
23/04/2025
🕌 দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী 🌙
আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে।"
— (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫)
❝ সময় এখনো আছে, ফিরে আসুন রবের পথে।
নামাজ আদায় করুন নিয়মিত, কুরআন তিলাওয়াত করুন প্রতিদিন, এবং মাফ চেয়ে নিন সেই পরাক্রমশালী আল্লাহর কাছে যিনি ক্ষমাশীল ও দয়ালু। ❞
🤲 আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।
📤 শেয়ার করে অন্যকেও পড়ার সুযোগ করে দিন।
#আল্লাহ_রাহমত #আখিরাত_চিরস্থায়ী #নামাজ_হলো_নাজাতের_পথ #মৃত্যু_অপরিহার্য #হেদায়েতের_পথে