Voice Of Rezaul Karim

Voice Of Rezaul Karim আলোকিত আগামীর প্রত্যাশায় আমি অতি সাধারণ একজন মানুষ, আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই।
I am a very ordinary person, nothing much to say about me.

🕌 দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী 🌙আল্লাহ তায়ালা ইরশাদ করেন:"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে,...
23/04/2025

🕌 দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী 🌙

আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে।"
— (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫)

❝ সময় এখনো আছে, ফিরে আসুন রবের পথে।
নামাজ আদায় করুন নিয়মিত, কুরআন তিলাওয়াত করুন প্রতিদিন, এবং মাফ চেয়ে নিন সেই পরাক্রমশালী আল্লাহর কাছে যিনি ক্ষমাশীল ও দয়ালু। ❞

🤲 আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।

📤 শেয়ার করে অন্যকেও পড়ার সুযোগ করে দিন।
#আল্লাহ_রাহমত #আখিরাত_চিরস্থায়ী #নামাজ_হলো_নাজাতের_পথ #মৃত্যু_অপরিহার্য #হেদায়েতের_পথে

23/04/2025
জীবনে সফল হতে হলে কিছু গুণ ও অভ্যাস গড়ে তুলতে হয়। নিচে কিছু মূল দিক বলছি, যেগুলো আমাদের  অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে:🔥 ...
21/04/2025

জীবনে সফল হতে হলে কিছু গুণ ও অভ্যাস গড়ে তুলতে হয়। নিচে কিছু মূল দিক বলছি, যেগুলো আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে:

🔥 ১. নিজের লক্ষ্য পরিষ্কার রাখা
কী হতে চাই, সেটা জানলে সেখানে পৌঁছানো সহজ হয়।

ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে কাজ করা ।

📚 ২. নিয়মিত শেখো
নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মানসিকতা রাখা ।

বই পড়া, অনুশীলন করা, অভিজ্ঞ মানুষদের সঙ্গে মেশা ।

⏰ ৩. সময়কে সম্মান করা, সময় নষ্ট না করে পরিকল্পনা করে কাজ করা।

“আজ না, কাল করবো” মানসিকতা ত্যাগ করা ।

💪 ৪. পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়া সাফল্য একদিনে আসে না—নিয়মিত চেষ্টা আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র।

ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা ।

🤲 ৫. আল্লাহর উপর ভরসা রাখা , চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা।

পাঁচ ওয়াক্ত নামাজ, দোয়া, এবং ভালো কাজ করলে—মন ও মানসিক শক্তি বাড়ে।

👥 ৬. ভালো মানুষের সঙ্গ নেওয়া, পজিটিভ ও সচেতন মানুষের সাথে থাকা ।

নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা ।

💬 ৭. নিজের মূল্য বুঝা, কিন্তু অহংকার না করে
আত্মবিশ্বাস রাখা, কিন্তু অহংকারী না হওয়া ।

আলহামদুলিল্লাহ 🥰লালমনিরহাটের একজন ম!য-লু-ম ব-ন্দীর মায়ের হাতে জ!মিনের জন্য ৫০০০০ টাকা তুলে দেয়া হল। উপস্থিত ছিলেন আমাদের...
28/03/2025

আলহামদুলিল্লাহ 🥰
লালমনিরহাটের একজন ম!য-লু-ম ব-ন্দীর মায়ের হাতে জ!মিনের জন্য ৫০০০০ টাকা তুলে দেয়া হল।

উপস্থিত ছিলেন আমাদের লালমনিরহাটের দায়িত্বশীলগন।

ব-ন্দী-দের মু-ক্তি ও পরিবারের পুনর্বাসনের জন্য আপনার যাকাত ফিতরা সহ অন্যন্য টাকা আমাদের পাঠাতে পারেন।

01714987002 (bks personal)
01622659191( nagad roket)


আইনী সহায়তা সেল
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব কচাকাটা থানায় আসবেন ইনশাআল্লাহ। একজন বক্তা হিসেবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় । তাই তা...
19/03/2025

আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব কচাকাটা থানায় আসবেন ইনশাআল্লাহ। একজন বক্তা হিসেবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় । তাই তার কোন দলিয় বক্তব্য কে কেন্দ্র করে তার শানে অশালীন মন্তব্য ও মাহফিল কে ক্ষতিগ্রস্ত না করার জন্য সবাই কে সবিনয় নিবেদন করছি।

19/03/2025

❝৯০ লক্ষ ইহুদির সঙ্গে যুদ্ধ করার জন্য ১৮০ কোটি মুসলিম আবাবিল পাখির অপেক্ষা করছে।
আমার মনে হয় আবাবিল পাখি যদি আসেও তবে ইসরাইলের উপর নয়, আগে মুসলমানদের উপর পাথর বর্ষণ করবে।❞

16/03/2025

দেশে যে কি শুরু হলো এসব , লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড কাশিনাথ ঝাড় গ্রামে আজ ১৬-০৩-২৫ ইং রবিবার সকাল ৭.৫০ মিনিটে ৮ বছর এর শিশু মেয়ে আয়শা কে ধর্ষন করে।
ধর্ষনকারী মোঃ মেহের আলি (৫৫)
বাবা মৃত্যু বছির উদ্দিন।

16/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

13/03/2025

ধারালো অ-স্ত্র দ্বারা আঘাত করে হ-ত্যা চেষ্টা চালায়।

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নের আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারমাইকেল কলেজ ও পরবর্তীতে ভূরুঙ্গামারীতে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার সম্মুখ যোদ্ধা Mozammel Haque ধামেরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হয়।

ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা চেষ্টা চালায়, তার আশেপাশে তার আপন চাচা উপস্থিত থাকায়, উনি মোজাম্মেলকে বাঁচাতে গিয়ে নিজে মাথায় ও কানে কোপ খায় ও পরবর্তীতে যেকোনো উপায়ে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এখন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছে।

Address

দেওয়ানের খামার , ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
Rangpur
5670

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rezaul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rezaul Karim:

Share