন আসে কিন্তু তাতে হার মানলে চলবে না। বয়স কোনো বাধাই নয় বাজপাখির মতোই নব উদ্দ্যমে আমরা আমাদের অতীতকে পিছনে ফেলে অন্তহীন শক্তি নিয়ে এগিয়ে যাবো নতুন ভবিষ্যতের পথে। ইনশাআল্লাহ।

ট্যাগ:-
মোঃ নাসিদ মিয়া রংপুরী
Md Nashed Mia Rangpuri
Rangpuri TV - রংপুরী টিভি
01936036130
01645309067

26/11/2022

🔴সরাসরি আপনারা দেখছেন চৌধুরীর হাট কেন্দ্রীয় জামে মসজিদের মাহাফিল।

“তোমরা তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে প্রমাণ আসার পর মতভেদে লিপ্ত হয়েছে। তাদের জন্য রয়েছে মহা শাস্ত...
10/10/2022

“তোমরা তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে প্রমাণ আসার পর মতভেদে লিপ্ত হয়েছে। তাদের জন্য রয়েছে মহা শাস্তি। (আল ইমরান ২: ১০৫)

কাজ, সেটা যাই হোক না কেন মাঝে মাঝে বিরতি দিন। একটানা কোন কাজ করতে যাবেন না। এতে আপনার কাজটি সঠিকভাবে হবে না। বরং কাজের প...
10/10/2022

কাজ, সেটা যাই হোক না কেন মাঝে মাঝে বিরতি দিন। একটানা কোন কাজ করতে যাবেন না। এতে আপনার কাজটি সঠিকভাবে হবে না। বরং কাজের প্রতি অনীহা আসবে এবং কাজে ভুল ক্রুটি বেড়ে যাবে। একটানা যখন কোন কাজ করতে যাবেন তখন কাজটাকে খুব কঠিন মনে হবে। এই একই কাজ ভবিষ্যতে করতে অনেক ভয় লাগবে। তাই কাজকে সহজ করুন।

মোঃ নাসিদ মিয়া রংপুরী - Md Nashed Mia Rangpuri

“ভিতুর মত ঘরে থাকার পাত্র আমি নয়। আমি থেমে যাবার পাত্র নয়, মানুষের নিন্দার কাছে। আমি সেই, যে লিখে নিয়েছে কুরআনের পথে ...
10/10/2022

“ভিতুর মত ঘরে থাকার পাত্র আমি নয়। আমি থেমে যাবার পাত্র নয়, মানুষের নিন্দার কাছে। আমি সেই, যে লিখে নিয়েছে কুরআনের পথে করব কায়েম নিজের জিবন।”

মোঃ নাসিদ মিয়া রংপুরী - Md Nashed Mia Rangpuri

“ভয় পাইনা কোন বাঁধা! কারন আল্লাহকে ডাকলে নিরাশ হওয়ার কথা ভাবতেও পারিনা।”মোঃ নাসিদ মিয়া রংপুরী - Md Nashed Mia Rangpur...
10/10/2022

“ভয় পাইনা কোন বাঁধা! কারন আল্লাহকে ডাকলে নিরাশ হওয়ার কথা ভাবতেও পারিনা।”

মোঃ নাসিদ মিয়া রংপুরী - Md Nashed Mia Rangpuri

“তোমরা তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে প্রমাণ আসার পর মতভেদে লিপ্ত হয়েছে। তাদের জন্য রয়েছে মহা শাস্ত...
10/10/2022

“তোমরা তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে প্রমাণ আসার পর মতভেদে লিপ্ত হয়েছে। তাদের জন্য রয়েছে মহা শাস্তি। (আল ইমরান ২: ১০৫)

মোঃ নাসিদ মিয়া রংপুরী - Md Nashed Mia Rangpuri

Address

গংগাচড়া, রংপুর
Rangpur
NASID.COM

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hadith - আল হাদিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category