Sarfaraj

Sarfaraj Hi! I am Sarfaraj. Welcome to My official page. I am a vlog video creator. I creat travels, tourse & bike riding videos. Thanks.....

You can get new videos so follow my page.

14/02/2025

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসেবে সারা বিশ্বে পরিচিত। কিন্তু এদিনে ১৯৮৩ সালে ঢাকায় ঝরেছিল শিক্ষার্থীদের রক্ত। এ জন্য অনেকে এ দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে থাকেন।

১৯৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় ছাত্র আন্দোলন, কালক্রমে যেটি গণআন্দোলনে রূপ নিয়েছিল। তখনকার ১১টি প্রগতিশীল ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ গণবিরোধী শিক্ষানীতি বাতিল, ছাত্রবন্দীদের মুক্তি ও দমননীতি বন্ধ এবং গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ডাক দেয়। হাজার হাজার ছাত্রছাত্রী স্লোগানে এদিন নেমে আসেন রাজপথে।

সেদিন শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। উত্তেজনার একপর্যায়ে ছাত্রনেতারা ব্যারিকেডের কাঁটাতারের ওপরে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেন। তখন কোনো উসকানি ছাড়াই গরম পানি ছিটাতে শুরু করে পুলিশ। এরপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। তা করতে ব্যর্থ হয়ে নির্বিচারে গুলি শুরু করে পুলিশ। এতে প্রথমেই গুলিবিদ্ধ হন জয়নাল। আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে পুলিশ বেয়নেট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। ওইদিনই শিশু একাডেমিতে যোগ দিতে আসা দীপালী নামের এক শিশু গুলিতে নিহত হয়। পুলিশের দীপালীর মরদেহ গুম করে ফেলে। তাছাড়া যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন এলাকায় আরো অনেককেই গুম করা হয় বলে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এর পরদিন ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাঞ্চন নামে একজন। একে একে আরো দশ টি শহীদের খবর পাওয়া যায়। শিক্ষার্থীদের আন্দোলন যেনো বেগবান না হয় সেজন্য স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আরও অনেক লাশ গুম করে ফেলার অভিযোগ ওঠে।
তখন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে এখনকার মতো পালন করা হতো না। ১৯৮৩ সালের সেই দিনটি ছিল এরশাদবিরোধী আন্দোলনে একটি চরম মুহূর্ত।সেদিন থেকে দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে বলা হয়।

13/02/2025

খাগড়াছড়িতে কারাগারের জেলারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কয়েকজন কারারক্ষী। কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কারাগার ত্যাগ করেন জেলার।

11/02/2025

সাইবার আইনে ৩৩২ টি মামলা প্রত্যাহার করা হয়েছে ও গায়েবি ১২১৪ টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
আইন উপদেষ্টা

09/02/2025

অপারেশন ডেভিল হান্ট :-
সারা দেশ থেকে এখন পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে
যৌথ বাহিনী

06/02/2025

যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক-অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে, সেই ভাষণ গুলোর মধ্যে প্রায়
(আড়াই হাজার) বছরের সকল ভাষণের মধ্যে শেখ মুজিবুর রহমানের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিকভাবে নাকি সেটা স্বীকৃতি পাইছে এমনটাই দাবি করছেন পলাতক শেখ হাসিনা। 😆

28/01/2025

সরকার বেক্সিমকো কোম্পানিটি বন্ধ করে দিতে চাই। আপনি কি মনে করেন সরকার এই সিদ্ধান্ত সঠিক কি না ?

17/01/2025

ডোনাল্ড ট্রাম ক্ষমতা এলে নাকি নরেন্দ্র মোদি বাংলাদেশে আবার আগের রেজিম কে ক্ষমতায় বসাবে অথচ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি
নরেন্দ্র মোদি। 😭😭

16/01/2025

জাতীয় পরিচয় নিবন্ধন আইন (২০২৩) NID
বাতিল করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে

15/01/2025

সংবিধান সংস্কার কমিশন সংবিধানে পাঁচটি নতুন মূলনীতির প্রস্তাব করেছে৷ এগুলো হলো || গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সাম্য ও বহুত্ববাদ।

13/01/2025

সরকার শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে সরাসরি সাধারণ জনগণের গলায় ছুরি ধরেছে। কারণ সরকার অনেক টাকার ক্রাইসে আছে। সরকার জনগণের কাছ থেকে ১২ হাজার কোটি টাকা উত্তোলন করে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতার নামে উড়াবে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এই ধরনের চিন্তাধারা সম্পূর্ণ ভুল পদক্ষেপ।

07/01/2025

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাদা পোশাকে অর্থাৎ ইউনিফর্ম না পড়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না।
উপদেষ্টার এরকম বক্তব্য পরিবর্তনের আশা দেখাচ্ছে ।

31/12/2024

Happy New Year Bangladesh. Let's forget all the filth of the past and start a new social system. Freedom of expression of new people. Good luck Bangladesh.

Address

Rangpur
5400

Telephone

+8801934827001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarfaraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarfaraj:

Share

Category